ETV Bharat / bharat

টানা 15 দিন, ফের দাম বাড়ল পেট্রল-ডিজ়েলের - business news

সাধারণ মানুষের চিন্তা বাড়িয়ে ফের বাড়ল পেট্রল-ডিজ়েলের দাম । আজ লিটার প্রতি ডিজ়েলের দাম 60 পয়সা এবং পেট্রলের দাম 35 পয়সা বেড়েছে ।

ছবি
ছবি
author img

By

Published : Jun 21, 2020, 1:45 PM IST

দিল্লি, 21 মে : টানা 15 দিন । ফের দাম বড়ল পেট্রল-ডিজ়েলের । আজ লিটার প্রতি ডিজ়েলের দাম 60 পয়সা এবং পেট্রলের দাম বাড়ল 35 পয়সা । 15 দিনে পেট্রলের দাম বেড়েছে 8.88 টাকা এবং ডিজ়েলের দাম বাড়ল 7.97 টাকা।

দিল্লিতে পেট্রলের দাম প্রতি লিটারে 78.88 থেকে বেড়ে 79.23 টাকা হয়েছে । ডিজ়েলের দাম 77.67 টাকা থেকে বেড়ে হয়েছে 78.27 টাকা । মুম্বইয়ে পেট্রলের দাম প্রতি লিটারে 86.04 এবং ডিজ়েলের দাম হয়েছে 76.69 টাকা । গতকাল কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম 80.13 টাকা ও ডিজ়েলের দাম ছিল 71.96 টাকা । দিল্লিতে লিটার প্রতি পেট্রলের দাম 78.88 টাকা ও ডিজ়েলের দাম 77.67 টাকা ছিল । চেন্নাইয়ে পেট্রলের দাম প্রতি লিটারে 82.27 টাকা এবং ডিজ়েলের দাম ছিল 75.29 টাকা ।

এই 15 দিনে ডিজ়েলের দাম সব থেকে বেশি বেড়েছে । পেট্রলের দামও গত দু' বছরের তুলনায় যথেষ্ট বেশি । এর আগে 2018 সালের 16 অক্টোবর দিল্লিতে ডিজ়েলের দাম বেড়ে হয়েছিল 75.69 টাকা । ওই বছরের 4 অক্টোবর পেট্রলের দাম বেড়ে হয়েছিল 84 টাকা ।

এরপর থেকে অপরিশোধিত তেলের দাম কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও চলতি বছরে ক্রমাগত সেই দাম বেড়ে চলেছে । 14 মার্চ সরকার পেট্রল-ডিজ়েলের দাম লিটার পিছু 3 টাকা করে বাড়ানো হয় ।

দিল্লি, 21 মে : টানা 15 দিন । ফের দাম বড়ল পেট্রল-ডিজ়েলের । আজ লিটার প্রতি ডিজ়েলের দাম 60 পয়সা এবং পেট্রলের দাম বাড়ল 35 পয়সা । 15 দিনে পেট্রলের দাম বেড়েছে 8.88 টাকা এবং ডিজ়েলের দাম বাড়ল 7.97 টাকা।

দিল্লিতে পেট্রলের দাম প্রতি লিটারে 78.88 থেকে বেড়ে 79.23 টাকা হয়েছে । ডিজ়েলের দাম 77.67 টাকা থেকে বেড়ে হয়েছে 78.27 টাকা । মুম্বইয়ে পেট্রলের দাম প্রতি লিটারে 86.04 এবং ডিজ়েলের দাম হয়েছে 76.69 টাকা । গতকাল কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম 80.13 টাকা ও ডিজ়েলের দাম ছিল 71.96 টাকা । দিল্লিতে লিটার প্রতি পেট্রলের দাম 78.88 টাকা ও ডিজ়েলের দাম 77.67 টাকা ছিল । চেন্নাইয়ে পেট্রলের দাম প্রতি লিটারে 82.27 টাকা এবং ডিজ়েলের দাম ছিল 75.29 টাকা ।

এই 15 দিনে ডিজ়েলের দাম সব থেকে বেশি বেড়েছে । পেট্রলের দামও গত দু' বছরের তুলনায় যথেষ্ট বেশি । এর আগে 2018 সালের 16 অক্টোবর দিল্লিতে ডিজ়েলের দাম বেড়ে হয়েছিল 75.69 টাকা । ওই বছরের 4 অক্টোবর পেট্রলের দাম বেড়ে হয়েছিল 84 টাকা ।

এরপর থেকে অপরিশোধিত তেলের দাম কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও চলতি বছরে ক্রমাগত সেই দাম বেড়ে চলেছে । 14 মার্চ সরকার পেট্রল-ডিজ়েলের দাম লিটার পিছু 3 টাকা করে বাড়ানো হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.