ETV Bharat / bharat

রাগের মাথায় জরায়ুতে বাইকের হ্যান্ডেল ঢুকিয়ে দিয়েছিল স্বামী - torture

স্ত্রীকে মারতে মারতে জরায়ুতে ছ'য় ইঞ্চি দীর্ঘ প্লাস্টিকের হ্যান্ডেল ঢুকিয়ে দিয়েছিল । প্রায় 2 বছর পর অস্ত্রোপচার করে তা বের করা হল । অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : May 15, 2019, 6:38 PM IST

ভোপাল, 15 মে : মধ্যযুগীয় বর্বরতা বোধহয় একেই বলে ! স্ত্রীকে মারতে মারতে তালজ্ঞান হারিয়ে গিয়েছিল । বাইকের ছ'য় ইঞ্চি দীর্ঘ প্লাস্টিকের হ্যান্ডেলটা সরাসরি ঢুকিয়ে দিয়েছিল যৌনাঙ্গে । অর্থের অভাব ও পারিবারিক লজ্জায় দীর্ঘ 2 বছর ধরে বিষয়টি কাউকে বলতে পারেননি ওই মহিলা । অবশেষে পুলিশের সহযোগিতায় সরকারি হাসপাতালে তাঁর সফল অস্ত্রোপচার করলেন চিকিৎসকরা । জরায়ু থেকে বের করে আনা হল বাইকের হ্যান্ডেলের টুকরোটি । স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

ভোপাল থেকে 251 কিলোমিটার দূরে ধার জেলা । 15 বছরের বিবাহিত জীবন এক আদিবাসী দম্পতি । তাঁদের ছ'টি সন্তান রয়েছে । বছর দু'য়েক আগে একদিন পারিবারিক অশান্তির জেরে মহিলাকে মারধর করে স্বামী । তখন রাগের বশে বাইকের ছ'ইঞ্চি লম্বা প্লাস্টিকের হ্যান্ডেল ঢুকিয়ে দেয় স্ত্রীর জরায়ুতে । দু'মাস পর শুরু হয় অসহ্য যন্ত্রণা । বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে যান চিকিৎসার জন্য । চিকিৎসকরা তৎক্ষণাৎ অস্ত্রোপচারের নির্দেশ দেন । কিন্তু, তার জন্য লাগবে 1 লাখ টাকা । যেখানে বাড়িতে নুন আনতে পান্তা ফুরোয়, সেখানে 1 লাখ টাকা তো স্বপ্ন ! ফলে অস্ত্রোপচার করাতে পারেননি তিনি।

একদিকে পারিবারিক লজ্জা, অন্যদিকে সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে প্রায় দু'বছর এই অসহ্য যন্ত্রণা সহ্য করেছিলেন ওই আদিবাসী মহিলা । কিন্তু, আর সহ্য করতে পারেননি । রবিবার (12 মে), শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি কোনওরকমে স্থানীয় চন্দননগর থানায় পৌঁছান । পুলিশকে গোটা বিষয়টি খুলে বলেন । তৎক্ষণাৎ এম ওয়াই গভর্নমেন্ট হসপিটালে ভরতি করা হয় তাঁকে ।


হাসপাতালের শল্য বিভাগের প্রধান ডাঃ আর কে মাথুর বলেন, "প্লাস্টিকে টুকরোটি মহিলার জরায়ু, ক্ষুদ্রান্ত্র ও বৃহদন্ত্রের যথেষ্ট ক্ষতি করেছে । চার ঘণ্টার অস্ত্রোপচার শেষে প্লাস্টিকের টুকরোটি বের করা গিয়েছে । তবে বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল ।"

ভোপাল, 15 মে : মধ্যযুগীয় বর্বরতা বোধহয় একেই বলে ! স্ত্রীকে মারতে মারতে তালজ্ঞান হারিয়ে গিয়েছিল । বাইকের ছ'য় ইঞ্চি দীর্ঘ প্লাস্টিকের হ্যান্ডেলটা সরাসরি ঢুকিয়ে দিয়েছিল যৌনাঙ্গে । অর্থের অভাব ও পারিবারিক লজ্জায় দীর্ঘ 2 বছর ধরে বিষয়টি কাউকে বলতে পারেননি ওই মহিলা । অবশেষে পুলিশের সহযোগিতায় সরকারি হাসপাতালে তাঁর সফল অস্ত্রোপচার করলেন চিকিৎসকরা । জরায়ু থেকে বের করে আনা হল বাইকের হ্যান্ডেলের টুকরোটি । স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

ভোপাল থেকে 251 কিলোমিটার দূরে ধার জেলা । 15 বছরের বিবাহিত জীবন এক আদিবাসী দম্পতি । তাঁদের ছ'টি সন্তান রয়েছে । বছর দু'য়েক আগে একদিন পারিবারিক অশান্তির জেরে মহিলাকে মারধর করে স্বামী । তখন রাগের বশে বাইকের ছ'ইঞ্চি লম্বা প্লাস্টিকের হ্যান্ডেল ঢুকিয়ে দেয় স্ত্রীর জরায়ুতে । দু'মাস পর শুরু হয় অসহ্য যন্ত্রণা । বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে যান চিকিৎসার জন্য । চিকিৎসকরা তৎক্ষণাৎ অস্ত্রোপচারের নির্দেশ দেন । কিন্তু, তার জন্য লাগবে 1 লাখ টাকা । যেখানে বাড়িতে নুন আনতে পান্তা ফুরোয়, সেখানে 1 লাখ টাকা তো স্বপ্ন ! ফলে অস্ত্রোপচার করাতে পারেননি তিনি।

একদিকে পারিবারিক লজ্জা, অন্যদিকে সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে প্রায় দু'বছর এই অসহ্য যন্ত্রণা সহ্য করেছিলেন ওই আদিবাসী মহিলা । কিন্তু, আর সহ্য করতে পারেননি । রবিবার (12 মে), শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি কোনওরকমে স্থানীয় চন্দননগর থানায় পৌঁছান । পুলিশকে গোটা বিষয়টি খুলে বলেন । তৎক্ষণাৎ এম ওয়াই গভর্নমেন্ট হসপিটালে ভরতি করা হয় তাঁকে ।


হাসপাতালের শল্য বিভাগের প্রধান ডাঃ আর কে মাথুর বলেন, "প্লাস্টিকে টুকরোটি মহিলার জরায়ু, ক্ষুদ্রান্ত্র ও বৃহদন্ত্রের যথেষ্ট ক্ষতি করেছে । চার ঘণ্টার অস্ত্রোপচার শেষে প্লাস্টিকের টুকরোটি বের করা গিয়েছে । তবে বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল ।"


New Delhi, May 15 (ANI): Ministry of External Affairs Foreign Secretary Vijay Gokhale on Wednesday said that consistent effort has been made to oversee as many applications as Ministry can for Kailash Manasarovar Yatra. He emphasized on saying that the Yatra is not only important for those going for spiritual or religious purposes but also to build relations between India and China.The Foreign Secretary also informed that there will be total 18 batches of Kailash Manasarovar Yatra for this year. These batches consist of 50 pilgrims who will trek across the Uttarakhand's Lipulekh Pass. 10 other batches consisting 50 pilgrims each will go by the Sikkim's Nathu La route.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.