ETV Bharat / bharat

উন্নয়নের জয় হয়েছে, বিহারের ফলাফলে আরও কাজ করার শক্তি পাচ্ছি : প্রধানমন্ত্রী - নরেন্দ্র মোদি

বিধানসভা নির্বাচন ও বেশ কয়েকটি রাজ্যের উপনির্বাচনে BJP-র সাফল্যের পর দিল্লিতে BJP-র দফতরে বিজয়োৎসব অনুষ্ঠান পালিত হয় ৷

MODI
MODI
author img

By

Published : Nov 11, 2020, 8:55 PM IST

দিল্লি, 11 নভেম্বর : "21 শতকে দেশের রাজনীতির মুখ্য আধার হবে উন্নয়ন ৷ যারা স্বচ্ছতার সঙ্গে কাজ করবে তারাই থাকবে ৷ ভোটে সাফল্যের চাবিকাঠি হল উন্নয়ন ৷" দিল্লিতে BJP-র দপ্তরে বিহার ভোটের সাফল্য উদযাপনে উপস্থিত হয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, বিহারে উন্নয়নের জয় হয়েছে ৷

বিধানসভা নির্বাচন ও বেশ কয়েকটি রাজ্যের উপনির্বাচনে BJP-র সাফল্যের পর দিল্লিতে BJP-র দপ্তরে বিজয়োৎসব পালিত হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি ৷ বক্তব্যের প্রথমেই প্রধানমন্ত্রী বলেন, "দেশের কোটি কোটি নাগরিককে, দেশের জনতাকে ধন্যবাদ ৷ নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে এতবড় সাফল্য দিয়েছেন বলে এই ধন্যবাদ নয় ৷ গণতন্ত্রকে জেতানোর জন্য ধন্যবাদ ৷ নির্বাচন কিছু ক্ষেত্রে হয়েছে ৷ কিন্তু কাল সকাল থেকে রাত পর্যন্ত সারা দেশের মানুষের চোখ টিভির দিকে ছিল ৷ লোকতন্ত্রের প্রতি ভারতীয়দের আস্থা দেখিয়েছেন ৷ সাফল্য ও শান্তিপূর্ণভাবে নির্বাচন করায় নির্বাচন কমিশন, দেশের সুরক্ষা বল ও স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ ৷"

মোদির কথায়, "21 শতকের ভারতীয় নাগরিক নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ৷ যারা স্বচ্ছতার সঙ্গে কাজ করবে তারাই থাকবে ৷ দেশের মানুষের জন্য কাজ করলেই মানুষের আশীর্বাদ পাবে ৷ 21 শতকে দেশের রাজনীতির মুখ্য আধার হবে বিকাশ ৷ মানুষ এটা স্পষ্ট করে দিয়েছে ৷ BJP একমাত্র রাষ্ট্রীয় পার্টি যেখানে সমাজের প্রতিটি স্তরের মানুষ নিজের ভবিষ্যৎ দেখতে পান ৷"

তিনি আরও বলেন, "আগে বিহারে ভোট হলেই বুথ লুন্ঠন, ফের ভোটগ্রহণ, মানুষের মৃত্যুর খবর আসত ৷ এখন সেসব বদলেছে ৷ এখন ভোটের শতাংশ বৃদ্ধির খবর হয় ৷" কোরোনা পরিস্থিতির মধ্যেও মানুষ ভোটে অংশ নেওয়ায় উচ্ছ্বসিত মোদি বলেন, "কোরোনার কারণে ভোট সেভাবে হবে না, এই আশঙ্কা মানুষ উড়িয়ে দিয়েছে ৷ কোরোনার মধ্যে ভোট করানো চ্যালেঞ্জের ছিল ৷ কিন্তু, বিশ্বের মানুষের কাছে ভারতের শক্তির পরিচয় দিয়েছে সাধারণ মানুষ ৷ BJP, NDA-কে মানুষ অপার সমর্থন দিয়েছে ৷"

বিহারের জয় প্রসঙ্গে তিনি বলেন, "বিহারের ফলাফলে আরও কাজ করার শক্তি পাচ্ছি ৷ বিহারে উন্নয়নের জয় হয়েছে ৷ আত্মনির্ভর বিহারের উপর যে আস্থা রেখেছে বিহারের মানুষ তার জন্য কৃতজ্ঞ । কাল যে ফলাফল এসেছে তার গুরুত্ব অনেক ৷ BJP মণিপুরে পদ্ম ফুটিয়েছে ৷ গুজরাতের সবকটি সিটে জিতেছে BJP ৷ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে জয়ী হয়েছে BJP ৷ মাত্র দুটি আসন, দুটি কামরায় পার্টি চলত ৷ আজ তা দেশের প্রতিটি কোণায়, দেশের প্রতিটি মানুষের হৃদয়ে রয়েছে ৷"

বিহার বিধানসভা নির্বাচনে BJP এককভাবে জিতেছে 74 টি আসনে ৷ নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড জিতেছে মাত্র 43 টি আসন ৷ বিহারে একক দল হিসাবে সবথেকে বেশি আসন নিজেদের দখলে রাখে তেজস্বী যাদবের দল ৷ 75 টি আসন পেয়েছে RJD ৷ বিহারে মহাজোটের পিছিয়ে পড়ার অন্যতম কারণ কংগ্রেস ৷ 90 টি আসনে নিজেদের প্রার্থী দিয়েছিল কংগ্রেস ৷ তার মধ্যে শেষ পর্যন্ত 19 টি আসন নিজেদের দখলে রাখতে পেরেছে তারা ৷

দিল্লি, 11 নভেম্বর : "21 শতকে দেশের রাজনীতির মুখ্য আধার হবে উন্নয়ন ৷ যারা স্বচ্ছতার সঙ্গে কাজ করবে তারাই থাকবে ৷ ভোটে সাফল্যের চাবিকাঠি হল উন্নয়ন ৷" দিল্লিতে BJP-র দপ্তরে বিহার ভোটের সাফল্য উদযাপনে উপস্থিত হয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, বিহারে উন্নয়নের জয় হয়েছে ৷

বিধানসভা নির্বাচন ও বেশ কয়েকটি রাজ্যের উপনির্বাচনে BJP-র সাফল্যের পর দিল্লিতে BJP-র দপ্তরে বিজয়োৎসব পালিত হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি ৷ বক্তব্যের প্রথমেই প্রধানমন্ত্রী বলেন, "দেশের কোটি কোটি নাগরিককে, দেশের জনতাকে ধন্যবাদ ৷ নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে এতবড় সাফল্য দিয়েছেন বলে এই ধন্যবাদ নয় ৷ গণতন্ত্রকে জেতানোর জন্য ধন্যবাদ ৷ নির্বাচন কিছু ক্ষেত্রে হয়েছে ৷ কিন্তু কাল সকাল থেকে রাত পর্যন্ত সারা দেশের মানুষের চোখ টিভির দিকে ছিল ৷ লোকতন্ত্রের প্রতি ভারতীয়দের আস্থা দেখিয়েছেন ৷ সাফল্য ও শান্তিপূর্ণভাবে নির্বাচন করায় নির্বাচন কমিশন, দেশের সুরক্ষা বল ও স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ ৷"

মোদির কথায়, "21 শতকের ভারতীয় নাগরিক নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ৷ যারা স্বচ্ছতার সঙ্গে কাজ করবে তারাই থাকবে ৷ দেশের মানুষের জন্য কাজ করলেই মানুষের আশীর্বাদ পাবে ৷ 21 শতকে দেশের রাজনীতির মুখ্য আধার হবে বিকাশ ৷ মানুষ এটা স্পষ্ট করে দিয়েছে ৷ BJP একমাত্র রাষ্ট্রীয় পার্টি যেখানে সমাজের প্রতিটি স্তরের মানুষ নিজের ভবিষ্যৎ দেখতে পান ৷"

তিনি আরও বলেন, "আগে বিহারে ভোট হলেই বুথ লুন্ঠন, ফের ভোটগ্রহণ, মানুষের মৃত্যুর খবর আসত ৷ এখন সেসব বদলেছে ৷ এখন ভোটের শতাংশ বৃদ্ধির খবর হয় ৷" কোরোনা পরিস্থিতির মধ্যেও মানুষ ভোটে অংশ নেওয়ায় উচ্ছ্বসিত মোদি বলেন, "কোরোনার কারণে ভোট সেভাবে হবে না, এই আশঙ্কা মানুষ উড়িয়ে দিয়েছে ৷ কোরোনার মধ্যে ভোট করানো চ্যালেঞ্জের ছিল ৷ কিন্তু, বিশ্বের মানুষের কাছে ভারতের শক্তির পরিচয় দিয়েছে সাধারণ মানুষ ৷ BJP, NDA-কে মানুষ অপার সমর্থন দিয়েছে ৷"

বিহারের জয় প্রসঙ্গে তিনি বলেন, "বিহারের ফলাফলে আরও কাজ করার শক্তি পাচ্ছি ৷ বিহারে উন্নয়নের জয় হয়েছে ৷ আত্মনির্ভর বিহারের উপর যে আস্থা রেখেছে বিহারের মানুষ তার জন্য কৃতজ্ঞ । কাল যে ফলাফল এসেছে তার গুরুত্ব অনেক ৷ BJP মণিপুরে পদ্ম ফুটিয়েছে ৷ গুজরাতের সবকটি সিটে জিতেছে BJP ৷ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে জয়ী হয়েছে BJP ৷ মাত্র দুটি আসন, দুটি কামরায় পার্টি চলত ৷ আজ তা দেশের প্রতিটি কোণায়, দেশের প্রতিটি মানুষের হৃদয়ে রয়েছে ৷"

বিহার বিধানসভা নির্বাচনে BJP এককভাবে জিতেছে 74 টি আসনে ৷ নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড জিতেছে মাত্র 43 টি আসন ৷ বিহারে একক দল হিসাবে সবথেকে বেশি আসন নিজেদের দখলে রাখে তেজস্বী যাদবের দল ৷ 75 টি আসন পেয়েছে RJD ৷ বিহারে মহাজোটের পিছিয়ে পড়ার অন্যতম কারণ কংগ্রেস ৷ 90 টি আসনে নিজেদের প্রার্থী দিয়েছিল কংগ্রেস ৷ তার মধ্যে শেষ পর্যন্ত 19 টি আসন নিজেদের দখলে রাখতে পেরেছে তারা ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.