ETV Bharat / bharat

লকডাউনে মানবিক দিল্লি পুলিশ, শেষকৃত্য সম্পন্ন করল ক্যানসার পীড়িত বৃদ্ধের - Delhi police help a women to complete funeral of her Uncle

নানাভাবে মানুষকে সাহায্য করে মানবিকতা দেখাচ্ছে দিল্লি পুলিশ । এবার এক মৃত ক্যানসার আক্রান্তের শেষকৃত্য সম্পন্ন করতে সাহায্য করল তারা ।

Delhi Police
দিল্লি পুলিশ
author img

By

Published : Apr 27, 2020, 2:37 PM IST

দিল্লি, 27 এপ্রিল : নিজে ক্যানসারে আক্রান্ত । দুই ছেলেই কাজের সূত্রে বাইরে থাকেন । ফলে হঠাৎ শরীর খারাপ লাগায় থানায় ফোন করে সাহায্য চান । ফোন পেয়েই ছুটে যান দুই পুলিশকর্মী । হাসপাতালে নিয়ে যান । তখনকার জন্য সুস্থ হলেও পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মৃত্যু হয় । পরিবারের লোকজনকে খবর দেওয়া হলেও লকডাউনের জন্য কেউই আসতে পারেননি । ফলে দিল্লি পুলিশের ওই দুই কর্মীই শেষকৃত্য সম্পন্ন করেন মৃত বৃদ্ধের ।

পশ্চিম দিল্লির হরিনগর থানা এলাকায় থাকেন পেশায় চিকিৎসক এক বৃদ্ধ । ক্যানসারে আক্রান্ত তিনি । লকডাউনের মাঝে হঠাৎ শরীর খারাপ হওয়ায় হরিনগর থানায় ফোন করে সাহায্য চান । তাঁকে সাহায্য করতে ছুটে আসেন ওই থানার দুই কন্সটেবল রমেশ ও জিতেন্দ্র । তাঁকে স্থানীয় হাসপাতালে ভরতি করেন । এরপর তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার সময় ওই দুই কন্সটেবল জানতে পারেন, বৃদ্ধের দুই ছেলের একজন হায়দরাবাদে ও অপরজন লন্ডনে থাকেন । লকডাউনের ফলে তাঁরা কেউই আসতে পারবেন না । পরে কন্সটেবলরা খোঁজ নিয়ে জানতে পারেন বৃদ্ধের এক ভাইঝি দিল্লির সফদরজঙ্গে থাকেন । তাঁর সঙ্গে যোগাযোগ করে পুলিশ । তাঁকে জানানো হয়, দিল্লির বালাজি হাসপাতালে তাঁর কাকার ক্যানসারের চিকিৎসা চলছে । সেইমতো ওই হাসপাতালে বৃদ্ধকে স্থানান্তরিত করা হয় । ততক্ষণে ওই বৃদ্ধের ভাইজিও হাসপাতালে পৌঁছে যান ।

পরিবারের লোক চলে আসায় হাসপাতাল থেকে চলে যান ওই দুই কন্সটেবল । তবে, নিয়মিত ফোন করে খোঁজখবর নিতেন তাঁরা । কোনও কিছু প্রয়োজন হলে তারও ব্যবস্থা করে দিতেন । এরই মাঝে ওই দুই কন্সটেবল জানতে পারেন, কিছু কারণবশত গঙ্গারাম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ওই ক্যানসার আক্রান্ত বৃদ্ধকে । সেখানে ওষুধ দিয়ে তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে । এরপরেই ওই বৃদ্ধের ভাইঝি কন্সটেবল রমেশ ও জিতেন্দ্রকে ফোন করে জানান, হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মৃত্যু হয়েছে কাকার । এখন তাঁর শেষকৃত্য করতে হবে । কিন্তু লকডাউনের জন্য তিনি সমস্যায় পড়েছেন । তখনই ফের সাহায্য করেন রমেশ ও জিতেন্দ্র । শেষকৃত্য সম্পন্ন করেন ওই বৃদ্ধের ।

দিল্লি, 27 এপ্রিল : নিজে ক্যানসারে আক্রান্ত । দুই ছেলেই কাজের সূত্রে বাইরে থাকেন । ফলে হঠাৎ শরীর খারাপ লাগায় থানায় ফোন করে সাহায্য চান । ফোন পেয়েই ছুটে যান দুই পুলিশকর্মী । হাসপাতালে নিয়ে যান । তখনকার জন্য সুস্থ হলেও পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মৃত্যু হয় । পরিবারের লোকজনকে খবর দেওয়া হলেও লকডাউনের জন্য কেউই আসতে পারেননি । ফলে দিল্লি পুলিশের ওই দুই কর্মীই শেষকৃত্য সম্পন্ন করেন মৃত বৃদ্ধের ।

পশ্চিম দিল্লির হরিনগর থানা এলাকায় থাকেন পেশায় চিকিৎসক এক বৃদ্ধ । ক্যানসারে আক্রান্ত তিনি । লকডাউনের মাঝে হঠাৎ শরীর খারাপ হওয়ায় হরিনগর থানায় ফোন করে সাহায্য চান । তাঁকে সাহায্য করতে ছুটে আসেন ওই থানার দুই কন্সটেবল রমেশ ও জিতেন্দ্র । তাঁকে স্থানীয় হাসপাতালে ভরতি করেন । এরপর তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার সময় ওই দুই কন্সটেবল জানতে পারেন, বৃদ্ধের দুই ছেলের একজন হায়দরাবাদে ও অপরজন লন্ডনে থাকেন । লকডাউনের ফলে তাঁরা কেউই আসতে পারবেন না । পরে কন্সটেবলরা খোঁজ নিয়ে জানতে পারেন বৃদ্ধের এক ভাইঝি দিল্লির সফদরজঙ্গে থাকেন । তাঁর সঙ্গে যোগাযোগ করে পুলিশ । তাঁকে জানানো হয়, দিল্লির বালাজি হাসপাতালে তাঁর কাকার ক্যানসারের চিকিৎসা চলছে । সেইমতো ওই হাসপাতালে বৃদ্ধকে স্থানান্তরিত করা হয় । ততক্ষণে ওই বৃদ্ধের ভাইজিও হাসপাতালে পৌঁছে যান ।

পরিবারের লোক চলে আসায় হাসপাতাল থেকে চলে যান ওই দুই কন্সটেবল । তবে, নিয়মিত ফোন করে খোঁজখবর নিতেন তাঁরা । কোনও কিছু প্রয়োজন হলে তারও ব্যবস্থা করে দিতেন । এরই মাঝে ওই দুই কন্সটেবল জানতে পারেন, কিছু কারণবশত গঙ্গারাম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ওই ক্যানসার আক্রান্ত বৃদ্ধকে । সেখানে ওষুধ দিয়ে তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে । এরপরেই ওই বৃদ্ধের ভাইঝি কন্সটেবল রমেশ ও জিতেন্দ্রকে ফোন করে জানান, হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মৃত্যু হয়েছে কাকার । এখন তাঁর শেষকৃত্য করতে হবে । কিন্তু লকডাউনের জন্য তিনি সমস্যায় পড়েছেন । তখনই ফের সাহায্য করেন রমেশ ও জিতেন্দ্র । শেষকৃত্য সম্পন্ন করেন ওই বৃদ্ধের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.