মুম্বই, 29 অক্টোবর : পঞ্জাব ও মহারাষ্ট্র সমবায় ব্যাঙ্ক (PMC) দুর্নীতির বিরুদ্ধে মুম্বইয়ে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI ) দপ্তরের সামনে মঙ্গলবার প্রতিবাদে সামিল হন PMC ব্যাঙ্কের আমানতকারীরা৷ আজ সকালে RBI অফিসের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা ৷ PMC আর্থিক দুর্নীতির বিরুদ্ধে প্ল্যাকার্ড দেখিয়ে এবং স্লোগান দিয়ে RBI অফিসের সামনে বিক্ষোভ দেখান তারা ৷
PMC ব্যাঙ্কের 4355 কোটি টাকার কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর, প্রাথমিকভাবে RBI নগদ টাকার সংকটের পরিপ্রেক্ষিতে তোলার ক্ষেত্রে এক হাজার টাকার নির্দিষ্ট করে দেয়৷ পরে তিনটি পদক্ষেপে এটিকে 40,000 টাকায় উন্নীত করে ।
নিজেদের টাকা ফেরতের দাবিতে এদিন মুম্বইয়ে PMC ব্যাঙ্কের আমানতকারীরা একজোট হয়ে RBI অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন ৷