দিল্লি, 25 এপ্রিল : কেন্দ্রের DA ও DR বন্ধ রাখার সিদ্ধান্তের কড়া সমালোচনা করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং । দেশের এই পরিস্থিতিতে কেন্দ্রের এই সিদ্ধান্ত অনুচিত বলে মনে করেন তিনি । কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে । বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রের এই পদক্ষেপের কোনও প্রয়োজনীয়তা ছিল না বলে জানান মনমোহন সিং ।
বৃহস্পতিবার কেন্দ্রের তরফে কর্মীদের বর্ধিত মহার্ঘ ভাতা (DA) ও ডিয়ারনেস রিলিফ(DR) বন্ধ রাখার কথা ঘোষণা করা হয় । কেন্দ্রের তরফে নির্দেশিকা জারি হয়, 2020 সালের জানুয়ারি মাস থেকে 2021 সালের জুন মাস পর্যন্ত বর্ধিত মহার্ঘ ভাতা বন্ধ থাকবে । এর ফলে সামগ্রিক সঞ্চয়ের পরিমাণ দাঁড়াবে 1.20 লাখ কোটি টাকা । সেই অর্থে কোরোনা ভাইরাসের জেরে তৈরি সামগ্রিক পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব হবে বলে দাবি করে কেন্দ্র । কেন্দ্রের এই সিদ্ধান্তের জেরে 48.34 লাখ সরকারি কর্মচারীর অতিরিক্ত উপার্জন বাধাপ্রাপ্ত হবে । সমস্যায় পড়বেন 65.26 লাখ পেনশন ভোক্তাও । কেন্দ্রের এই ঘোষণার পর থেকেই সমালোচনা শুরু হয় । একাংশ বিরোধী এই পদক্ষেপের নিন্দা করেন । অভিযোগ ওঠে এই কঠিন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের কথা চিন্তা করেনি ।
আজ কংগ্রেসের তরফে মনমোহন সিংয়ের একটি ভিডিয়ো আপলোড করা হয় । মনমোহন সিং কেন্দ্রের এই পদক্ষেপের নিন্দা করে বলেন, “আমি বিশ্বাস করি এই মুহূর্তে এই পদক্ষেপের কোনও প্রয়োজনীয়তা ছিল না । কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে ।”
কেন্দ্রের এই সিদ্ধান্তকে অসংবেদনশীল এবং অমানবিক বলে কটাক্ষ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । কেন্দ্রের ভিসতা প্রকল্পের সমালোচনা করেন তিনি । রাহুল বলেন, “একদিকে কেন্দ্র ভিসতায় টাকা ব্যয় করছে । বুলেট ট্রেনে টাকা ব্যয় হচ্ছে । মধ্যবিত্ত শ্রেণিকে এই মহামারী পরিস্থিতিতে উপযুক্ত সামগ্রীর জোগান না দিয়ে উপরন্তু তাদের উপার্জন থেকেই টাকা কেটে নেওয়া হচ্ছে ।”
কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালও কেন্দ্রের পদক্ষেপের নিন্দা করে বলেন, "DA বন্ধ রাখার এই সিদ্ধান্ত কর্মচারী এবং পেনশনভোক্তাদের ক্ষতি করবে ।"
যদিও সরকারপক্ষের দাবি, গরিব ও আক্রান্ত মানুষের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের কল্যাণ এবং স্বাস্থ্যখাতে খরচ বৃদ্ধির প্রয়োজন দেখা দিয়েছে। এই পদক্ষেপের ফলে 2020-2021 ও 2021-2022 অর্থবর্ষে 37,350 কোটি টাকা সঞ্চয় হবে কেন্দ্রের। একই পদক্ষেপ করলে রাজ্যগুলি 82,566 কোটি টাকা সঞ্চয় করতে পারবে। অর্থাৎ মিলিত সঞ্চয়ের পরিমাণ দাঁড়াবে 1.20 লাখ কোটি টাকা। এই টাকা দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে চাঙা রাখতে সাহায্য করবে ।