ETV Bharat / bharat

কোরোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে মাস্ক কি আদৌ কার্যকরী ? - রেসপিরেটরি মাস্ক

কোরোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক ব্যবহার করছে সাধারণ মানুষ ৷ বাজারে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মাস্ক ৷ কিন্তু, এই মাস্ক কি আদৌ সংক্রমণ থেকে বাঁচাতে সক্ষম ?

Coronavirus
কোরোনা
author img

By

Published : Mar 5, 2020, 9:39 AM IST

দিল্লি, 5 মার্চ : কোরোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক ব্যবহার করা হচ্ছে ৷ কোরোনার সংক্রমণ থেকে বাঁচতে আদৌ কি এই মাস্ক কার্যকরী ? কতটা সুরক্ষা দিতে পারে এই মাস্ক ?

ন্যাশভিলের ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের চিকিৎসক মার্ক ডেনিসনের মতে, যে কোনও ভাইরাস আকারে এতটাই ছোটো হয় যে, বাজারে চলতি মাস্কের ভিতর দিয়ে খুব সহজেই তা শরীরে প্রবেশ করতে পারে ৷ তবে সাধারণভাবে জীবাণুগুলি বাতাসে বাহিত হয়ে শরীরে প্রবেশ করে না ৷

তাঁর মতে, এই ভাইরাস হাঁচি বা কাশির সঙ্গে কণা আকারে এক শরীর থেকে শরীরে দেহে প্রবেশ করে ৷ হাঁচি বা কাশির মাধ্যমে যে থুতু বের হয়, তা যদি অন্য ব্যক্তির দেহের সংস্পর্শে আসে, তাহলে আক্রান্ত ব্যক্তির থেকে অন্যের শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে ৷ সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে যিনি এসেছেন, তিনি যদি চোখে বা মুখে হাত দেন, তাহলে তিনি এই ভাইরাসে সংক্রমিত হতে পারেন ৷ তবে মাস্ক পরা থাকলে, ভাইরাসের বড় কণা নাক বা মুখে প্রবেশ করতে পারে না ৷ মাস্ক পরার আর একটি উপকারিতা হল, এটি চোখে বা মুখে বারবার হাত দেওয়ার অভ্যাস থেকে মানুষকে বিরত করে ৷ এর ফলে তাদের ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনাও কমে যায় ৷

যদিও এই ধরনের মাস্ক কতটা সুরক্ষিত তা জানার জন্য কোনও পরীক্ষা করা হয়নি, তবে 2017 সালের একটি গবেষণাপত্রে বলা হয়েছে, SARS ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যকর্মীদের কিছুটা হলেও সুরক্ষা দিয়েছিল মেডিকেল মাস্ক ৷

Special protective suit
চিনের চিকিৎসকরা বিশেষ স্যুট পরে কোরোনা আক্রান্তদের চিকিৎসা করছেন

কোরোনা ভাইরাস থেকে রক্ষা পেতে বারবার সাবান দিয়ে হাত ধোওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা ৷ সাবান দিয়ে বারবার হাত ধোওয়া সম্ভব না হলে অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজ়ার ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা ৷

সেন্টার ফর ডিজ়িস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তরফে আবার সাধারণ মানুষের পাশাপাশি সংক্রমিত ব্যক্তিদেরও মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে ৷ স্বাস্থ্যকর্মীদের মাস্ক ব্যবহারের উপদেশ দিয়েছে এই সংস্থা ৷ বিমানযাত্রীদের মধ্যে সংক্রমণ রুখতে অসুস্থ যাত্রীদেরও মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে ৷

যে সব স্বাস্থ্যকর্মীরা কোরোনা আক্রান্তদের চিকিৎসা করছেন, তাঁদের সংক্রমণ থেকে বাঁটতে বিশেষ মাস্ক ছাড়াও গগলস ও ফেস শিল্ডের ব্যবহার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা ৷

দিল্লি, 5 মার্চ : কোরোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক ব্যবহার করা হচ্ছে ৷ কোরোনার সংক্রমণ থেকে বাঁচতে আদৌ কি এই মাস্ক কার্যকরী ? কতটা সুরক্ষা দিতে পারে এই মাস্ক ?

ন্যাশভিলের ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের চিকিৎসক মার্ক ডেনিসনের মতে, যে কোনও ভাইরাস আকারে এতটাই ছোটো হয় যে, বাজারে চলতি মাস্কের ভিতর দিয়ে খুব সহজেই তা শরীরে প্রবেশ করতে পারে ৷ তবে সাধারণভাবে জীবাণুগুলি বাতাসে বাহিত হয়ে শরীরে প্রবেশ করে না ৷

তাঁর মতে, এই ভাইরাস হাঁচি বা কাশির সঙ্গে কণা আকারে এক শরীর থেকে শরীরে দেহে প্রবেশ করে ৷ হাঁচি বা কাশির মাধ্যমে যে থুতু বের হয়, তা যদি অন্য ব্যক্তির দেহের সংস্পর্শে আসে, তাহলে আক্রান্ত ব্যক্তির থেকে অন্যের শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে ৷ সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে যিনি এসেছেন, তিনি যদি চোখে বা মুখে হাত দেন, তাহলে তিনি এই ভাইরাসে সংক্রমিত হতে পারেন ৷ তবে মাস্ক পরা থাকলে, ভাইরাসের বড় কণা নাক বা মুখে প্রবেশ করতে পারে না ৷ মাস্ক পরার আর একটি উপকারিতা হল, এটি চোখে বা মুখে বারবার হাত দেওয়ার অভ্যাস থেকে মানুষকে বিরত করে ৷ এর ফলে তাদের ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনাও কমে যায় ৷

যদিও এই ধরনের মাস্ক কতটা সুরক্ষিত তা জানার জন্য কোনও পরীক্ষা করা হয়নি, তবে 2017 সালের একটি গবেষণাপত্রে বলা হয়েছে, SARS ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যকর্মীদের কিছুটা হলেও সুরক্ষা দিয়েছিল মেডিকেল মাস্ক ৷

Special protective suit
চিনের চিকিৎসকরা বিশেষ স্যুট পরে কোরোনা আক্রান্তদের চিকিৎসা করছেন

কোরোনা ভাইরাস থেকে রক্ষা পেতে বারবার সাবান দিয়ে হাত ধোওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা ৷ সাবান দিয়ে বারবার হাত ধোওয়া সম্ভব না হলে অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজ়ার ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা ৷

সেন্টার ফর ডিজ়িস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তরফে আবার সাধারণ মানুষের পাশাপাশি সংক্রমিত ব্যক্তিদেরও মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে ৷ স্বাস্থ্যকর্মীদের মাস্ক ব্যবহারের উপদেশ দিয়েছে এই সংস্থা ৷ বিমানযাত্রীদের মধ্যে সংক্রমণ রুখতে অসুস্থ যাত্রীদেরও মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে ৷

যে সব স্বাস্থ্যকর্মীরা কোরোনা আক্রান্তদের চিকিৎসা করছেন, তাঁদের সংক্রমণ থেকে বাঁটতে বিশেষ মাস্ক ছাড়াও গগলস ও ফেস শিল্ডের ব্যবহার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.