ETV Bharat / bharat

মহারাষ্ট্র BJP-র পরিষদীয় দলনেতা ফড়নবিশ - leader of Maharashtra BJP legislative party

সর্বসম্মতিক্রমে মহারাষ্ট্র BJP-র পরিষদীয় দলনেতা নির্বাচিত হলেন দেবেন্দ্র ফড়নবিশ ৷

দেবেন্দ্র ফড়নবিশ
author img

By

Published : Oct 30, 2019, 3:22 PM IST

Updated : Oct 30, 2019, 6:30 PM IST

মুম্বই, 30 অক্টোবর : সংশয় ছিল না কোনওদিনই ৷ হিসেব মিলিয়ে মহারাষ্ট্র বিধানসভার পরিষদীয় দলনেতা নির্বাচিত হলেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ এই নিয়ে পর পর দু'বার এই দায়িত্ব পেলেন তিনি ৷

আজ BJP বিধায়করা সর্বসম্মতিক্রমে দেবেন্দ্র ফড়নবিশকে তাঁদের নেতা বেছে নেন ৷ মোটামুটিভাবে যিনি পরিষদীয় নেতা নির্বাচিত হন, তিনিই রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেয়ে থাকেন ৷ অর্থাৎ, মহারাষ্ট্রে ফের দেবেন্দ্র ফড়নবিশ মুখ্যমন্ত্রী হতে চলেছেন ৷

মহারাষ্ট্রে BJP এবং শিবসেনা জোট নিয়ে রীতিমতো জটিলতা তৈরি হয়েছে ৷ রাজ্যে পঞ্চাশ শতাংশ মুখ্যমন্ত্রিত্ব দাবি করে পরিস্থিতি কঠিন করে তুলেছে শিবসেনা ৷ যদিও সেই দাবি মানতে নারাজ BJP ৷ পরিস্থিতি যখন জটিল হচ্ছিল, ঠিক সে সময়ই পরিষদীয় নেতা বেছে নেওয়া হল ফড়নবিশকে ৷

মুম্বই, 30 অক্টোবর : সংশয় ছিল না কোনওদিনই ৷ হিসেব মিলিয়ে মহারাষ্ট্র বিধানসভার পরিষদীয় দলনেতা নির্বাচিত হলেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ এই নিয়ে পর পর দু'বার এই দায়িত্ব পেলেন তিনি ৷

আজ BJP বিধায়করা সর্বসম্মতিক্রমে দেবেন্দ্র ফড়নবিশকে তাঁদের নেতা বেছে নেন ৷ মোটামুটিভাবে যিনি পরিষদীয় নেতা নির্বাচিত হন, তিনিই রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেয়ে থাকেন ৷ অর্থাৎ, মহারাষ্ট্রে ফের দেবেন্দ্র ফড়নবিশ মুখ্যমন্ত্রী হতে চলেছেন ৷

মহারাষ্ট্রে BJP এবং শিবসেনা জোট নিয়ে রীতিমতো জটিলতা তৈরি হয়েছে ৷ রাজ্যে পঞ্চাশ শতাংশ মুখ্যমন্ত্রিত্ব দাবি করে পরিস্থিতি কঠিন করে তুলেছে শিবসেনা ৷ যদিও সেই দাবি মানতে নারাজ BJP ৷ পরিস্থিতি যখন জটিল হচ্ছিল, ঠিক সে সময়ই পরিষদীয় নেতা বেছে নেওয়া হল ফড়নবিশকে ৷

New Delhi, Oct 30 (ANI): Delhi Chief Minister Arvind Kejriwal took ride in Delhi Transport Corporation (DTC) bus in the national capital on October 30. He interacted with women passengers in a Delhi bus in order to get feedback on free rides. While speaking to ANI, CM Kejriwal said, "Participation of women in workforce is 11 per cent. This step will make travelling easier for women. It is sad that opposition is criticising it. All good work should be appreciated." Women in Delhi are travelling for free in DTC buses as the initiative of free rides was began by Delhi government on October 29.

Last Updated : Oct 30, 2019, 6:30 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.