ETV Bharat / bharat

পাশে মেলানিয়া, সোনালি আলোয় তাজমহলে ফোটোশুট ট্রাম্পের - us president

সূচি অনুযায়ী দুপুরে মোতেরা স্টেডিয়ামের অনুষ্ঠান শেষে আগ্রায় পৌঁছান অ্যামেরিকার প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি । ছিলেন মেয়ে ইভাঙ্কা ও জামাইও ।

Donald J Trump
তাজমহলে ফটোশুট ট্রাম্পের
author img

By

Published : Feb 24, 2020, 7:27 PM IST

আগ্রা, 24 ফেব্রুয়ারি : মোতেরা স্টেডিয়ামে নমস্তে ট্রাম্পের অনুষ্ঠান শেষেই আগ্রার উদ্দেশে রওনা দেন সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্প । ছিলেন মেয়ে ইভাঙ্কা ও জামাইও । তাজ মহল ঘুরে দেখার পাশাপাশি পড়ন্ত বিকেলে প্রেমের সৌধ তাজমহলে ফোটোশুট করলেন তাঁরা । সোনালি আলোয় তাজমহলকে সাক্ষী রাখলেন । পরস্পরের হাত ধরে সৌধ চত্বরে ঘুরলেন ট্রাম্প ও মেলানিয়া ।

Donald J Trump
তাজমহলের সামনে ফোটোশুট ইভাঙ্কা ট্রাম্প এবং তাঁর স্বামী জারেদ কুশনারের

সূচি অনুযায়ীই দুপুরে মোতেরা স্টেডিয়ামের অনুষ্ঠান শেষে আগ্রায় পৌঁছান অ্যামেরিকার প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি । সেখানে তাঁদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও রাজ্যপাল আনন্দবেন প্যাটেল । তারপর রওনা দেন তাজমহলের উদ্দেশে । তাজমহলে পৌঁছেই একের পর এক পোজ়ে ছবি তুলতে থাকেন ট্রাম্প ও মেলানিয়া । একে একে ঘুরে দেখেন মুমতাজ মহল থেকে তাজমহলের বিস্তীর্ণ এলাকা । তাজমহল ঘুরে দেখতে সাহায্য করেন একজন গাইড ।

তাজমহল ঘোরা শেষে ভিজ়িটর্স বুকে নিজের অভিজ্ঞতার কথা লিখলেন তিনি । তাজমহল সৌন্দর্যের কালজয়ী নিদর্শন, একথাই লিখলেন অ্য়ামেরিকার প্রেসিডেন্ট ।

Donald J Trump
তাজমহল ঘোরা শেষে ভিজ়িটরস বুকে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন অ্যামেরিকান প্রেসিডেন্ট

সবশেষে দিল্লির উদ্দেশে রওনা দেন তাঁরা । আজ রাতে দিল্লিতেই থাকার কথা অ্যামেরিকার প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির ।

আগ্রা, 24 ফেব্রুয়ারি : মোতেরা স্টেডিয়ামে নমস্তে ট্রাম্পের অনুষ্ঠান শেষেই আগ্রার উদ্দেশে রওনা দেন সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্প । ছিলেন মেয়ে ইভাঙ্কা ও জামাইও । তাজ মহল ঘুরে দেখার পাশাপাশি পড়ন্ত বিকেলে প্রেমের সৌধ তাজমহলে ফোটোশুট করলেন তাঁরা । সোনালি আলোয় তাজমহলকে সাক্ষী রাখলেন । পরস্পরের হাত ধরে সৌধ চত্বরে ঘুরলেন ট্রাম্প ও মেলানিয়া ।

Donald J Trump
তাজমহলের সামনে ফোটোশুট ইভাঙ্কা ট্রাম্প এবং তাঁর স্বামী জারেদ কুশনারের

সূচি অনুযায়ীই দুপুরে মোতেরা স্টেডিয়ামের অনুষ্ঠান শেষে আগ্রায় পৌঁছান অ্যামেরিকার প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি । সেখানে তাঁদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও রাজ্যপাল আনন্দবেন প্যাটেল । তারপর রওনা দেন তাজমহলের উদ্দেশে । তাজমহলে পৌঁছেই একের পর এক পোজ়ে ছবি তুলতে থাকেন ট্রাম্প ও মেলানিয়া । একে একে ঘুরে দেখেন মুমতাজ মহল থেকে তাজমহলের বিস্তীর্ণ এলাকা । তাজমহল ঘুরে দেখতে সাহায্য করেন একজন গাইড ।

তাজমহল ঘোরা শেষে ভিজ়িটর্স বুকে নিজের অভিজ্ঞতার কথা লিখলেন তিনি । তাজমহল সৌন্দর্যের কালজয়ী নিদর্শন, একথাই লিখলেন অ্য়ামেরিকার প্রেসিডেন্ট ।

Donald J Trump
তাজমহল ঘোরা শেষে ভিজ়িটরস বুকে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন অ্যামেরিকান প্রেসিডেন্ট

সবশেষে দিল্লির উদ্দেশে রওনা দেন তাঁরা । আজ রাতে দিল্লিতেই থাকার কথা অ্যামেরিকার প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.