ETV Bharat / bharat

দিল্লিতে ফের কেজরি ঝড়

author img

By

Published : Feb 11, 2020, 7:19 AM IST

Updated : Feb 11, 2020, 5:53 PM IST

দিল্লি লড়াই
দিল্লি লড়াই

17:42 February 11

দিল্লি, 11 ফেব্রুয়ারি : বছর ছয়েক আগে ঝড় তুলেছিলেন দিল্লির বুকে ৷ কেজরিওয়ালের ঝড়ে সেবার পর পর দু'বার উড়ে গিয়েছিল বিরোধীরা ৷ 2015-তে বিরোধীশূন্য হয়ে গিয়েছিল দিল্লি ৷ এবারে বুথ ফেরত সমীক্ষাও বলেছিল ফের একবার আম আদমি পার্টিতেই ভরসা রাখতে চলেছেন সেখানকার মানুষ ৷ মিলল বুথ ফেরত সমীক্ষা । দিল্লিতে ফের ক্ষমতায় আসছেন কেজরিওয়াল । 70টি আসনের মধ্যে 62টি আসন জিতল AAP । 8টি আসন রইল BJP-র দখলে । জয়ের পর কেজরিওয়াল দিল্লিবাসীর উদ্দেশে বলেন, দিল্লিতে নতুন ঘরানার রাজনীতির সূত্রপাত হল । এই ফলাফল এক নতুন শুরু ।

  • 70টি আসনে 62টি আসন জিতল AAP । 8টি BJP-র দখলে । 

17:20 February 11

  • 62টি আসন AAP-র দখলে ।  BJP-র 7টি আসন । পাশাপাশি 1টি আসনে এগিয়ে BJP

16:27 February 11

  • 62টি আসন AAP-র দখলে । এগিয়ে 1টি আসনে । BJP-র 7টি আসন ।
  • দিল্লিবাসীর উদ্দেশে কেজরিওয়াল বলেন, রাজধানীতে নতুন রাজনীতি শুরু । দিল্লির মানুষকে ধন্যবাদ জানানোর ভাষা নেই । 

15:54 February 11

  • 61টি আসন জয় AAP-র । 2টি আসনে এগিয়ে । BJP-র দখলে 7 

15:46 February 11

  • এখনও পর্যন্ত 60 টি আসন জয় AAP-র । এগিয়ে 3 টিতে । BJP-র দখলে 7 টি আসন 

13:40 February 11

  • নয়াদিল্লি কেন্দ্রে জয়লাভ করলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী BJP-র সুনিলকুমার যাদব ৷
  • গ্রেটার কৈলাসে জয়লাভ করলেন AAP প্রার্থী সৌরভ ভরদ্বাজ ৷ নিকটতম প্রতিদ্বন্দ্বী BJP প্রার্থী শিখা রায় ৷
  • কোন্দলিতে জয়লাভ করলেন AAP প্রার্থী কুলদীপ কুমার ৷ নিকটতম প্রতিদ্বন্দ্বী BJP প্রার্থী রাজ কুমার ৷
  • রাজিন্দর নগর কেন্দ্রে জয়লাভ করলেন AAP প্রার্থী রাঘব চড্ডা ৷ নিকটতম প্রতিদ্বন্দ্বী BJP প্রার্থী সরদার আর পি সিং ৷

13:27 February 11

  • ওখলা বিধানসভা কেন্দ্রেও জয়লাভ করলেন আম আদমি পার্টির প্রার্থী আমানাতুল্লাহ খান ৷ নিকটতম প্রতিদ্বন্দ্বী BJP-র ব্রহম সিং ৷

12:59 February 11

আরও দু'টি আসনে জয়ী AAP ৷ এখনও পর্যন্ত মোট পাঁচটি আসনে জয়লাভ করল তারা ৷

  • তিলকনগর বিধানসভা কেন্দ্রে জয়লাভ করলেন আম আদমি পার্টির প্রার্থী জার্নেইল সিং ৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী BJP প্রার্থী রাজীব বব্বর ৷
  • বুরারি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করলেন AAP প্রার্থী সঞ্জীব ঝা ৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জনতা দল (ইউনাইটেড)-র শৈলেন্দ্র কুমার ৷

12:08 February 11

দিল্লি
সিলামপুর বিধানসভা কেন্দ্রে জয়ী AAP প্রার্থী আবদুল রহমান

তিনটি আসনে জয়লাভ AAP-র ৷

  • সিলামপুর বিধানসভা কেন্দ্রে থেকে জয়লাভ করলেন আম আদমি পার্টির প্রার্থী আবদুল রহমান ৷ এই আসনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী BJP প্রার্থী কৌশল কুমার মিশ্র ৷
  • সংগম বিহার কেন্দ্র থেকে আম আদমি পার্টির প্রার্থী দিনেশ মোহানিয়া জয়লাভ করেছেন ৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জনতা দল (ইউনাইটেড)-র প্রার্থী শিবচরণ লাল গুপ্তা ৷
  • AAP প্রার্থী প্রকাশ জারওয়াল দেওলি বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছেন ৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী BJP প্রার্থী অরবিন্দ কুমার ৷

11:49 February 11

  • সাত রাউন্ডের শেষে BJP প্রার্থী আশিস সুদের বিপরীতে এগিয়ে রয়েছেন AAP প্রার্থী রাজেশ ঋষি ৷

11:48 February 11

  • মুম্বইয়ের আন্ধেরিতে আনন্দে মেতেছেন আম আদমি পার্টির কর্মী-সমর্থকরা ৷

11:15 February 11

  • তৃতীয় রাউন্ড ভোট গণনার পর BJP প্রার্থী রবি নেগির কাছে 1427 ভোটে পিছিয়ে রয়েছেন মনীশ সিসোদিয়া ৷

11:15 February 11

মডেল টাউনে এগিয়ে রয়েছেন AAP প্রার্থী অখিলেশ ত্রিপাঠী ৷ তিনি বলেন, 

  • যারা অরবিন্দ কেজরিওয়ালের প্রতি বিশ্বাস করেছেন, তাদের সকলকে ধন্যবাদ ৷ 
  • মানুষ এমন একটা সরকার চায়, যে নাগরিকদের খেয়াল রাখে ৷
  • দিল্লিবাসী উন্নয়নের জন্য ভোট দিয়েছে ৷ সকলকে ধন্যবাদ ৷

11:14 February 11

কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরি বললেন, 

  • সবাই জানত তৃতীয়বারও ক্ষমতায় আসবে আম আদমি পার্টি ৷
  • কংগ্রসের এই পরাজয় ভালো বার্তা আনবে না ৷

10:34 February 11

দিল্লি
এখনও পর্যন্ত দিল্লি নির্বাচনের ফলাফল

সকাল সাড়ে 10টা পর্যন্ত গণনায় 47টি আসনে এগিয়ে রয়েছে AAP ৷ 19টিতে এগিয়ে রয়েছে BJP ৷

10:34 February 11

  • প্রথম রাউন্ডের পর তীলকনগর থেকে এগিয়ে রয়েছেন AAP প্রার্থী জর্নৈল সিং ৷

10:32 February 11

দিল্লি চাঁদনি চক বিধানসভা কেন্দ্র

  • AAP প্রার্থী পরলাদ সিং সওনে- 6043 ভোট
  • কংগ্রেস প্রার্থী অলকা লম্বা- 157 ভোট
  • BJP প্রার্থী- 67 ভোট

10:31 February 11

দিল্লি BJP প্রধান মনোজ তিওয়ারি বলেন,

  • প্রাথমিক গতিপ্রকৃতি AAP-BJP এর মধ্যে গ্যাপটা বুঝিয়ে দিচ্ছে ৷
  • এখনও সময় আছে ৷ আমরা আশাবাদী ৷
  • যাই ফল আসুক রাজ্য প্রধান হিসেবে সব দায় আমার ৷

10:12 February 11

  • মডেল টাউনে 98 ভোটে এগিয়ে রয়েছেন BJP প্রার্থী কপিল মিশ্র ৷
  • পতপরগঞ্জ থেকে 112 ভোটে এগিয়ে AAP-র মনীশ সিসোদিয়া ৷

10:01 February 11

  • নিউ দিল্লি বিধানসভা কেন্দ্রে 2026 ভোটে এগিয়ে অরবিন্দ কেজরিওয়াল ৷

09:55 February 11

  • ওখলা বিধানসভা কেন্দ্র থেকে 214 ভোটে এগিয়ে আছেন BJP প্রার্থী ব্রহম সিং ৷ 

09:55 February 11

  • প্রথম রাউন্ডের পর হরিনগর কেন্দ্র থেকে BJP প্রার্থী তাজিন্দর পাল সিংয়ের বিপরীতে এগিয়ে রয়েছেন আম আদমি পার্টির প্রার্থী রাজকুমারী ধিলন ৷

09:55 February 11

সৌরভ ভরদ্বাজ বলেন,

  • দিল্লিবাসী আমাদের সরকারের মডেলকে স্বাগত জানিয়েছে ৷
  • গণনাকেন্দ্রে আমি এখন দেখতে পাচ্ছি, BJP প্রার্থী থেকে আমি দ্বিগুণ ভোটে এগিয়ে রয়েছি ৷ 

09:45 February 11

  • গ্রেটার কৈলাস বিধানসভা কেন্দ্র থেকে AAP প্রার্থী সৌরভ ভরদ্বাজ 1505 ভোটে এগিয়ে রয়েছেন ৷

09:33 February 11

  • প্রথম রাউন্ড ভোট গণনার শেষে নাঙ্গলোই জাট বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন আম আদমি পার্টির প্রার্থী রঘুবিন্দ্র শোকীন ৷

09:22 February 11

  • গোলে মার্কেটের গণনাকেন্দ্রে উপস্থিত রাজিন্দর নগরের AAP প্রার্থী রাঘব চড্ডা ৷

09:15 February 11

  • শুরুতেই অনেকটা এগিয়ে দল ৷ আম আদমি পার্টির দিল্লির সদর কার্যালয়ে শুরু উদযাপন ৷

09:14 February 11

  • শাস্ত্রী পার্ক কেন্দ্রে চলছে ভোট গণনা ৷

09:05 February 11

AAP সাংসদ সঞ্জয় সিং বলেন,

  • শেষ ফলাফলের জন্য অপেক্ষা করছি ৷
  • আমরা আজ বিপুল জয় পেতে চলেছি ৷

09:05 February 11

  • দ্বারকা কেন্দ্রের স্ট্রং রুমে সমস্ত EVM সাজিয়ে রাখা রয়েছে ৷

09:04 February 11

AC-55 ত্রিলোকপুরির রিটার্নিং অফিসার সঞ্জীব কুমার জানালেন,

  • মোট 13টি রাউন্ডে গণনা চলছে ৷
  • এখন পোস্টাল ব্যালটের গণনা চলছে ৷
  • সকাল 9টা নাগাদ গণনার প্রথম রাউন্ড শেষ হবে ৷

09:02 February 11

  • অক্ষরধাম কেন্দ্রে উপস্থিত হয়েছেন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া ও BJP প্রার্থী রবি নেগি ৷

08:50 February 11

  • গোল মার্কেট কেন্দ্রে চলছে ভোট গণনা ৷

08:29 February 11

  • মহারানি বাগের কেন্দ্রে চলছে ভোট গণনা ৷

08:02 February 11

  • কানপুরে আম আদমি পার্টির সমর্থকরা মন্দিরে পুজো দিলেন ৷

07:51 February 11

  • #DelhiElections2020: कानपुर में आम आदमी पार्टी (AAP) के समर्थक पूजा करते हुए। दिल्ली की सभी 70 विधानसभा सीटों के लिए मतगणना आज सुबह 8 बजे से शुरू होगी। pic.twitter.com/6xSnNQT7eb

    — ANI_HindiNews (@AHindinews) February 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • নিজের বাড়িতে গণনার আগে পুজো দিলেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া ৷

তিনি বলেন,

  • আজ জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী ৷
  • গত পাঁচ বছর ধরে মানুষের জন্য আমরা কাজ করে আসছি ৷

07:50 February 11

দিল্লি BJP-র প্রধান মনোজ তিওয়ারি বলেন,

  • আমি বিচলিত নই ৷
  • আমি আত্মবিশ্বাসী ৷
  • আজকের দিনটা BJP-র জন্য ভালো ৷
  • আজ আমরা দিল্লিতে ক্ষমতায় আসছি ৷
  • অবাক হবেন না যদি আমরা 55টি আসনে জয়লাভ করি ৷

07:28 February 11

  • BJP নেতা বিজয় গোয়েল গণনা শুরুর আগে পুজো দিলেন হনুমান মন্দিরে ৷

07:27 February 11

  • সকাল আটটা থেকে মোট 70টি আসনের ভোট গণনা শুরু হবে ৷
  • আম আদমি পার্টির এক সমর্থক ভোরেই তাঁর সন্তানদের নিয়ে দিল্লি পৌঁছেছেন ৷
  • চলে গেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে ৷

07:22 February 11

  • আটটা থেকে শুরু ভোট গণনা ৷
  • গোটা দিল্লি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ৷
  • আম আদমি পার্টির সদর কার্যালয়ের সামনে ভিড় দলীয় কর্মী-সমর্থকদের ৷

07:05 February 11

  • আটটা থেকে শুরু ভোট গণনা ৷
  • গোটা দিল্লি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ৷
  • আম আদমি পার্টির সদর কার্যালয়ের সামনে ভিড় দলীয় কর্মী-সমর্থকদের ৷

17:42 February 11

দিল্লি, 11 ফেব্রুয়ারি : বছর ছয়েক আগে ঝড় তুলেছিলেন দিল্লির বুকে ৷ কেজরিওয়ালের ঝড়ে সেবার পর পর দু'বার উড়ে গিয়েছিল বিরোধীরা ৷ 2015-তে বিরোধীশূন্য হয়ে গিয়েছিল দিল্লি ৷ এবারে বুথ ফেরত সমীক্ষাও বলেছিল ফের একবার আম আদমি পার্টিতেই ভরসা রাখতে চলেছেন সেখানকার মানুষ ৷ মিলল বুথ ফেরত সমীক্ষা । দিল্লিতে ফের ক্ষমতায় আসছেন কেজরিওয়াল । 70টি আসনের মধ্যে 62টি আসন জিতল AAP । 8টি আসন রইল BJP-র দখলে । জয়ের পর কেজরিওয়াল দিল্লিবাসীর উদ্দেশে বলেন, দিল্লিতে নতুন ঘরানার রাজনীতির সূত্রপাত হল । এই ফলাফল এক নতুন শুরু ।

  • 70টি আসনে 62টি আসন জিতল AAP । 8টি BJP-র দখলে । 

17:20 February 11

  • 62টি আসন AAP-র দখলে ।  BJP-র 7টি আসন । পাশাপাশি 1টি আসনে এগিয়ে BJP

16:27 February 11

  • 62টি আসন AAP-র দখলে । এগিয়ে 1টি আসনে । BJP-র 7টি আসন ।
  • দিল্লিবাসীর উদ্দেশে কেজরিওয়াল বলেন, রাজধানীতে নতুন রাজনীতি শুরু । দিল্লির মানুষকে ধন্যবাদ জানানোর ভাষা নেই । 

15:54 February 11

  • 61টি আসন জয় AAP-র । 2টি আসনে এগিয়ে । BJP-র দখলে 7 

15:46 February 11

  • এখনও পর্যন্ত 60 টি আসন জয় AAP-র । এগিয়ে 3 টিতে । BJP-র দখলে 7 টি আসন 

13:40 February 11

  • নয়াদিল্লি কেন্দ্রে জয়লাভ করলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী BJP-র সুনিলকুমার যাদব ৷
  • গ্রেটার কৈলাসে জয়লাভ করলেন AAP প্রার্থী সৌরভ ভরদ্বাজ ৷ নিকটতম প্রতিদ্বন্দ্বী BJP প্রার্থী শিখা রায় ৷
  • কোন্দলিতে জয়লাভ করলেন AAP প্রার্থী কুলদীপ কুমার ৷ নিকটতম প্রতিদ্বন্দ্বী BJP প্রার্থী রাজ কুমার ৷
  • রাজিন্দর নগর কেন্দ্রে জয়লাভ করলেন AAP প্রার্থী রাঘব চড্ডা ৷ নিকটতম প্রতিদ্বন্দ্বী BJP প্রার্থী সরদার আর পি সিং ৷

13:27 February 11

  • ওখলা বিধানসভা কেন্দ্রেও জয়লাভ করলেন আম আদমি পার্টির প্রার্থী আমানাতুল্লাহ খান ৷ নিকটতম প্রতিদ্বন্দ্বী BJP-র ব্রহম সিং ৷

12:59 February 11

আরও দু'টি আসনে জয়ী AAP ৷ এখনও পর্যন্ত মোট পাঁচটি আসনে জয়লাভ করল তারা ৷

  • তিলকনগর বিধানসভা কেন্দ্রে জয়লাভ করলেন আম আদমি পার্টির প্রার্থী জার্নেইল সিং ৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী BJP প্রার্থী রাজীব বব্বর ৷
  • বুরারি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করলেন AAP প্রার্থী সঞ্জীব ঝা ৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জনতা দল (ইউনাইটেড)-র শৈলেন্দ্র কুমার ৷

12:08 February 11

দিল্লি
সিলামপুর বিধানসভা কেন্দ্রে জয়ী AAP প্রার্থী আবদুল রহমান

তিনটি আসনে জয়লাভ AAP-র ৷

  • সিলামপুর বিধানসভা কেন্দ্রে থেকে জয়লাভ করলেন আম আদমি পার্টির প্রার্থী আবদুল রহমান ৷ এই আসনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী BJP প্রার্থী কৌশল কুমার মিশ্র ৷
  • সংগম বিহার কেন্দ্র থেকে আম আদমি পার্টির প্রার্থী দিনেশ মোহানিয়া জয়লাভ করেছেন ৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জনতা দল (ইউনাইটেড)-র প্রার্থী শিবচরণ লাল গুপ্তা ৷
  • AAP প্রার্থী প্রকাশ জারওয়াল দেওলি বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছেন ৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী BJP প্রার্থী অরবিন্দ কুমার ৷

11:49 February 11

  • সাত রাউন্ডের শেষে BJP প্রার্থী আশিস সুদের বিপরীতে এগিয়ে রয়েছেন AAP প্রার্থী রাজেশ ঋষি ৷

11:48 February 11

  • মুম্বইয়ের আন্ধেরিতে আনন্দে মেতেছেন আম আদমি পার্টির কর্মী-সমর্থকরা ৷

11:15 February 11

  • তৃতীয় রাউন্ড ভোট গণনার পর BJP প্রার্থী রবি নেগির কাছে 1427 ভোটে পিছিয়ে রয়েছেন মনীশ সিসোদিয়া ৷

11:15 February 11

মডেল টাউনে এগিয়ে রয়েছেন AAP প্রার্থী অখিলেশ ত্রিপাঠী ৷ তিনি বলেন, 

  • যারা অরবিন্দ কেজরিওয়ালের প্রতি বিশ্বাস করেছেন, তাদের সকলকে ধন্যবাদ ৷ 
  • মানুষ এমন একটা সরকার চায়, যে নাগরিকদের খেয়াল রাখে ৷
  • দিল্লিবাসী উন্নয়নের জন্য ভোট দিয়েছে ৷ সকলকে ধন্যবাদ ৷

11:14 February 11

কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরি বললেন, 

  • সবাই জানত তৃতীয়বারও ক্ষমতায় আসবে আম আদমি পার্টি ৷
  • কংগ্রসের এই পরাজয় ভালো বার্তা আনবে না ৷

10:34 February 11

দিল্লি
এখনও পর্যন্ত দিল্লি নির্বাচনের ফলাফল

সকাল সাড়ে 10টা পর্যন্ত গণনায় 47টি আসনে এগিয়ে রয়েছে AAP ৷ 19টিতে এগিয়ে রয়েছে BJP ৷

10:34 February 11

  • প্রথম রাউন্ডের পর তীলকনগর থেকে এগিয়ে রয়েছেন AAP প্রার্থী জর্নৈল সিং ৷

10:32 February 11

দিল্লি চাঁদনি চক বিধানসভা কেন্দ্র

  • AAP প্রার্থী পরলাদ সিং সওনে- 6043 ভোট
  • কংগ্রেস প্রার্থী অলকা লম্বা- 157 ভোট
  • BJP প্রার্থী- 67 ভোট

10:31 February 11

দিল্লি BJP প্রধান মনোজ তিওয়ারি বলেন,

  • প্রাথমিক গতিপ্রকৃতি AAP-BJP এর মধ্যে গ্যাপটা বুঝিয়ে দিচ্ছে ৷
  • এখনও সময় আছে ৷ আমরা আশাবাদী ৷
  • যাই ফল আসুক রাজ্য প্রধান হিসেবে সব দায় আমার ৷

10:12 February 11

  • মডেল টাউনে 98 ভোটে এগিয়ে রয়েছেন BJP প্রার্থী কপিল মিশ্র ৷
  • পতপরগঞ্জ থেকে 112 ভোটে এগিয়ে AAP-র মনীশ সিসোদিয়া ৷

10:01 February 11

  • নিউ দিল্লি বিধানসভা কেন্দ্রে 2026 ভোটে এগিয়ে অরবিন্দ কেজরিওয়াল ৷

09:55 February 11

  • ওখলা বিধানসভা কেন্দ্র থেকে 214 ভোটে এগিয়ে আছেন BJP প্রার্থী ব্রহম সিং ৷ 

09:55 February 11

  • প্রথম রাউন্ডের পর হরিনগর কেন্দ্র থেকে BJP প্রার্থী তাজিন্দর পাল সিংয়ের বিপরীতে এগিয়ে রয়েছেন আম আদমি পার্টির প্রার্থী রাজকুমারী ধিলন ৷

09:55 February 11

সৌরভ ভরদ্বাজ বলেন,

  • দিল্লিবাসী আমাদের সরকারের মডেলকে স্বাগত জানিয়েছে ৷
  • গণনাকেন্দ্রে আমি এখন দেখতে পাচ্ছি, BJP প্রার্থী থেকে আমি দ্বিগুণ ভোটে এগিয়ে রয়েছি ৷ 

09:45 February 11

  • গ্রেটার কৈলাস বিধানসভা কেন্দ্র থেকে AAP প্রার্থী সৌরভ ভরদ্বাজ 1505 ভোটে এগিয়ে রয়েছেন ৷

09:33 February 11

  • প্রথম রাউন্ড ভোট গণনার শেষে নাঙ্গলোই জাট বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন আম আদমি পার্টির প্রার্থী রঘুবিন্দ্র শোকীন ৷

09:22 February 11

  • গোলে মার্কেটের গণনাকেন্দ্রে উপস্থিত রাজিন্দর নগরের AAP প্রার্থী রাঘব চড্ডা ৷

09:15 February 11

  • শুরুতেই অনেকটা এগিয়ে দল ৷ আম আদমি পার্টির দিল্লির সদর কার্যালয়ে শুরু উদযাপন ৷

09:14 February 11

  • শাস্ত্রী পার্ক কেন্দ্রে চলছে ভোট গণনা ৷

09:05 February 11

AAP সাংসদ সঞ্জয় সিং বলেন,

  • শেষ ফলাফলের জন্য অপেক্ষা করছি ৷
  • আমরা আজ বিপুল জয় পেতে চলেছি ৷

09:05 February 11

  • দ্বারকা কেন্দ্রের স্ট্রং রুমে সমস্ত EVM সাজিয়ে রাখা রয়েছে ৷

09:04 February 11

AC-55 ত্রিলোকপুরির রিটার্নিং অফিসার সঞ্জীব কুমার জানালেন,

  • মোট 13টি রাউন্ডে গণনা চলছে ৷
  • এখন পোস্টাল ব্যালটের গণনা চলছে ৷
  • সকাল 9টা নাগাদ গণনার প্রথম রাউন্ড শেষ হবে ৷

09:02 February 11

  • অক্ষরধাম কেন্দ্রে উপস্থিত হয়েছেন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া ও BJP প্রার্থী রবি নেগি ৷

08:50 February 11

  • গোল মার্কেট কেন্দ্রে চলছে ভোট গণনা ৷

08:29 February 11

  • মহারানি বাগের কেন্দ্রে চলছে ভোট গণনা ৷

08:02 February 11

  • কানপুরে আম আদমি পার্টির সমর্থকরা মন্দিরে পুজো দিলেন ৷

07:51 February 11

  • #DelhiElections2020: कानपुर में आम आदमी पार्टी (AAP) के समर्थक पूजा करते हुए। दिल्ली की सभी 70 विधानसभा सीटों के लिए मतगणना आज सुबह 8 बजे से शुरू होगी। pic.twitter.com/6xSnNQT7eb

    — ANI_HindiNews (@AHindinews) February 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • নিজের বাড়িতে গণনার আগে পুজো দিলেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া ৷

তিনি বলেন,

  • আজ জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী ৷
  • গত পাঁচ বছর ধরে মানুষের জন্য আমরা কাজ করে আসছি ৷

07:50 February 11

দিল্লি BJP-র প্রধান মনোজ তিওয়ারি বলেন,

  • আমি বিচলিত নই ৷
  • আমি আত্মবিশ্বাসী ৷
  • আজকের দিনটা BJP-র জন্য ভালো ৷
  • আজ আমরা দিল্লিতে ক্ষমতায় আসছি ৷
  • অবাক হবেন না যদি আমরা 55টি আসনে জয়লাভ করি ৷

07:28 February 11

  • BJP নেতা বিজয় গোয়েল গণনা শুরুর আগে পুজো দিলেন হনুমান মন্দিরে ৷

07:27 February 11

  • সকাল আটটা থেকে মোট 70টি আসনের ভোট গণনা শুরু হবে ৷
  • আম আদমি পার্টির এক সমর্থক ভোরেই তাঁর সন্তানদের নিয়ে দিল্লি পৌঁছেছেন ৷
  • চলে গেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে ৷

07:22 February 11

  • আটটা থেকে শুরু ভোট গণনা ৷
  • গোটা দিল্লি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ৷
  • আম আদমি পার্টির সদর কার্যালয়ের সামনে ভিড় দলীয় কর্মী-সমর্থকদের ৷

07:05 February 11

  • আটটা থেকে শুরু ভোট গণনা ৷
  • গোটা দিল্লি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ৷
  • আম আদমি পার্টির সদর কার্যালয়ের সামনে ভিড় দলীয় কর্মী-সমর্থকদের ৷

Sitapur (Uttar Pradesh), Feb 11 (ANI): A 3-year-old girl was allegedly raped and murdered in Maholi town of UP's Sitapur on February 10. Mahendra Pratap Singh, DSP said, "The girl went missing in the evening and her body was recovered in a sack from the house of a neighbour named Raju. The case has been registered and the accused has been arrested." The body of child has been sent for postmortem.


Last Updated : Feb 11, 2020, 5:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.