ETV Bharat / bharat

CAA বিরোধী বিক্ষোভে ছিল ইন্ধন, দিল্লিতে ISIS সন্দেহে আটক দম্পতি - iskp

ISIS যোগে গ্রেপ্তার হওয়া ও বর্তমানে বিচারাধীন তিহার জেলে বন্দী আবদুল্লাহ বাসিথ ওরফে খাত্তবের সঙ্গে তার ঘনিষ্ঠতার কথাও জানায় জাহানজ়াইব ৷ অন্যদিকে, তার বেগম হিনা কাটিজাহ আল কাশ্মীরি / হান্নাবীর নামে IS পন্থী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল ৷

Delhi Police detains Srinagar couple for instigating anti-CAA protests
ISIS সন্দেহে এক দম্পতিকে আটক দিল্লি পুলিশের
author img

By

Published : Mar 8, 2020, 8:18 PM IST

দিল্লি, 8 মার্চ : জঙ্গি সন্দেহে এক দম্পতিকে আটক করল দিল্লি পুলিশের বিশেষ শাখা ৷ আজ ওখলার জামিয়া নগর থেকে তাদের আটক করা হয়। নাম জাহানজ়াইব সামি ও তার বিবি হিনা বসির বেইগ ৷ দু'জনেই শ্রীনগরের বাসিন্দা ৷ পুলিশের সন্দেহ, ওই দম্পতি ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্সের ( ISKP ) জঙ্গি ৷ সম্প্রতি দিল্লিতে CAA বিরোধী বিক্ষোভে তারা সক্রিয়ভাবে জড়িত ছিল ৷ এছাড়াও তারা দেশে আত্মঘাতী হামলারও পরিকল্পনা করছিল ৷

দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার (বিশেষ সেল) প্রমোদ সিং কুশওয়াহা জানিয়েছেন, "পুলিশ তাদের কাছ থেকে জিহাদি প্রচারমূলক নানা সামগ্রী ও ইলেকট্রনিক গ্যাজ়েট উদ্ধার করেছে । ওই দম্পতি ISIS -এর খোরাসান মডিউলের সাথে যুক্ত ৷ এই দম্পতিই দিল্লিতে CAA বিরোধী বিক্ষোভ চালাচ্ছিল ৷ "

একটি সংবাদসংস্থা সূত্রে খবর, সাইবারস্পেসে কাজ করার সময় জাহানজ়াইবের গতিপ্রকৃতি নজরে আসে ৷ সে আফগানিস্তানের ISKP - র একজন সিনিয়র সদস্য ৷ এর আগে খুরসানের হুজ়াইফা বাকিস্তানির ( উইলিয়া হিন্দের আমির ) সংস্পর্শে ছিল ।

পুলিশের জিজ্ঞাসাবাদে জাহানজ়াইব জানায়, " সে ভারতীয় মুসলমানদের একত্রিত করার জন্য বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে সক্রিয়ভাবে জড়িত ছিল ৷ এছাড়াও CAA - র প্রতিবাদে ভারতীয় মুসলমানদের ঐক্যবদ্ধ করে সরকারের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানায় ৷ পরিকল্পনা বাস্তবায়িত করতে সে আগ্নেয়াস্ত্র একত্রিত করছিল ৷ শুধু তাই নয়, 2020 সালের ফেব্রুয়ারি মাসে সম্প্রতি প্রকাশিত IS ম্যাগাজিন `সাওত আল-হিন্দ '(ভয়েস অফ ইন্ডিয়া)-এর প্রচারেও সে সক্রিয়ভাবে জড়িত ছিল ।"

ISIS যোগে গ্রেপ্তার হওয়া ও বর্তমানে তিহার জেলে বন্দী আবদুল্লাহ বাসিথ ওরফে খাত্তবের সঙ্গে তার ঘনিষ্ঠতার কথাও জানায় জাহানজ়াইব ৷ অন্যদিকে, তার বিবি হিনা কাটিজাহ আল কাশ্মীরি / হান্নাবীর নামে IS পন্থী সোশাল মিডিয়া প্ল্যাটফর্মের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল ৷

দিল্লি, 8 মার্চ : জঙ্গি সন্দেহে এক দম্পতিকে আটক করল দিল্লি পুলিশের বিশেষ শাখা ৷ আজ ওখলার জামিয়া নগর থেকে তাদের আটক করা হয়। নাম জাহানজ়াইব সামি ও তার বিবি হিনা বসির বেইগ ৷ দু'জনেই শ্রীনগরের বাসিন্দা ৷ পুলিশের সন্দেহ, ওই দম্পতি ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্সের ( ISKP ) জঙ্গি ৷ সম্প্রতি দিল্লিতে CAA বিরোধী বিক্ষোভে তারা সক্রিয়ভাবে জড়িত ছিল ৷ এছাড়াও তারা দেশে আত্মঘাতী হামলারও পরিকল্পনা করছিল ৷

দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার (বিশেষ সেল) প্রমোদ সিং কুশওয়াহা জানিয়েছেন, "পুলিশ তাদের কাছ থেকে জিহাদি প্রচারমূলক নানা সামগ্রী ও ইলেকট্রনিক গ্যাজ়েট উদ্ধার করেছে । ওই দম্পতি ISIS -এর খোরাসান মডিউলের সাথে যুক্ত ৷ এই দম্পতিই দিল্লিতে CAA বিরোধী বিক্ষোভ চালাচ্ছিল ৷ "

একটি সংবাদসংস্থা সূত্রে খবর, সাইবারস্পেসে কাজ করার সময় জাহানজ়াইবের গতিপ্রকৃতি নজরে আসে ৷ সে আফগানিস্তানের ISKP - র একজন সিনিয়র সদস্য ৷ এর আগে খুরসানের হুজ়াইফা বাকিস্তানির ( উইলিয়া হিন্দের আমির ) সংস্পর্শে ছিল ।

পুলিশের জিজ্ঞাসাবাদে জাহানজ়াইব জানায়, " সে ভারতীয় মুসলমানদের একত্রিত করার জন্য বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে সক্রিয়ভাবে জড়িত ছিল ৷ এছাড়াও CAA - র প্রতিবাদে ভারতীয় মুসলমানদের ঐক্যবদ্ধ করে সরকারের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানায় ৷ পরিকল্পনা বাস্তবায়িত করতে সে আগ্নেয়াস্ত্র একত্রিত করছিল ৷ শুধু তাই নয়, 2020 সালের ফেব্রুয়ারি মাসে সম্প্রতি প্রকাশিত IS ম্যাগাজিন `সাওত আল-হিন্দ '(ভয়েস অফ ইন্ডিয়া)-এর প্রচারেও সে সক্রিয়ভাবে জড়িত ছিল ।"

ISIS যোগে গ্রেপ্তার হওয়া ও বর্তমানে তিহার জেলে বন্দী আবদুল্লাহ বাসিথ ওরফে খাত্তবের সঙ্গে তার ঘনিষ্ঠতার কথাও জানায় জাহানজ়াইব ৷ অন্যদিকে, তার বিবি হিনা কাটিজাহ আল কাশ্মীরি / হান্নাবীর নামে IS পন্থী সোশাল মিডিয়া প্ল্যাটফর্মের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.