ETV Bharat / bharat

দিল্লির মেট্রো স্টেশনে ''গোলি মারো'' স্লোগান, আটক 6

author img

By

Published : Feb 29, 2020, 4:21 PM IST

উত্তপ্ত রাজধানী ৷ হিংসাত্মক পরিস্থিতি স্বাভাবিক করতে তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছে প্রশাসন ৷ এরই মাঝে দিল্লির ব্য়স্ততম একটি মেট্রো স্টেশনে শনিবার আচমকাই স্লোগান দিতে শুরু করে কয়েকজন যাত্রী ৷ স্লোগান ওঠে, দেশের বিশ্বাসঘাতকদের গুলি করে মেরে ফেলা হোক ৷ এরপরই আটক করা হয় তাদের ৷

দিল্লির মেট্রো স্টেশনে আচমকাই ''গোলি মারো'', আটক 6
দিল্লির মেট্রো স্টেশনে আচমকাই ''গোলি মারো'', আটক 6

দিল্লি, 29 ফেব্রুয়ারি : থমথমে রাজধানী ৷ গত কয়েকদিন ধরে ঘটে চলা হিংসার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 43-এ । দিল্লির একাধিক এলাকায় আতঙ্ক যেন পিছু ছাড়ছে না এলাকাবাসীর ৷ পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে ৷ সবমিলিয়ে আজ (শনিবার) সকাল থেকে দিল্লির পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হতে শুরু করেছিল৷ নিত্যযাত্রীরা বেরিয়ে পড়েছিলেন অফিসের পথে ৷ রাস্তাঘাট, মেট্রো স্টেশনে ভিড়ও চোখে পড়েছে আজ ৷ আচমকা দিল্লির ব্যস্ততম মেট্রো স্টেশনে স্লোগন দিতে শুরু করল বেশ কয়েকজন । মাথায় গেরুয়া টুপি, সাদা টি-শার্ট পরা কয়েকজন বলতে শুরু করল, 'দেশকে গদ্দারো কো, গোলি মারো..'। মুহূর্তেই বিশৃঙ্খলা তৈরি হয় স্টেশন চত্বরে । ঘটনায় ছ'জনকে আটক করেছে পুলিশ ।

মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানা যায়, সকাল 10টা 52 মিনিট নাগাদ মেট্রো স্টেশনে দাঁড়িয়ে থাকা কয়েকজন যাত্রী দেশের বিশ্বাসঘাতকদের গুলি করে মেরে ফেলার স্লোগান দিতে শুরু করে । নিরাপত্তারক্ষীরা দ্রুত ওই ব্যক্তিদের আটক করে দিল্লি পুলিশের হাতে তুলে দেন । স্টেশনে থাকা কয়েকজন প্রত্যক্ষদর্শীর বিবরণে জানা গেছে, রাজীব চকে একটি মেট্রো এসে থামতেই স্লোগান দিতে শুরু করে ওই ব্যক্তিরা । ইতিমধ্যেই দিল্লি হিংসার ঘটনায় উত্তেজনা ছড়ানো ও ভাঙচুর চালানোর অভিযোগে 400 জনকে আটক করেছে পুলিশ ৷ এরই মাঝে মেট্রো স্টেশনে এ জাতীয় স্লোগানে ফের শুরু হয়েছে বিতর্ক ৷

মাসখানেক আগে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ার দৌলতে । সেখানে দেখা গিয়েছিল, নির্বাচনী প্রচারে কয়েকজনকে একই স্লোগান দিতে সমর্থন করছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর । BJP নেতা অভয় ভার্মার বিরুদ্ধেও ''গোলি মারো'' স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছিল ৷

দিল্লি, 29 ফেব্রুয়ারি : থমথমে রাজধানী ৷ গত কয়েকদিন ধরে ঘটে চলা হিংসার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 43-এ । দিল্লির একাধিক এলাকায় আতঙ্ক যেন পিছু ছাড়ছে না এলাকাবাসীর ৷ পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে ৷ সবমিলিয়ে আজ (শনিবার) সকাল থেকে দিল্লির পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হতে শুরু করেছিল৷ নিত্যযাত্রীরা বেরিয়ে পড়েছিলেন অফিসের পথে ৷ রাস্তাঘাট, মেট্রো স্টেশনে ভিড়ও চোখে পড়েছে আজ ৷ আচমকা দিল্লির ব্যস্ততম মেট্রো স্টেশনে স্লোগন দিতে শুরু করল বেশ কয়েকজন । মাথায় গেরুয়া টুপি, সাদা টি-শার্ট পরা কয়েকজন বলতে শুরু করল, 'দেশকে গদ্দারো কো, গোলি মারো..'। মুহূর্তেই বিশৃঙ্খলা তৈরি হয় স্টেশন চত্বরে । ঘটনায় ছ'জনকে আটক করেছে পুলিশ ।

মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানা যায়, সকাল 10টা 52 মিনিট নাগাদ মেট্রো স্টেশনে দাঁড়িয়ে থাকা কয়েকজন যাত্রী দেশের বিশ্বাসঘাতকদের গুলি করে মেরে ফেলার স্লোগান দিতে শুরু করে । নিরাপত্তারক্ষীরা দ্রুত ওই ব্যক্তিদের আটক করে দিল্লি পুলিশের হাতে তুলে দেন । স্টেশনে থাকা কয়েকজন প্রত্যক্ষদর্শীর বিবরণে জানা গেছে, রাজীব চকে একটি মেট্রো এসে থামতেই স্লোগান দিতে শুরু করে ওই ব্যক্তিরা । ইতিমধ্যেই দিল্লি হিংসার ঘটনায় উত্তেজনা ছড়ানো ও ভাঙচুর চালানোর অভিযোগে 400 জনকে আটক করেছে পুলিশ ৷ এরই মাঝে মেট্রো স্টেশনে এ জাতীয় স্লোগানে ফের শুরু হয়েছে বিতর্ক ৷

মাসখানেক আগে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ার দৌলতে । সেখানে দেখা গিয়েছিল, নির্বাচনী প্রচারে কয়েকজনকে একই স্লোগান দিতে সমর্থন করছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর । BJP নেতা অভয় ভার্মার বিরুদ্ধেও ''গোলি মারো'' স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.