ETV Bharat / bharat

4 বছরের বাচ্চার সামনে স্ত্রীকে খুন করে আত্মহত্যার চেষ্টা - দিল্লিতে স্ত্রীকে খুন স্বামীর

দাবরি থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশ সূত্রের খবর, হাসপাতাল থেকে ছাড়া পেলেই ভানু প্ৰতাপকে গ্রেপ্তার করা হবে ।

Delhi
Delhi
author img

By

Published : Sep 25, 2020, 4:17 PM IST

দিল্লি, 25 সেপ্টেম্বর : 4 বছরের বাচ্চার সামনে স্ত্রীকে খুনের অভিযোগ । দিল্লির দ্বারকার দাবরি এলাকার ঘটনা । মৃতের নাম সোনি দেবী (28) । ঘটনার পরই অভিযুক্ত ভানু প্রতাপ আত্মহত্যার চেষ্টা করে ।

জানা গিয়েছে, গতকাল দুপুর আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটে । প্রতিবেশীদের বক্তব্য, আচমকাই সোনি দেবী চিৎকার করতে থাকেন । এরপরেই ঘটনাস্থানে প্রতিবেশীরা পৌঁছালে সোনি দেবীকে মেঝেতে পড়ে থাকতে দেখেন । তাঁর পাশেই রক্তাক্ত অবস্থায় পড়েছিল ভানু প্রতাপ । খবর দেওয়া হয় পুলিশে । রক্তাক্ত অবস্থায় ভানু প্রতাপকে হাসপাতালে ভরতি করা হয় । অপরদিকে শিশুটিকে পাশেই এক আত্মীয়র বাড়িতে পাঠানো হয় ।

দ্বারকার DCP সন্তোষ কুমার মিনা বলেন, " 5 বছর আগে তাঁদের বিয়ে হয় । কিন্তু, গত 1 বছর থেকে স্বামী স্ত্রী আলাদা থাকতে শুরু করেন । ভানু প্রতাপ খাজুরি এলাকায় থাকতেন । ঘটনার দিনই সে সোনি দেবীর সঙ্গে দেখা করতে আসে । ধারালো অস্ত্র দিয়ে সোনি দেবীকে আঘাত করা হয় । অভিযুক্ত ব্যাক্তি সুস্থ হলেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে । তাতেই স্পষ্ট হবে ঠিক কী কারণে সে স্ত্রীকে খুন করেছে । "

অপরদিকে, দাবরি থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশ সূত্রের খবর, হাসপাতাল থেকে ছাড়া পেলেই বছর তেত্রিশের ভানু প্ৰতাপকে গ্রেপ্তার করা হবে ।

দিল্লি, 25 সেপ্টেম্বর : 4 বছরের বাচ্চার সামনে স্ত্রীকে খুনের অভিযোগ । দিল্লির দ্বারকার দাবরি এলাকার ঘটনা । মৃতের নাম সোনি দেবী (28) । ঘটনার পরই অভিযুক্ত ভানু প্রতাপ আত্মহত্যার চেষ্টা করে ।

জানা গিয়েছে, গতকাল দুপুর আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটে । প্রতিবেশীদের বক্তব্য, আচমকাই সোনি দেবী চিৎকার করতে থাকেন । এরপরেই ঘটনাস্থানে প্রতিবেশীরা পৌঁছালে সোনি দেবীকে মেঝেতে পড়ে থাকতে দেখেন । তাঁর পাশেই রক্তাক্ত অবস্থায় পড়েছিল ভানু প্রতাপ । খবর দেওয়া হয় পুলিশে । রক্তাক্ত অবস্থায় ভানু প্রতাপকে হাসপাতালে ভরতি করা হয় । অপরদিকে শিশুটিকে পাশেই এক আত্মীয়র বাড়িতে পাঠানো হয় ।

দ্বারকার DCP সন্তোষ কুমার মিনা বলেন, " 5 বছর আগে তাঁদের বিয়ে হয় । কিন্তু, গত 1 বছর থেকে স্বামী স্ত্রী আলাদা থাকতে শুরু করেন । ভানু প্রতাপ খাজুরি এলাকায় থাকতেন । ঘটনার দিনই সে সোনি দেবীর সঙ্গে দেখা করতে আসে । ধারালো অস্ত্র দিয়ে সোনি দেবীকে আঘাত করা হয় । অভিযুক্ত ব্যাক্তি সুস্থ হলেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে । তাতেই স্পষ্ট হবে ঠিক কী কারণে সে স্ত্রীকে খুন করেছে । "

অপরদিকে, দাবরি থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশ সূত্রের খবর, হাসপাতাল থেকে ছাড়া পেলেই বছর তেত্রিশের ভানু প্ৰতাপকে গ্রেপ্তার করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.