শ্রীনগর, 14 মে : ওয়ান্টেড জইশ-ই-মহম্মদ জঙ্গি আবদুল মাজিদ বাবাকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশের বিশেষ সেল । তার মাথার দাম 2 লাখ টাকা ধার্য করেছিল সরকার । শনিবার শ্রীনগর থেকে গ্রেপ্তার করা হয় তাকে । আজ বিশেষ সেলের DCP সঞ্জীব কুমার যাদব মাজিদের গ্রেপ্তারির খবর জানান ।
সঞ্জীব কুমার যাদব জানান, শনিবার দক্ষিণ শ্রীনগরের সৌরা থেকে মাজিদকে গ্রেপ্তার করা হয় । শ্রীনগরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে মাজিদকে পেশ করা হবে । তারপর তাকে ট্রানজ়িট রিমান্ডে দিল্লি নিয়ে আসা হবে বলে জানা গেছে । আবদুল মাজিদ সোপোর জেলার মাগরেপোড়ার বাসিন্দা ।
এদিকে গতকালই সন্দেহজনক গতিবিধির জন্য শওকত আহমেদ ও কুলগামের তৌফিক আহমেদ নামে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । জম্মুর গুল এলাকা থেকে ভোর সাড়ে তিনটে নাগাদ তাদের গ্রেপ্তার করা হয় । ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । কেন তারা রাতে ওই এলাকায় ঘোরাফেরা করছিল, তাদের সঙ্গে কে ছিল তা খতিয়ে দেখা হচ্ছে ।