দিল্লি, 22 জুন : দিল্লিতে জারি হল হাই অ্যালার্ট ৷ দিল্লি পুলিশকে রাজধানীতে কড়া সতর্কতার নির্দেশ ৷ জম্মু -কাশ্মীরে একের পর এক নিকেশ হচ্ছে জঙ্গিরা ৷ পাশাপাশি, উত্তপ্ত সীমান্ত ৷ এর মধ্যেই সতর্কবার্তা পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ দিল্লিতে হামলা চালাতে পারে জঙ্গিরা ৷ আর তাই শহরে কড়া নিরাপত্তার নির্দেশ ৷ শহর জুড়ে চলছে নাকা চেকিং ৷
স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গেছে, জম্মু-কাশ্মীর থেকে 4 - 5 জন জঙ্গি রাজধানীতে ঢোকার চেষ্টা চালাচ্ছে ৷ হামলার উদ্দেশ্য রয়েছে তাদের ৷
গোয়েন্দা দপ্তর পুলিশকে জানিয়েছে, জঙ্গিরা দিল্লিতে প্রবেশ করতে পারে স্থলপথে ৷ বাস , ট্যাক্সি কিংবা প্রাইভেট গাড়িতে ৷ এরপরই হাই অ্যালার্ট জারি হয়েছে দিল্লিতে ৷ প্রতিটি রাস্তায় চলছে নাকা চেকিং ৷ প্রতিটি বাস ডিপো, রেল স্টেশনে জারি হয়েছে সতর্কতা ৷ নামানো হয়েছে অতিরিক্ত পুলিশবাহিনী ৷
দিল্লির সব জেলা ডেপুটি পুলিশ কমিশনার (DCP), দিল্লি পুলিশের স্পেশাল সেল , ক্রাইম ব্রাঞ্চসহ অন্যান্য বিভাগে আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে ৷
লাদাখে ভারত-চিন সংঘর্ষের পর দেশের সীমান্ত আবহাওয়া বেশ গরম ৷ এরই মাঝে জঙ্গি হামলার ছকের খবরে চিন্তায় গোয়েন্দা বিভাগ ৷ কড়া নিরাপত্তার বার্তা দেওয়া হয়েছে প্রতিটি সুরক্ষা বাহিনীকে ৷ বিশেষজ্ঞদের মত, চলতি বছরে কাশ্মীরেই নিকেশ হয়েছে প্রায় 94 জঙ্গি ৷ সেই প্রতিশোধ নিতেই রাজধানীতে হামলার ছক কষছে জঙ্গিরা ৷