দিল্লি, 5 মে : ‘বইস লকার রুম’ নামের ইনস্টাগ্রাম গ্রুপ চ্যাটের সঙ্গে যুক্ত সন্দেহে এক কিশোরকে আটক করল দিল্লি পুলিশের সাইবার সেল ৷ জানা গেছে, তার বয়স 15 বছর ৷ সে দক্ষিণ দিল্লির একটি বিশিষ্ট বিদ্যালয়ের ছাত্র ৷ এই গ্রুপের সদস্যরা প্রত্যেকে কিশোর ৷ তারার অশ্লীল ছবি গ্রুপে শেয়ার করে ৷ সেখানে স্কুল ছাত্রীদের ধর্ষণের সম্পর্কে আলোচনা করে ৷
জানা গেছে, পুলিশ ঘটনায় জড়িত প্রায় 22 জন ছাত্রকে সনাক্ত করেছে ৷ যারা এই গ্রুপে মেসেজ় আদানপ্রদান করত ৷ তাদের প্রত্যেককে আটক করা হবে ৷ তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে । পুলিশ সূত্রে খবর , তাদের বেশিরভাগই স্কুল পড়ুয়া ও তাদের মধ্যে কয়েকজন কলেজ ছাত্র ৷ তাদের বিরুদ্ধে দিল্লি পুলিশ ধারা 465 (জালিয়াতি), 471 (সত্যিকারের জাল নথি বা বৈদ্যুতিন রেকর্ড হিসাবে ব্যবহার করা), 469 (মানহানির উদ্দেশ্যে জালিয়াতি), 509 (কুশব্দ, অঙ্গভঙ্গি ও মহিলাদের অশ্লীল অপমানের দায় ) মামলা দায়ের করা হয়েছে ৷ এছাড়াও ভারতীয় পেনাল কোড 67 (ইলেকট্রনিক মাধ্যমে অশ্লীল ছবির প্রকাশ বা প্রেরণ) ও আইটি আইনের 67 A (বৈদ্যুতিন মাধ্যমে যৌন জিনিসের প্রকাশনা ও প্রেরণ ) ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷
এই অশ্লীল গ্রুপচ্যাটে স্ক্রিণশট, ও ছবি নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছিল ৷ এতে দেখা যায় নাবালক ছেলেরা তাদের থেকেও ছোট ও অপ্রাপ্তবয়স্ক কিশোরীদের ধর্ষণ নিয়ে আলোচনা করেছে ৷ এরপর ঘটনা নজরে আসতেই দিল্লি পুলিশ সাইবার সেল কার্যকর হয় । গ্রুপ চ্যাটের বিরুদ্ধে অভিযোগটি দিল্লির একটি বেসরকারী বিদ্যালয়ের কর্তৃপক্ষ করেছিল ৷
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রাথমিক তদন্তে জানা গেছে দক্ষিণ দিল্লির তিনটি নামী স্কুলের পড়ুয়ারা ইনস্টাগ্রামের এই গ্রুপ চ্যাটের অংশ ছিল । দিল্লি কমিশন ফর উইমেন (DCW) বিষয়টি নিয়ে ইন্সটাগ্রাম ও দিল্লি পুলিশকে নোটিশ পাঠায় ।