দিল্লি, 6 নভেম্বর : দূষণে জর্জরিত দিল্লি ৷ বিষ বাতাসে ধুঁকছে রাজধানী ৷ কিন্তু এই দূষণের জন্য দায়ি কে? এক BJP নেতার দাবি, রাজধানী ও সংলগ্ন এলাকায় দূষণের জন্য দায়ি চিন ও পাকিস্তান ৷ তাঁরাই বিষাক্ত গ্যাস প্রয়োগ করছে, তাই এত দূষণ ৷
সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে BJP নেতা বিনীত আগরওয়াল সারদা বলেন, ''আমার মনে হয় পাকিস্তান ও চিন আমাদের ভয় পায় ৷ বিষাক্ত গ্যাস খুব সম্ভবত পাকিস্তান বা চিন প্রয়োগ করছে ৷ আমাদের অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা উচিত যে পাকিস্তান কোনও বিষাক্ত গ্যাস প্রয়োগ করেছে কি না৷ ''
বিনীত সারদা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের তীব্র নিন্দা করেন দূষণ প্রসঙ্গে ৷ তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ভয় পায় পাকিস্তান ৷ শ্রীকৃষ্ণ ও অর্জুনের সঙ্গে তুলনা টেনে দুই নেতা সব সমস্যার সমাধান করবেন বলেও জানান তিনি ৷