ETV Bharat / bharat

''বায়ু দূষণ করতে সম্ভবত পাকিস্তান বিষ গ্যাস প্রয়োগ করছে''

বিনীত আগরওয়াল সারদা বলেন, ''আমার মনে হয় পাকিস্তান ও চিন আমাদের ভয় পায় ৷ বিষাক্ত গ্যাস খুব সম্ভবত পাকিস্তান বা চিন প্রয়োগ করছে ৷ আমাদের অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা উচিত যে পাকিস্তান কোনও বিষাক্ত গ্যাস প্রয়োগ করেছে কি না৷ ''

''বায়ু দূষণ করতে সম্ভবত পাকিস্তান বিষ গ্যাস প্রয়োগ করছে''
author img

By

Published : Nov 6, 2019, 11:07 AM IST

দিল্লি, 6 নভেম্বর : দূষণে জর্জরিত দিল্লি ৷ বিষ বাতাসে ধুঁকছে রাজধানী ৷ কিন্তু এই দূষণের জন্য দায়ি কে? এক BJP নেতার দাবি, রাজধানী ও সংলগ্ন এলাকায় দূষণের জন্য দায়ি চিন ও পাকিস্তান ৷ তাঁরাই বিষাক্ত গ্যাস প্রয়োগ করছে, তাই এত দূষণ ৷

সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে BJP নেতা বিনীত আগরওয়াল সারদা বলেন, ''আমার মনে হয় পাকিস্তান ও চিন আমাদের ভয় পায় ৷ বিষাক্ত গ্যাস খুব সম্ভবত পাকিস্তান বা চিন প্রয়োগ করছে ৷ আমাদের অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা উচিত যে পাকিস্তান কোনও বিষাক্ত গ্যাস প্রয়োগ করেছে কি না৷ ''

বিনীত সারদা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের তীব্র নিন্দা করেন দূষণ প্রসঙ্গে ৷ তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ভয় পায় পাকিস্তান ৷ শ্রীকৃষ্ণ ও অর্জুনের সঙ্গে তুলনা টেনে দুই নেতা সব সমস্যার সমাধান করবেন বলেও জানান তিনি ৷

দিল্লি, 6 নভেম্বর : দূষণে জর্জরিত দিল্লি ৷ বিষ বাতাসে ধুঁকছে রাজধানী ৷ কিন্তু এই দূষণের জন্য দায়ি কে? এক BJP নেতার দাবি, রাজধানী ও সংলগ্ন এলাকায় দূষণের জন্য দায়ি চিন ও পাকিস্তান ৷ তাঁরাই বিষাক্ত গ্যাস প্রয়োগ করছে, তাই এত দূষণ ৷

সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে BJP নেতা বিনীত আগরওয়াল সারদা বলেন, ''আমার মনে হয় পাকিস্তান ও চিন আমাদের ভয় পায় ৷ বিষাক্ত গ্যাস খুব সম্ভবত পাকিস্তান বা চিন প্রয়োগ করছে ৷ আমাদের অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা উচিত যে পাকিস্তান কোনও বিষাক্ত গ্যাস প্রয়োগ করেছে কি না৷ ''

বিনীত সারদা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের তীব্র নিন্দা করেন দূষণ প্রসঙ্গে ৷ তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ভয় পায় পাকিস্তান ৷ শ্রীকৃষ্ণ ও অর্জুনের সঙ্গে তুলনা টেনে দুই নেতা সব সমস্যার সমাধান করবেন বলেও জানান তিনি ৷

Prayagraj (Uttar Pradesh), Nov 06 (ANI): A teacher was thrashed by a group of male students and their guardians in Uttar Pradesh's Prayagraj on November 05. The incident took place at Balkaranpur's Adarsh Janta Inter College after the teacher scolded students when they allegedly misbehaved with female students. While speaking to ANI, the police official said, "FIR has been registered and they will be arrested soon."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.