দিল্লি, 30 সেপ্টেম্বর : কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের জামিনের আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট । বর্তমানে INX মিডিয়া সংক্রান্ত দুর্নীতি মামলায় বিচারবিভাগীয় হেপাজতে তিহার সংশোধনাগারে রয়েছেন তিনি । এর আগে শুক্রবার জামিনের শুনানি চলাকালীন আবেদনের বিরোধিতা করেছিল CBI । তদন্তকারী সংস্থার থেকে যুক্তি দেওয়া হয়, মুক্ত হলে অন্য দেশে পালিয়ে যেতে পারেন চিদম্বরম । আজও শুনানি চলাকালীন এই একই যুক্তি খাড়া করেন CBI-এর পক্ষে সওয়ালকারী আইনজীবী ।
19 সেপ্টেম্বর চিদম্বরমের বিচারবিভাগীয় হেপাজত 3 অক্টোবর পর্যন্ত বাড়ানোর নির্দেশ দিয়েছিল CBI বিশেষ আদালত । 5 সেপ্টেম্বর থেকে তিহারে রয়েছেন চিদম্বরম । এর আগে 15 দিন CBI হেপাজতেও কাটিয়েছেন ।
তাঁর বিরুদ্ধে অভিযোগ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন 2007 সালে বিদেশ থেকে 305 কোটি টাকার তহবিল পাওয়ার জন্য INX মিডিয়াকে বিশেষ সুবিধা পাইয়ে দিয়েছিলেন । এর বিনিময়ে তাঁর ছেলে কার্তি চিদম্বরমের সংস্থাকে না কি বিরাট অঙ্কের ঘুষ দেয় INX মিডিয়া । যদিও চিদম্বরম ও তাঁর ছেলে সেই অভিযোগ অস্বীকার করেছেন ।
চিদম্বরমের বিরুদ্ধে এয়ারসেল-ম্যাক্সিস মামলাতেও ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে । 2006 সালে 800 মিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগের ছাড়পত্র দেন তৎকালীন অর্থমন্ত্রী চিদম্বরম । প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত কমিটি থেকে এ বিষয়ে অনুমোদনের কথা থাকলেও অর্থমন্ত্রক থেকে অবৈধভাবে অনুমতি দেওয়া হয় বলে দাবি CBI-এর । ওই চুক্তির ভিত্তিতে 3 হাজার 500 কোটি টাকার এয়ারসেল-ম্যাক্সিস সমঝোতা হয় । তবে এই মুহূর্তে এয়ারসেল-ম্যাক্সিস মামলায় আগাম জামিন পেয়েছেন তিনি ।