ETV Bharat / bharat

দিল্লি বিধানসভা নির্বাচন : সন্ধ্যা 6টা পর্যন্ত ভোটের হার 54.65 শতাংশ - delhi assembly election 2020

দিল্লি বিধানসভা নির্বাচন
দিল্লি বিধানসভা নির্বাচন
author img

By

Published : Feb 8, 2020, 8:22 AM IST

Updated : Feb 8, 2020, 6:16 PM IST

18:05 February 08

  • সন্ধ্যা 6টা পর্যন্ত ভোটের হার 54.65 শতাংশ । গত 22 বছরে এই প্রথম ভোটের হার এত কম

17:52 February 08

দিল্লি, 8 ফেব্রুয়ারি : লোকসভা ভোটে অভাবনীয় সাফল্যের পর বেশ কিছু প্রশ্ন থেকেই গেছে ৷ বছর কুড়ি আগে সুষমা স্বরাজের হাতছাড়া জমি ফিরে পেতে দিল্লির বিধানসভা নির্বাচন পাখির চোখ নরেন্দ্র মোদি, অমিত শাহদের ৷ অন্যদিকে, সমীক্ষা বলছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির জয় নিশ্চিত ৷ ভোট দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল , প্রাক্তন রাষ্ট্রপতি সহ প্রমুখ । সন্ধ্যা 6টা পর্যন্ত ভোটের হার 54.65 শতাংশ । গত 22 বছরে এই প্রথম ভোটের হার এত কম ।

  •  বিকেল 5টা 40 মিনিট পর্যন্ত ভোট পড়ল 52.95 শতাংশ

17:27 February 08

17:27 February 08

  • #DelhiElections2020: Voting underway at a polling booth in Shaheen Public School in Shaheen Bagh. AAP's Amanatullah is the sitting MLA and 2020 candidate of the party, he is up against Congress's Parvez Hashmi and BJP's Brahm Singh Bidhuri. pic.twitter.com/URTFL7OpJq

    — ANI (@ANI) February 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • শাহিনবাগে কড়া নিরাপত্তায় চলছে ভোট । শাহিনবাগ পাবলিক স্কুল ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিচ্ছেন ভোটাররা ।

17:15 February 08

  • বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 44.52 শতাংশ

17:10 February 08

  • বিকেল 4টে 45 মিনিট পর্যন্ত ভোট পড়ল 43.66 শতাংশ

17:00 February 08

  • AAP-র তরফে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের উপর অভিযোগ আনা হয়েছিল , তিনি ভোটারদের মত পরিবর্তনের জন্য টাকা দিচ্ছেন । তার উত্তরে গিরিরাজ বলেন, আমি দোকানে কিছু জিনিস কিনতে গিয়েছিলাম । দোকানদার আমার পরিচিত ।

16:56 February 08

  • Union Minister Giriraj Singh on AAP alleging that he distributed money to influence voters: I had just gone to the shop to buy some stuff. The shopkeeper is a known person. It has been done to raise an issue of Bihari vs non-Bihari. #DelhiElections2020 pic.twitter.com/1kaZibmGwy

    — ANI (@ANI) February 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • বিকেল 4টে পর্যন্ত 42.70 শতাংশ ভোট পড়েছে  ।

16:26 February 08

  • দিল্লির কামরাজ লেনের নির্বাচন কেন্দ্রে ভোট দিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ।
  • সঞ্চার ভবনে ভোট দিয়েছেন CPI(M) নেতা প্রকাশ করাত ।

16:08 February 08

pranab
নির্বাচন কেন্দ্রে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়
  •  3টে পর্যন্ত দিল্লি বিধানসভা ভোটে 30.18 শতাংশ  ভোট ।
  • দুপুর 2টো পর্যন্ত ভোট পড়েছিল 28.14 শতাংশ ।

15:56 February 08

  • বেলা 1টা পর্যন্ত ভোট পড়ল 19.37 শতাংশ ৷

13:17 February 08

  • বেলা 12টা পর্যন্ত ভোট পড়ল 15.68 শতাংশ ৷

12:30 February 08

  • নির্মাণ ভবনে ভোট দিলেন নির্বাচন আধিকারিক সুনিল অরোরা ৷

12:28 February 08

  • Delhi: Chief Election Commissioner Sunil Arora after casting his vote at Nirman Bhawan in New Delhi assembly constituency. Delhi CM & sitting MLA from the constituency,Arvind Kejriwal is contesting from here. BJP's Sunil Yadav & Congress's Romesh Sabharwal fielded against the CM. pic.twitter.com/F3RFJ3MAu5

    — ANI (@ANI) February 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • নির্বাচন আধিকারিক সুশীল চন্দ্র ও তাঁর স্ত্রী নীলু চন্দ্র নিউ মোতিবাগের 99 নম্বর বুথে ভোট দিলেন ৷

12:26 February 08

  • ঔরঙ্গজ়েব লেনের একটি বুথে ভোট দিলেন BJP নেতা এল কে আদবানি ও তাঁর মেয়ে প্রতিভা আদবানি ৷

12:25 February 08

  • চাণক্যপুরির একটি বুথে ভোট দিলেন নির্বাচন আধিকারিক অশোক লাভাসা ও কংগ্রেস নেতা করণ সিং ৷

12:24 February 08

  • সকাল 11টা পর্যন্ত ভোট পড়ল 6.96 শতাংশ ৷

11:18 February 08

  • নিউ দিল্লি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নির্মাণ ভবনে ভোট দিতে পৌঁছালেন কংগ্রেস অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷
  • তাঁর সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷

11:10 February 08

  • Delhi: Congress Interim President Sonia Gandhi arrives at Nirman Bhawan in New Delhi assembly constituency, to cast her vote. She is accompanied by Priyanka Gandhi Vadra who will cast her vote at booth no.114 & 116 at Lodhi Estate. #DelhiElections pic.twitter.com/h4dWGVL1nh

    — ANI (@ANI) February 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • ঔরঙ্গজ়েব রোডের বুথে ভোট দিতে পৌঁছালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷

11:07 February 08

  • চিত্তরঞ্জন পার্কের SDMC প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিলেন 110 বছর বয়সি কালীতারা মণ্ডল ৷
  • তিনি দিল্লির প্রবীণতম ভোটার ৷

11:02 February 08

  • জামিয়া নগরে বুথের বাইরে ভোটারদের ভিড় ৷

10:59 February 08

  • ভোট দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও তাঁর স্ত্রী গুরশরন সিং ৷

10:51 February 08

  • রাজেন্দ্র প্রসাদ কেন্দ্রীয় বিদ্যালয়ে ভোট দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও তাঁর স্ত্রী সবীতা কোবিন্দ ৷

10:44 February 08

দিল্লি নির্বাচন
সস্ত্রীক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
  • সপরিবারে ভোট দিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷
  • তাঁর ছেলে এবার প্রথম ভোট দিলেন ৷
  • যুব সমাজকে ভোট দেওয়ার আহ্বান জানালেন কেজরিওয়াল ৷

10:34 February 08

দিল্লি নির্বাচন
সপরিবারে অরবিন্দ কেজরিওয়াল
  • বাবারপুর প্রাথমিক বিদ্যালয় বুথে উপস্থিত একজন ভোট কর্মীর আকস্মিক মৃত্যু ৷
  • উত্তর দিল্লির বাবারপুরে মৃত ভোট কর্মীর নাম উধম সিং ৷
  • তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ৷

10:30 February 08

  • ভোট দিলেন পতপরগঞ্জ বিধানসভা কেন্দ্রের আম আদমি পার্টির প্রার্থী ও দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া ও তাঁর স্ত্রী সীমা সিসোদিয়া ৷

10:29 February 08

দিল্লি নির্বাচন
দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া ও তাঁর স্ত্রী সীমা সিসোদিয়া
  • শকারপুরে MCD প্রাথমিক বিদ্যালয়ে পরিবারের সঙ্গে ভোট দিলেন এক নবদম্পতি ৷

10:22 February 08

দিল্লি নির্বাচন
বুথের সামনে ভোটারদের লাইন

ভোট দিয়ে অরবিন্দ কেজরিওয়াল বললেন,

  • আমি সকলকে বিশেষ করে মহিলাদের আবেদন করছি ৷ সকলে তাঁদের ভোট দিন ৷
  • দিল্লিতে হওয়া কাজের উপর ভিত্তি করে মানুষ ভোট দেবেন ৷
  • তৃতীয়বারও আম আদমি পার্টি ক্ষমতায় ফিরবে ৷

10:16 February 08

দিল্লি নির্বাচন
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
  • ঔরঙ্গজ়েব রোডের 81 ও 82 নম্বর বুথে বাড়তে শুরু করেছে ভোটারদের ভিড় ৷

10:09 February 08

  • রাজিন্দর নগর কেন্দ্রের আম আদমি পার্টির প্রার্থী রাঘব চাড্ডা তাঁর ভোট দিলেন ৷
  • এই কেন্দ্রে তাঁর বিপরীতে কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন রকি তুসীদ ৷
  • এই কেন্দ্রে BJP প্রার্থী আর পি সিং ৷

10:08 February 08

দিল্লি নির্বাচন
বেলা বাড়ার সঙ্গে বাড়ছে ভোটারদের সংখ্যা

বাড়ি থেকে ভোট দিতে বেরোলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷

10:06 February 08

দিল্লি নির্বাচন
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

দিল্লির দক্ষিণ এক্সটেনশন পার্ট-2 এর একটি বুথে ভোট দিলেন BJP-র সাংসদ মীনাক্ষী লেখি ৷

09:58 February 08

দিল্লি নির্বাচন
আম আদমি পার্টির প্রার্থী রাঘব চাড্ডা
  • সর্দার প্যাটেল বিদ্যালয়ের 114 নম্বর বুথেও কাজ করছে না EVM ৷ বন্ধ ভোট গ্রহণ ৷

09:50 February 08

দিল্লি নির্বাচন
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
  • টেগর গার্ডেন এক্সটেনশেনের 161 নম্বর বুথে ভোট দিলেন চাঁদনি চক বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা ৷
  • তিনি আম আদমি পার্টির প্রার্থী প্রহ্লাদ সিং সাহনির বিপরীতে দাঁড়িয়েছেন ৷
  • এই কেন্দ্রে BJP-র হয়ে রয়েছেন সুমন গুপ্তা ৷

09:47 February 08

দিল্লি নির্বাচন
BJP-র সাংসদ মীনাক্ষী লেখি

সকাল ন'টা পর্যন্ত 2.8 শতাংশ ভোট হয়েছে ৷

09:37 February 08

  • নিউ দিল্লি বিধানসভা কেন্দ্রে উপস্থিত প্রাক্তন উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি ও RSS নেতা রাম লাল ৷
  • এই কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন অরবিন্দ কেজরিওয়াল ৷
  • BJP-র হয়ে দাঁড়িয়েছেন সুনিল যাদব ৷
  • কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন রমেশ সভরওয়াল ৷

09:36 February 08

দিল্লি নির্বাচন
কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা
  • মা'কে সঙ্গে নিয়ে কৃষ্ণনগরের রতনদেবী পাবলিক স্কুলে ভোট দিতে গেলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধণ ৷

09:29 February 08

  • NDMC স্কুলে ভোট দিলেন বিচারপতি আর ভানুমতি ৷

09:29 February 08

দিল্লি নির্বাচন
প্রাক্তন উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি ও RSS নেতা রাম লাল
  • মাতিয়ালা বিধানসভা কেন্দ্রের একটি বুথে BJP সাংসদ পরবেশ বর্মা তাঁর ভোট দিলেন ৷
  • এই কেন্দ্রে BJP-র হয়ে দাঁড়িয়েছেন রাজেশ গেহলত ৷
  • এই কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী সুমেশ শোকীন ৷
  • আম আদমি পার্টির প্রার্থী বর্তমান বিধায়ক গুলাব সিং যাদব ৷

09:16 February 08

দিল্লি নির্বাচন
সস্ত্রীক অনিল বাইজাল
  • EVM-এ প্রযুক্তিগত ত্রুটির জন্য যমুনা বিহারের বুথে ভোটগ্রহণ পর্ব শুরু করা যায়নি ৷

09:10 February 08

দিল্লি নির্বাচন
মায়ের সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধণ
  • তুঘলক ক্রিসেন্টে NDMC স্কুলে ভোট দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷
  • তিনি বলেন, ভোট দেওয়া প্রতিটি নাগরিকের নূন্যতম কাজ ৷ বুথে গিয়ে ভোট দেওয়াটা খুবই দরকার ৷

09:07 February 08

দিল্লি নির্বাচন
বিচারপতি আর ভানুমতি
  • কোরাল বাঘ বিধানসভা কেন্দ্রের ঝন্ডেওয়ালার বুথে পৌঁছেছেন BJP নেতা রাম মাধব ৷
  • এই কেন্দ্রে আম আদমি পার্টির প্রার্থী বিধায়ক বিশেষ রবি ৷
  • এছাড়া, BJP-র যোগেন্দ্র চান্ডোলিয়া ও কংগ্রেসের গৌরব ধনক এই কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন ৷

09:03 February 08

দিল্লি নির্বাচন
ভোট দিলেন BJP-র সাংসদ পরবেশ বর্মা

কৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের BJP-র প্রার্থী ডঃ অনিল গোয়েল জানান,

  • আমি বিশ্বাসী, আগামী পাঁচ বছরে দিল্লি পাবে 'সাফ পানি, সাফ হাওয়া ও সাফ ব্যবহার' ৷

09:00 February 08

কৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের BJP-র প্রার্থী ডঃ অনিল গোয়েল জানান,

  • আমি বিশ্বাসী, আগামী পাঁচ বছরে দিল্লি পাবে 'সাফ পানি, সাফ হাওয়া ও সাফ ব্যবহার' ৷

09:00 February 08

দিল্লি নির্বাচন
ভোট দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর

দিল্লি মুখ্য নির্বাচন আধিকারিক রণবীর সিং জানান,

  • মোট ভোটারের সংখ্যা 1 কোটি 47 লাখ 86 হাজার 382 ৷ যার মধ্যে 18-19 বছর বয়সি ভোটার সংখ্যা 2 লাখ 32 হাজার 815 ৷পুরুষ ভোটার সংখ্যা 81 লাখ 5 হাজার 236 ৷
  • মহিলা ভোটার সংখ্যা 66 লাখ 80 হাজার 277 ৷
  • সার্ভিস ভোটার সংখ্যা 11 হাজার 608 ৷
  • তৃতীয় লিঙ্গ ভোটার সংখ্যা 869 ৷
  • প্রবীণ নাগরিক ভোটারদের সংখ্যা 2 লাখ 4 হাজার 830 ৷

08:51 February 08

দিল্লি নির্বাচন
বুথের সামনে দেখা গেল BJP নেতা রাম মাধব
  • আজ সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব ৷
  • দিল্লির 70টি বিধানসভা কেন্দ্রে মোট 672জন প্রার্থীদের মধ্যে প্রতিনিধি বাছা হবে ৷
  • ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে করার জন্য পুলিশের তরফে 40 হাজার সিকিউরিটি পারসোনেল, 19 হাজার হোমগার্ড এবং 190 কম্পানি কেন্দ্রীয় স্বশস্ত্র বাহিনী নামানো হয়েছে ৷

08:46 February 08

দিল্লি নির্বাচন
BJP প্রার্থী অনিল গোয়েল

সকালবেলায় বিভিন্ন বুথের সামনে লম্বা লাইন ৷

08:36 February 08

দিল্লি নির্বাচন
বুথের সামনে ভোটারদের ভিড়

সকালবেলায় বিভিন্ন বুথের সামনে লম্বা লাইন ৷

08:29 February 08

দিল্লি নির্বাচন
ভোট দিতে লম্বা লাইনে সাধারণ মানুষ

সকালবেলায় বিভিন্ন বুথের সামনে লম্বা লাইন ৷

08:11 February 08

সকালবেলায় বিভিন্ন বুথের সামনে লম্বা লাইন ৷

18:05 February 08

  • সন্ধ্যা 6টা পর্যন্ত ভোটের হার 54.65 শতাংশ । গত 22 বছরে এই প্রথম ভোটের হার এত কম

17:52 February 08

দিল্লি, 8 ফেব্রুয়ারি : লোকসভা ভোটে অভাবনীয় সাফল্যের পর বেশ কিছু প্রশ্ন থেকেই গেছে ৷ বছর কুড়ি আগে সুষমা স্বরাজের হাতছাড়া জমি ফিরে পেতে দিল্লির বিধানসভা নির্বাচন পাখির চোখ নরেন্দ্র মোদি, অমিত শাহদের ৷ অন্যদিকে, সমীক্ষা বলছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির জয় নিশ্চিত ৷ ভোট দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল , প্রাক্তন রাষ্ট্রপতি সহ প্রমুখ । সন্ধ্যা 6টা পর্যন্ত ভোটের হার 54.65 শতাংশ । গত 22 বছরে এই প্রথম ভোটের হার এত কম ।

  •  বিকেল 5টা 40 মিনিট পর্যন্ত ভোট পড়ল 52.95 শতাংশ

17:27 February 08

17:27 February 08

  • #DelhiElections2020: Voting underway at a polling booth in Shaheen Public School in Shaheen Bagh. AAP's Amanatullah is the sitting MLA and 2020 candidate of the party, he is up against Congress's Parvez Hashmi and BJP's Brahm Singh Bidhuri. pic.twitter.com/URTFL7OpJq

    — ANI (@ANI) February 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • শাহিনবাগে কড়া নিরাপত্তায় চলছে ভোট । শাহিনবাগ পাবলিক স্কুল ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিচ্ছেন ভোটাররা ।

17:15 February 08

  • বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 44.52 শতাংশ

17:10 February 08

  • বিকেল 4টে 45 মিনিট পর্যন্ত ভোট পড়ল 43.66 শতাংশ

17:00 February 08

  • AAP-র তরফে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের উপর অভিযোগ আনা হয়েছিল , তিনি ভোটারদের মত পরিবর্তনের জন্য টাকা দিচ্ছেন । তার উত্তরে গিরিরাজ বলেন, আমি দোকানে কিছু জিনিস কিনতে গিয়েছিলাম । দোকানদার আমার পরিচিত ।

16:56 February 08

  • Union Minister Giriraj Singh on AAP alleging that he distributed money to influence voters: I had just gone to the shop to buy some stuff. The shopkeeper is a known person. It has been done to raise an issue of Bihari vs non-Bihari. #DelhiElections2020 pic.twitter.com/1kaZibmGwy

    — ANI (@ANI) February 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • বিকেল 4টে পর্যন্ত 42.70 শতাংশ ভোট পড়েছে  ।

16:26 February 08

  • দিল্লির কামরাজ লেনের নির্বাচন কেন্দ্রে ভোট দিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ।
  • সঞ্চার ভবনে ভোট দিয়েছেন CPI(M) নেতা প্রকাশ করাত ।

16:08 February 08

pranab
নির্বাচন কেন্দ্রে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়
  •  3টে পর্যন্ত দিল্লি বিধানসভা ভোটে 30.18 শতাংশ  ভোট ।
  • দুপুর 2টো পর্যন্ত ভোট পড়েছিল 28.14 শতাংশ ।

15:56 February 08

  • বেলা 1টা পর্যন্ত ভোট পড়ল 19.37 শতাংশ ৷

13:17 February 08

  • বেলা 12টা পর্যন্ত ভোট পড়ল 15.68 শতাংশ ৷

12:30 February 08

  • নির্মাণ ভবনে ভোট দিলেন নির্বাচন আধিকারিক সুনিল অরোরা ৷

12:28 February 08

  • Delhi: Chief Election Commissioner Sunil Arora after casting his vote at Nirman Bhawan in New Delhi assembly constituency. Delhi CM & sitting MLA from the constituency,Arvind Kejriwal is contesting from here. BJP's Sunil Yadav & Congress's Romesh Sabharwal fielded against the CM. pic.twitter.com/F3RFJ3MAu5

    — ANI (@ANI) February 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • নির্বাচন আধিকারিক সুশীল চন্দ্র ও তাঁর স্ত্রী নীলু চন্দ্র নিউ মোতিবাগের 99 নম্বর বুথে ভোট দিলেন ৷

12:26 February 08

  • ঔরঙ্গজ়েব লেনের একটি বুথে ভোট দিলেন BJP নেতা এল কে আদবানি ও তাঁর মেয়ে প্রতিভা আদবানি ৷

12:25 February 08

  • চাণক্যপুরির একটি বুথে ভোট দিলেন নির্বাচন আধিকারিক অশোক লাভাসা ও কংগ্রেস নেতা করণ সিং ৷

12:24 February 08

  • সকাল 11টা পর্যন্ত ভোট পড়ল 6.96 শতাংশ ৷

11:18 February 08

  • নিউ দিল্লি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নির্মাণ ভবনে ভোট দিতে পৌঁছালেন কংগ্রেস অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷
  • তাঁর সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷

11:10 February 08

  • Delhi: Congress Interim President Sonia Gandhi arrives at Nirman Bhawan in New Delhi assembly constituency, to cast her vote. She is accompanied by Priyanka Gandhi Vadra who will cast her vote at booth no.114 & 116 at Lodhi Estate. #DelhiElections pic.twitter.com/h4dWGVL1nh

    — ANI (@ANI) February 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • ঔরঙ্গজ়েব রোডের বুথে ভোট দিতে পৌঁছালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷

11:07 February 08

  • চিত্তরঞ্জন পার্কের SDMC প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিলেন 110 বছর বয়সি কালীতারা মণ্ডল ৷
  • তিনি দিল্লির প্রবীণতম ভোটার ৷

11:02 February 08

  • জামিয়া নগরে বুথের বাইরে ভোটারদের ভিড় ৷

10:59 February 08

  • ভোট দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও তাঁর স্ত্রী গুরশরন সিং ৷

10:51 February 08

  • রাজেন্দ্র প্রসাদ কেন্দ্রীয় বিদ্যালয়ে ভোট দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও তাঁর স্ত্রী সবীতা কোবিন্দ ৷

10:44 February 08

দিল্লি নির্বাচন
সস্ত্রীক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
  • সপরিবারে ভোট দিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷
  • তাঁর ছেলে এবার প্রথম ভোট দিলেন ৷
  • যুব সমাজকে ভোট দেওয়ার আহ্বান জানালেন কেজরিওয়াল ৷

10:34 February 08

দিল্লি নির্বাচন
সপরিবারে অরবিন্দ কেজরিওয়াল
  • বাবারপুর প্রাথমিক বিদ্যালয় বুথে উপস্থিত একজন ভোট কর্মীর আকস্মিক মৃত্যু ৷
  • উত্তর দিল্লির বাবারপুরে মৃত ভোট কর্মীর নাম উধম সিং ৷
  • তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ৷

10:30 February 08

  • ভোট দিলেন পতপরগঞ্জ বিধানসভা কেন্দ্রের আম আদমি পার্টির প্রার্থী ও দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া ও তাঁর স্ত্রী সীমা সিসোদিয়া ৷

10:29 February 08

দিল্লি নির্বাচন
দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া ও তাঁর স্ত্রী সীমা সিসোদিয়া
  • শকারপুরে MCD প্রাথমিক বিদ্যালয়ে পরিবারের সঙ্গে ভোট দিলেন এক নবদম্পতি ৷

10:22 February 08

দিল্লি নির্বাচন
বুথের সামনে ভোটারদের লাইন

ভোট দিয়ে অরবিন্দ কেজরিওয়াল বললেন,

  • আমি সকলকে বিশেষ করে মহিলাদের আবেদন করছি ৷ সকলে তাঁদের ভোট দিন ৷
  • দিল্লিতে হওয়া কাজের উপর ভিত্তি করে মানুষ ভোট দেবেন ৷
  • তৃতীয়বারও আম আদমি পার্টি ক্ষমতায় ফিরবে ৷

10:16 February 08

দিল্লি নির্বাচন
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
  • ঔরঙ্গজ়েব রোডের 81 ও 82 নম্বর বুথে বাড়তে শুরু করেছে ভোটারদের ভিড় ৷

10:09 February 08

  • রাজিন্দর নগর কেন্দ্রের আম আদমি পার্টির প্রার্থী রাঘব চাড্ডা তাঁর ভোট দিলেন ৷
  • এই কেন্দ্রে তাঁর বিপরীতে কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন রকি তুসীদ ৷
  • এই কেন্দ্রে BJP প্রার্থী আর পি সিং ৷

10:08 February 08

দিল্লি নির্বাচন
বেলা বাড়ার সঙ্গে বাড়ছে ভোটারদের সংখ্যা

বাড়ি থেকে ভোট দিতে বেরোলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷

10:06 February 08

দিল্লি নির্বাচন
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

দিল্লির দক্ষিণ এক্সটেনশন পার্ট-2 এর একটি বুথে ভোট দিলেন BJP-র সাংসদ মীনাক্ষী লেখি ৷

09:58 February 08

দিল্লি নির্বাচন
আম আদমি পার্টির প্রার্থী রাঘব চাড্ডা
  • সর্দার প্যাটেল বিদ্যালয়ের 114 নম্বর বুথেও কাজ করছে না EVM ৷ বন্ধ ভোট গ্রহণ ৷

09:50 February 08

দিল্লি নির্বাচন
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
  • টেগর গার্ডেন এক্সটেনশেনের 161 নম্বর বুথে ভোট দিলেন চাঁদনি চক বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা ৷
  • তিনি আম আদমি পার্টির প্রার্থী প্রহ্লাদ সিং সাহনির বিপরীতে দাঁড়িয়েছেন ৷
  • এই কেন্দ্রে BJP-র হয়ে রয়েছেন সুমন গুপ্তা ৷

09:47 February 08

দিল্লি নির্বাচন
BJP-র সাংসদ মীনাক্ষী লেখি

সকাল ন'টা পর্যন্ত 2.8 শতাংশ ভোট হয়েছে ৷

09:37 February 08

  • নিউ দিল্লি বিধানসভা কেন্দ্রে উপস্থিত প্রাক্তন উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি ও RSS নেতা রাম লাল ৷
  • এই কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন অরবিন্দ কেজরিওয়াল ৷
  • BJP-র হয়ে দাঁড়িয়েছেন সুনিল যাদব ৷
  • কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন রমেশ সভরওয়াল ৷

09:36 February 08

দিল্লি নির্বাচন
কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা
  • মা'কে সঙ্গে নিয়ে কৃষ্ণনগরের রতনদেবী পাবলিক স্কুলে ভোট দিতে গেলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধণ ৷

09:29 February 08

  • NDMC স্কুলে ভোট দিলেন বিচারপতি আর ভানুমতি ৷

09:29 February 08

দিল্লি নির্বাচন
প্রাক্তন উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি ও RSS নেতা রাম লাল
  • মাতিয়ালা বিধানসভা কেন্দ্রের একটি বুথে BJP সাংসদ পরবেশ বর্মা তাঁর ভোট দিলেন ৷
  • এই কেন্দ্রে BJP-র হয়ে দাঁড়িয়েছেন রাজেশ গেহলত ৷
  • এই কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী সুমেশ শোকীন ৷
  • আম আদমি পার্টির প্রার্থী বর্তমান বিধায়ক গুলাব সিং যাদব ৷

09:16 February 08

দিল্লি নির্বাচন
সস্ত্রীক অনিল বাইজাল
  • EVM-এ প্রযুক্তিগত ত্রুটির জন্য যমুনা বিহারের বুথে ভোটগ্রহণ পর্ব শুরু করা যায়নি ৷

09:10 February 08

দিল্লি নির্বাচন
মায়ের সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধণ
  • তুঘলক ক্রিসেন্টে NDMC স্কুলে ভোট দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷
  • তিনি বলেন, ভোট দেওয়া প্রতিটি নাগরিকের নূন্যতম কাজ ৷ বুথে গিয়ে ভোট দেওয়াটা খুবই দরকার ৷

09:07 February 08

দিল্লি নির্বাচন
বিচারপতি আর ভানুমতি
  • কোরাল বাঘ বিধানসভা কেন্দ্রের ঝন্ডেওয়ালার বুথে পৌঁছেছেন BJP নেতা রাম মাধব ৷
  • এই কেন্দ্রে আম আদমি পার্টির প্রার্থী বিধায়ক বিশেষ রবি ৷
  • এছাড়া, BJP-র যোগেন্দ্র চান্ডোলিয়া ও কংগ্রেসের গৌরব ধনক এই কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন ৷

09:03 February 08

দিল্লি নির্বাচন
ভোট দিলেন BJP-র সাংসদ পরবেশ বর্মা

কৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের BJP-র প্রার্থী ডঃ অনিল গোয়েল জানান,

  • আমি বিশ্বাসী, আগামী পাঁচ বছরে দিল্লি পাবে 'সাফ পানি, সাফ হাওয়া ও সাফ ব্যবহার' ৷

09:00 February 08

কৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের BJP-র প্রার্থী ডঃ অনিল গোয়েল জানান,

  • আমি বিশ্বাসী, আগামী পাঁচ বছরে দিল্লি পাবে 'সাফ পানি, সাফ হাওয়া ও সাফ ব্যবহার' ৷

09:00 February 08

দিল্লি নির্বাচন
ভোট দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর

দিল্লি মুখ্য নির্বাচন আধিকারিক রণবীর সিং জানান,

  • মোট ভোটারের সংখ্যা 1 কোটি 47 লাখ 86 হাজার 382 ৷ যার মধ্যে 18-19 বছর বয়সি ভোটার সংখ্যা 2 লাখ 32 হাজার 815 ৷পুরুষ ভোটার সংখ্যা 81 লাখ 5 হাজার 236 ৷
  • মহিলা ভোটার সংখ্যা 66 লাখ 80 হাজার 277 ৷
  • সার্ভিস ভোটার সংখ্যা 11 হাজার 608 ৷
  • তৃতীয় লিঙ্গ ভোটার সংখ্যা 869 ৷
  • প্রবীণ নাগরিক ভোটারদের সংখ্যা 2 লাখ 4 হাজার 830 ৷

08:51 February 08

দিল্লি নির্বাচন
বুথের সামনে দেখা গেল BJP নেতা রাম মাধব
  • আজ সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব ৷
  • দিল্লির 70টি বিধানসভা কেন্দ্রে মোট 672জন প্রার্থীদের মধ্যে প্রতিনিধি বাছা হবে ৷
  • ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে করার জন্য পুলিশের তরফে 40 হাজার সিকিউরিটি পারসোনেল, 19 হাজার হোমগার্ড এবং 190 কম্পানি কেন্দ্রীয় স্বশস্ত্র বাহিনী নামানো হয়েছে ৷

08:46 February 08

দিল্লি নির্বাচন
BJP প্রার্থী অনিল গোয়েল

সকালবেলায় বিভিন্ন বুথের সামনে লম্বা লাইন ৷

08:36 February 08

দিল্লি নির্বাচন
বুথের সামনে ভোটারদের ভিড়

সকালবেলায় বিভিন্ন বুথের সামনে লম্বা লাইন ৷

08:29 February 08

দিল্লি নির্বাচন
ভোট দিতে লম্বা লাইনে সাধারণ মানুষ

সকালবেলায় বিভিন্ন বুথের সামনে লম্বা লাইন ৷

08:11 February 08

সকালবেলায় বিভিন্ন বুথের সামনে লম্বা লাইন ৷

New Delhi, Feb 08 (ANI): France's consumer watchdog, Directorate-General for Competition, Consumption and the Suppression of Fraud (DGCCRF), has fined Apple 25 million euros for intentionally slowing down iPhones in the region. Apple is accused of not informing its users that the iOS updates 10.2.1 and 11.2 which were released in 2017 were likely to slow down their devices, the official website of DGCCRF notes. Centered around power management, these updates slowed down older models such as the iPhone 6, SE, and 7, forcing users to change their batteries or upgrade. The anti-fraud agency has also asked Apple to publish a press release on its French website admitting to its false marketing practice and agreement to pay the fine.
Last Updated : Feb 8, 2020, 6:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.