ETV Bharat / bharat

PMC দুর্নীতির বিরুদ্ধে মুম্বইয়ে বিক্ষোভ আমানতকারীদের - Reserve bank of India

নিজেদের টাকা ফেরতের দাবিতে আজ PMC ব্যাঙ্কের আমানতকারীরা একজোট হয়ে শীর্ষ ব্যাঙ্কের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান ৷ পঞ্জাব ও মহারাষ্ট্র সমবায় ব্যাঙ্ক দুর্নীতির বিরুদ্ধে তাঁদের এই প্রতিবাদ ৷

মুম্বইয়ে বিক্ষোভ আমানতকারীদের
author img

By

Published : Oct 29, 2019, 2:24 PM IST

মুম্বই, 29 অক্টোবর : পঞ্জাব ও মহারাষ্ট্র সমবায় ব্যাঙ্ক (PMC) দুর্নীতির বিরুদ্ধে মুম্বইয়ে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI ) দপ্তরের সামনে মঙ্গলবার প্রতিবাদে সামিল হন PMC ব্যাঙ্কের আমানতকারীরা৷ আজ সকালে RBI অফিসের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা ৷ PMC আর্থিক দুর্নীতির বিরুদ্ধে প্ল্যাকার্ড দেখিয়ে এবং স্লোগান দিয়ে RBI অফিসের সামনে বিক্ষোভ দেখান তারা ৷

PMC ব্যাঙ্কের 4355 কোটি টাকার কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর, প্রাথমিকভাবে RBI নগদ টাকার সংকটের পরিপ্রেক্ষিতে তোলার ক্ষেত্রে এক হাজার টাকার নির্দিষ্ট করে দেয়৷ পরে তিনটি পদক্ষেপে এটিকে 40,000 টাকায় উন্নীত করে ।

নিজেদের টাকা ফেরতের দাবিতে এদিন মুম্বইয়ে PMC ব্যাঙ্কের আমানতকারীরা একজোট হয়ে RBI অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন ৷

মুম্বই, 29 অক্টোবর : পঞ্জাব ও মহারাষ্ট্র সমবায় ব্যাঙ্ক (PMC) দুর্নীতির বিরুদ্ধে মুম্বইয়ে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI ) দপ্তরের সামনে মঙ্গলবার প্রতিবাদে সামিল হন PMC ব্যাঙ্কের আমানতকারীরা৷ আজ সকালে RBI অফিসের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা ৷ PMC আর্থিক দুর্নীতির বিরুদ্ধে প্ল্যাকার্ড দেখিয়ে এবং স্লোগান দিয়ে RBI অফিসের সামনে বিক্ষোভ দেখান তারা ৷

PMC ব্যাঙ্কের 4355 কোটি টাকার কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর, প্রাথমিকভাবে RBI নগদ টাকার সংকটের পরিপ্রেক্ষিতে তোলার ক্ষেত্রে এক হাজার টাকার নির্দিষ্ট করে দেয়৷ পরে তিনটি পদক্ষেপে এটিকে 40,000 টাকায় উন্নীত করে ।

নিজেদের টাকা ফেরতের দাবিতে এদিন মুম্বইয়ে PMC ব্যাঙ্কের আমানতকারীরা একজোট হয়ে RBI অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন ৷

New Delhi, Oct 29 (ANI): A delegation of European Union (EU) parliamentarians will soon leave for visiting Jammu and Kashmir from the national capital on October 29. The delegation of 27 EU MPs is scheduled to visit Kashmir today. Their visit will give them a clear view of the development and governance priorities of the JandK region. While speaking to ANI, the member of European Parliament from Wales, Nathan Gill said, "It is a good opportunity for us to go into Kashmir as a foreign delegation and to be able to see firsthand for ourselves what is happening on the ground." This is the first visit by an international group in JandK since the Centre's move of abrogating Article 370.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.