ETV Bharat / bharat

শীঘ্রই ভারত-চিন সীমান্তে দুই কুঁজ বিশিষ্ট উটের ব্যবহার - Eastern Ladakh region

সীমান্তে বাড়ছে চিনা আগ্রাসন । সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে ভারতীয় সেনার তরফে । এখানে বেশি ওজনের মাল বইতে সক্ষম দুই কুঁজ বিশিষ্ট উট ব্যবহার করার পরিকল্পনা করা হচ্ছে জওয়ানদের সাহায্যার্থে ।

Aa
Aa
author img

By

Published : Sep 21, 2020, 11:18 PM IST

লেহ (লাদাখ), 21 সেপ্টেম্বর : ভারত-চিন সীমান্তে বেড়েছে উত্তেজনা । কড়া নজরদারি চালাচ্ছে জওয়ানরা । শীঘ্রই পূর্ব লাদাখের ভারত-চীন সীমান্তে জওয়ানদের সাহায্যার্থে ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হতে চলেছে লাদাখের বিখ্যাত ডবল হাম্পড উট ।

দ্বিকুঁজ বিশিষ্ট এই ডবল হাম্প উট বা ব্যাকট্রিয়ান উট নিয়ে গবেষণা চালাচ্ছে ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) । এই উটগুলি পূর্ব লাদাখের 1700 ফুট উচ্চতায় 170 কেজি পর্যন্ত মাল বইতে সক্ষম ।

DRDO- র বিজ্ঞানী প্রভু প্রসাদ সারাঙ্গি বলেন, "আমরা দ্বি কুঁজ বিশিষ্ট উটগুলি নিয়ে গবেষণা করছি । এগুলি এখানকার স্থানীয় পশু । এই উটগুলির সহনশীলতা এবং ভার বহন করার ক্ষমতা নিয়ে গবেষণা করা হয় । চিন সীমান্তের নিকট 1700 ফুট উচ্চতায় পূর্ব লাদাখ এলাকায় গবেষণা চালানো হয়েছে । দেখা গেছে, এই উটগুলি 170 কেজি পর্যন্ত বোঝা বহন করতে সক্ষম । এই বোঝা নিয়ে তারা 12 কিলোমিটার পর্যন্ত যেতে পারে ।"

রাজস্থানের এক কুঁজ বিশিষ্ট উটগুলির কর্মক্ষমতার সঙ্গেও এই ডবল হাম্প উটগুলির তুলনা করে দেখা হয়েছিল । এই উটগুলি খাদ্য, জল ছাড়া তিনদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে । বর্তমানে ডিফেন্স ইনস্টিটিউট অফ অলটিটিউড রিসার্চ (DIHAR) উটগুলির বংশবৃদ্ধিতে জোর দিচ্ছে ।

সারাঙ্গি জানান, " অন্তর্ভুক্তির আগে পরীক্ষা করে দেখে নেওয়া হচ্ছে । দ্রুত ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হবে এই উটগুলি । এই পশুগুলির সংখ্যা কম । তবে প্রজননের মাধ্যমে সংখ্যা বৃদ্ধির চেষ্টা চলছে । সংখ্যা বাড়লে এগুলিকে অন্তর্ভুক্ত করা হবে ।" মাল বওয়ানোর ক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা সাধারণত স্থানীয় খচ্চর ও পনিগুলিকে ব্যবহার করে । এইগুলি 40 কেজি পর্যন্ত মাল বহন করতে পারে ।

সীমান্তে বাড়ছে চিনা আগ্রাসন । সীমান্তবর্তী এলাকায় করা টহলদারি চালানো হচ্ছে ভারতীয় সেনার তরফে । সীমান্তবর্তী এলাকায় বেশি ওজনের মাল বইতে সক্ষম দ্বি কুঁজ বিশিষ্ট উট ব্যবহার করার পরিকল্পনা করা হচ্ছে জওয়ানদের সাহায্যার্থে ।

লেহ (লাদাখ), 21 সেপ্টেম্বর : ভারত-চিন সীমান্তে বেড়েছে উত্তেজনা । কড়া নজরদারি চালাচ্ছে জওয়ানরা । শীঘ্রই পূর্ব লাদাখের ভারত-চীন সীমান্তে জওয়ানদের সাহায্যার্থে ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হতে চলেছে লাদাখের বিখ্যাত ডবল হাম্পড উট ।

দ্বিকুঁজ বিশিষ্ট এই ডবল হাম্প উট বা ব্যাকট্রিয়ান উট নিয়ে গবেষণা চালাচ্ছে ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) । এই উটগুলি পূর্ব লাদাখের 1700 ফুট উচ্চতায় 170 কেজি পর্যন্ত মাল বইতে সক্ষম ।

DRDO- র বিজ্ঞানী প্রভু প্রসাদ সারাঙ্গি বলেন, "আমরা দ্বি কুঁজ বিশিষ্ট উটগুলি নিয়ে গবেষণা করছি । এগুলি এখানকার স্থানীয় পশু । এই উটগুলির সহনশীলতা এবং ভার বহন করার ক্ষমতা নিয়ে গবেষণা করা হয় । চিন সীমান্তের নিকট 1700 ফুট উচ্চতায় পূর্ব লাদাখ এলাকায় গবেষণা চালানো হয়েছে । দেখা গেছে, এই উটগুলি 170 কেজি পর্যন্ত বোঝা বহন করতে সক্ষম । এই বোঝা নিয়ে তারা 12 কিলোমিটার পর্যন্ত যেতে পারে ।"

রাজস্থানের এক কুঁজ বিশিষ্ট উটগুলির কর্মক্ষমতার সঙ্গেও এই ডবল হাম্প উটগুলির তুলনা করে দেখা হয়েছিল । এই উটগুলি খাদ্য, জল ছাড়া তিনদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে । বর্তমানে ডিফেন্স ইনস্টিটিউট অফ অলটিটিউড রিসার্চ (DIHAR) উটগুলির বংশবৃদ্ধিতে জোর দিচ্ছে ।

সারাঙ্গি জানান, " অন্তর্ভুক্তির আগে পরীক্ষা করে দেখে নেওয়া হচ্ছে । দ্রুত ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হবে এই উটগুলি । এই পশুগুলির সংখ্যা কম । তবে প্রজননের মাধ্যমে সংখ্যা বৃদ্ধির চেষ্টা চলছে । সংখ্যা বাড়লে এগুলিকে অন্তর্ভুক্ত করা হবে ।" মাল বওয়ানোর ক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা সাধারণত স্থানীয় খচ্চর ও পনিগুলিকে ব্যবহার করে । এইগুলি 40 কেজি পর্যন্ত মাল বহন করতে পারে ।

সীমান্তে বাড়ছে চিনা আগ্রাসন । সীমান্তবর্তী এলাকায় করা টহলদারি চালানো হচ্ছে ভারতীয় সেনার তরফে । সীমান্তবর্তী এলাকায় বেশি ওজনের মাল বইতে সক্ষম দ্বি কুঁজ বিশিষ্ট উট ব্যবহার করার পরিকল্পনা করা হচ্ছে জওয়ানদের সাহায্যার্থে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.