মুম্বই, 30 অক্টোবর : সংশয় ছিল না কোনওদিনই ৷ হিসেব মিলিয়ে মহারাষ্ট্র বিধানসভার পরিষদীয় দলনেতা নির্বাচিত হলেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ এই নিয়ে পর পর দু'বার এই দায়িত্ব পেলেন তিনি ৷
আজ BJP বিধায়করা সর্বসম্মতিক্রমে দেবেন্দ্র ফড়নবিশকে তাঁদের নেতা বেছে নেন ৷ মোটামুটিভাবে যিনি পরিষদীয় নেতা নির্বাচিত হন, তিনিই রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেয়ে থাকেন ৷ অর্থাৎ, মহারাষ্ট্রে ফের দেবেন্দ্র ফড়নবিশ মুখ্যমন্ত্রী হতে চলেছেন ৷
মহারাষ্ট্রে BJP এবং শিবসেনা জোট নিয়ে রীতিমতো জটিলতা তৈরি হয়েছে ৷ রাজ্যে পঞ্চাশ শতাংশ মুখ্যমন্ত্রিত্ব দাবি করে পরিস্থিতি কঠিন করে তুলেছে শিবসেনা ৷ যদিও সেই দাবি মানতে নারাজ BJP ৷ পরিস্থিতি যখন জটিল হচ্ছিল, ঠিক সে সময়ই পরিষদীয় নেতা বেছে নেওয়া হল ফড়নবিশকে ৷