দিল্লি, 20 অক্টোবর:আগামী দু-তিনদিনে দিল্লি-ন্যাশনাল ক্যাপিটাল রিজিওনে দূষণের মাত্রা খারাপ জায়গায় পৌঁছতে পারে৷ দেশের আবহাওয়া দপ্তরের (IMD) তরফে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে৷ বাতাসের গতি এবং সর্বনিম্ন তাপমাত্রা যা থাকবে তা দূষণ কমানোর পক্ষে সহায়ক হবে না বলেই আশঙ্কা করা হচ্ছে৷ দূষণের পরিমাপ সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্স এই সময়কালে খারাপ বা তার চেয়েও খারাপ থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে৷
ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়ে আবহাওয়া বিজ্ঞানী RK জীনামানি বলেন,"আপাতত অ্যান্টি-সাইক্লোনের কোনও তথ্য নেই৷ ফলে বায়ু দূষণের যে পরিস্থিতি তার খুব একটা পরিবর্তন হবে না৷ বরং পরিস্থিতি কিছুটা খারাপ হওয়ারই আশঙ্কা রয়েছে৷"
এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) 0 থেকে 50-এর মধ্যে থাকলে তা ভালো বলে মনে করা হয়৷ 51 থেকে 100-র মধ্যে থাকলে তা সন্তোষজনক বলে ধরা হয়৷ 101 থেকে 200-র মধ্যে থাকলে তা পরিমিত পর্যায়ে পড়ে৷ 201 থেকে 300-র মধ্যে AQI থাকলে তা খারাপ বলে গণ্য হয়৷ 300 থেকে 400-র মধ্যে থাকলে তা খুব খারাপ এবং 401 থেকে 500-র মধ্যে হলে তা বিপজ্জনক বলে চিহ্নিত হয়৷ ভূ বিজ্ঞান মন্ত্রকের সফর (SAFAR) বুলেটিন অনুযায়ী আজ দিল্লিতে এই মাত্রা ছিল 252, অর্থাৎ খারাপ পর্যায়ে৷
দূষণের উপর আবহাওয়ার প্রভাব নিয়ে প্রশ্ন করা হলে আবহাওয়া দপ্তরের আধিকারিক জানিয়েছেন, হাওয়ার গতি এবং তাপমাত্রা কম থাকলে দূষণের মাত্রা বাড়ে৷ যদি বাতাসের গতি বেশি থাকে এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কমে যায় তবে সেই পরিস্থিতি দূষণ কমার পক্ষে সহায়ক হয়৷ তাঁর কথায়, নাড়া পোড়ানোর সময় ভূপৃষ্ঠের স্টেবিলিটি ইনডেক্স বেশি থাকে এবং বাতাসের গতি বেশি থাকলে বাতাসের গুণগত মান উন্নত হয়৷ বাতাসের ভালো মান বা দূষণ কমার ক্ষেত্রে দরকার সর্বনিম্ন তাপমাত্রা কম থাকা৷ যদিও আগামী দু-তিনদিনে সেই পরিস্থিতির সম্ভাবনা না থাকায় বাতাসের গুণগত মান খারাপ বা তার চেয়েও খারাপ হতে পারে৷ তিনি আরও জানিয়েছেন, আকাশ পরিষ্কার থাকায় সূর্যালোক ভালোভাবে আসছে, ফলে দুপুরের দিকে ভেন্টিলেশন বা স্টেবল বাউন্ডারি লেয়ারও ভালোই রয়েছে৷ কিন্তু ভোর বা খুব সকালের দিকে দূষণ বেশিই থাকছে৷
আগামী কয়েক সপ্তাহে দূষণ পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা থাকায় পরিবেশ দূষণ (প্রতিরোধ ও নিয়ন্ত্রণ) কর্তৃপক্ষ (EPCA) উত্তরপ্রদেশ ও হরিয়ানা সরকারকে গতকালই বলেছে, যে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি 2015 সালে জারি করা নির্দেশিকা মানছে না সেগুলি বন্ধ রাখতে হবে৷ তবে সফর বুলেটিন AQI-এর যে তথ্য দিয়ে আসছে তা বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে দূষণ পরিস্থিতি কিছুটা হলেও আগের চেয়ে ভালো হয়েছে, তবে এখনও তা খারাপ ক্যাটেগরিতেই রয়েছে৷ যে সব বিষয়ের উপর AQI নির্ভর করছে তার মধ্যে হাওয়ার স্থানীয় গতি এবং ভেন্টিলেশন 'moderate-unfavourable' অবস্থায় রয়েছে৷