ETV Bharat / bharat

"বাহিনীর প্রশংসা", জম্মু সীমান্তে চারদিনের সফর শেষ BSF-র DG-র

সম্প্রতি BSF-র ডিরেক্টর জেনেরাল (DG) রাকেশ আস্থানা আন্তর্জাতিক সীমানা (IB) এবং জম্মু-সাম্বা এবং পুঞ্জ-রাজৌরি সেক্টরের নিয়ন্ত্রণ রেখা (LoC)-সহ BSF-র পুরো অপারেশন এলাকা (AoR) পরিদর্শন করেন ৷ আজ চার দিনের সফর শেষ হয় তাঁর ৷

author img

By

Published : Sep 8, 2020, 9:46 PM IST

BSF
Asthana

জম্মু , 8 সেপ্টেম্বর : জম্মুতে ভারত-পাকিস্তান সীমান্ত অঞ্চলে চারদিনের সফর সম্পূর্ণ করলেন BSF-র ডিরেক্টর জেনেরাল রাকেশ আস্থানা ৷আজ তাঁর এই সফর শেষ হয় ৷ BSF-র এক মুখপাত্র বলেন , "জম্মু সীমান্তে DG-র চার দিনের সফর অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ।"

4 সেপ্টেম্বর থেকে এই সফর শুরু হয়েছিল ৷ এই বিষয়ে মুখপাত্র বলেন , “ সফরের সময় আস্থানা আন্তর্জাতিক সীমানা (IB) এবং জম্মু-সাম্বা এবং পুঞ্জ-রাজৌরি সেক্টরের নিয়ন্ত্রণ রেখা (LoC)-সহ BSF-র পুরো অপারেশন এলাকা (AoR) পরিদর্শন করেছিলেন ৷ তাঁর সঙ্গে এই সফরে ছিলেন অতিরিক্ত DG এবং BSF-র IG (জম্মু ফ্রন্টিয়ার) এন এস জামওয়াল।”


BSF-র ওই মুখপাত্র আরও জানান , DG BSF-র এলাকাগুলি পরিদর্শনের সময়ে BSF-র সঙ্গে কথা বলেন এবং আন্তর্জাতিক সীমান্ত রক্ষায় তাদের যে উৎসর্গ , তার জন্য তিনি প্রশংসা করেছেন । তিনি বাহিনীকে সবসময় সজাগ থাকতে বলেছেন ৷ পাশাপাশি তিনি বলেন , সম্প্রতি ভারত-পাকিস্তান সীমান্তে একটি সুড়ঙ্গ সনাক্তকরণ মাতৃভূমির প্রতি বাহিনীর নিষ্ঠা প্রদর্শন করে ।

তাছাড়া , পরিদর্শনের সময় আস্থানা গোয়েন্দা সংস্থাগুলির সঙ্গেও সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা করার কথা বলেছেন ।

জম্মু , 8 সেপ্টেম্বর : জম্মুতে ভারত-পাকিস্তান সীমান্ত অঞ্চলে চারদিনের সফর সম্পূর্ণ করলেন BSF-র ডিরেক্টর জেনেরাল রাকেশ আস্থানা ৷আজ তাঁর এই সফর শেষ হয় ৷ BSF-র এক মুখপাত্র বলেন , "জম্মু সীমান্তে DG-র চার দিনের সফর অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ।"

4 সেপ্টেম্বর থেকে এই সফর শুরু হয়েছিল ৷ এই বিষয়ে মুখপাত্র বলেন , “ সফরের সময় আস্থানা আন্তর্জাতিক সীমানা (IB) এবং জম্মু-সাম্বা এবং পুঞ্জ-রাজৌরি সেক্টরের নিয়ন্ত্রণ রেখা (LoC)-সহ BSF-র পুরো অপারেশন এলাকা (AoR) পরিদর্শন করেছিলেন ৷ তাঁর সঙ্গে এই সফরে ছিলেন অতিরিক্ত DG এবং BSF-র IG (জম্মু ফ্রন্টিয়ার) এন এস জামওয়াল।”


BSF-র ওই মুখপাত্র আরও জানান , DG BSF-র এলাকাগুলি পরিদর্শনের সময়ে BSF-র সঙ্গে কথা বলেন এবং আন্তর্জাতিক সীমান্ত রক্ষায় তাদের যে উৎসর্গ , তার জন্য তিনি প্রশংসা করেছেন । তিনি বাহিনীকে সবসময় সজাগ থাকতে বলেছেন ৷ পাশাপাশি তিনি বলেন , সম্প্রতি ভারত-পাকিস্তান সীমান্তে একটি সুড়ঙ্গ সনাক্তকরণ মাতৃভূমির প্রতি বাহিনীর নিষ্ঠা প্রদর্শন করে ।

তাছাড়া , পরিদর্শনের সময় আস্থানা গোয়েন্দা সংস্থাগুলির সঙ্গেও সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা করার কথা বলেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.