দিল্লি, 12 ডিসেম্বর : নাগরিকত্ব বিলের বিরোধিতায় সরব হয়েছে কংগ্রেস, তৃণমূল, বামেরা ৷ তাদের আক্রমণ করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ দিল্লি থেকে এক ভিডিয়ো বার্তায় তিনি বলেন, কংগ্রেস, তৃণমূল ও CPI(M) বাঙালি বিরোধী ৷
সংসদের শীতকালীন অধিবেশনের জন্য দিল্লিতে রয়েছেন দিলীপ ঘোষ ৷ সেখান থেকে আজ নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষে তিনি বলেন, "দেশ বিভাজনে উদ্বাস্তু হাজার হাজার হিন্দু বাঙালি পরিবার ভারতের নাগরিকত্ব পান ৷ এমনই স্বপ্ন ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের । আজ তাঁর স্বপ্ন সফল হয়েছে । নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করে তাঁর উত্তরসূরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই স্বপ্ন সফল করেছেন । কিন্তু এই বিলের বিরোধিতা করছে কংগ্রেস, তৃণমূল ও CPI(M) । এঁরা সত্যি সত্যি বাঙালি বিরোধী । বাংলার মানুষ তাঁদের কোনও দিন ক্ষমা করবেন না ।"
প্রসঙ্গত, 9 ডিসেম্বর লোকসভায় পাশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল । গতকাল রাজ্যসভাতেও এই বিল পাশ হয় । পক্ষে ভোট পড়ে 125টি, বিপক্ষে 105টি । এই বিল নিয়ে উত্তাল অসম সহ উত্তর-পূর্বাঞ্চল । পাশাপাশি এই বিলের বিরোধিতা করে তৃণমূল,কংগ্রেস ও CPI(M) । আজ BJP রাজ্য সভাপতি দিল্লি থেকে বিলের স্বপক্ষে ভিডিয়ো বার্তা দেন এবং রাজনৈতিক দলগুলির বিরোধিতায় সরব হন ।