ETV Bharat / bharat

চিদম্বরমের জামিনের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টের - দিল্লি হাইকোর্ট

পি চিদম্বরমের জামিনের আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট । বর্তমানে INX মিডিয়া সংক্রান্ত দুর্নীতি মামলায় বিচারবিভাগীয় হেপাজতে তিহার সংশোধনাগারে রয়েছেন তিনি ।

চিদম্বরমের জামিনের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টের
author img

By

Published : Sep 30, 2019, 3:52 PM IST

দিল্লি, 30 সেপ্টেম্বর : কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের জামিনের আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট । বর্তমানে INX মিডিয়া সংক্রান্ত দুর্নীতি মামলায় বিচারবিভাগীয় হেপাজতে তিহার সংশোধনাগারে রয়েছেন তিনি । এর আগে শুক্রবার জামিনের শুনানি চলাকালীন আবেদনের বিরোধিতা করেছিল CBI । তদন্তকারী সংস্থার থেকে যুক্তি দেওয়া হয়, মুক্ত হলে অন্য দেশে পালিয়ে যেতে পারেন চিদম্বরম । আজও শুনানি চলাকালীন এই একই যুক্তি খাড়া করেন CBI-এর পক্ষে সওয়ালকারী আইনজীবী ।

19 সেপ্টেম্বর চিদম্বরমের বিচারবিভাগীয় হেপাজত 3 অক্টোবর পর্যন্ত বাড়ানোর নির্দেশ দিয়েছিল CBI বিশেষ আদালত । 5 সেপ্টেম্বর থেকে তিহারে রয়েছেন চিদম্বরম । এর আগে 15 দিন CBI হেপাজতেও কাটিয়েছেন ।

তাঁর বিরুদ্ধে অভিযোগ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন 2007 সালে বিদেশ থেকে 305 কোটি টাকার তহবিল পাওয়ার জন্য INX মিডিয়াকে বিশেষ সুবিধা পাইয়ে দিয়েছিলেন । এর বিনিময়ে তাঁর ছেলে কার্তি চিদম্বরমের সংস্থাকে না কি বিরাট অঙ্কের ঘুষ দেয় INX মিডিয়া । যদিও চিদম্বরম ও তাঁর ছেলে সেই অভিযোগ অস্বীকার করেছেন ।

চিদম্বরমের বিরুদ্ধে এয়ারসেল-ম্যাক্সিস মামলাতেও ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে । 2006 সালে 800 মিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগের ছাড়পত্র দেন তৎকালীন অর্থমন্ত্রী চিদম্বরম । প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত কমিটি থেকে এ বিষয়ে অনুমোদনের কথা থাকলেও অর্থমন্ত্রক থেকে অবৈধভাবে অনুমতি দেওয়া হয় বলে দাবি CBI-এর । ওই চুক্তির ভিত্তিতে 3 হাজার 500 কোটি টাকার এয়ারসেল-ম্যাক্সিস সমঝোতা হয় । তবে এই মুহূর্তে এয়ারসেল-ম্যাক্সিস মামলায় আগাম জামিন পেয়েছেন তিনি ।

দিল্লি, 30 সেপ্টেম্বর : কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের জামিনের আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট । বর্তমানে INX মিডিয়া সংক্রান্ত দুর্নীতি মামলায় বিচারবিভাগীয় হেপাজতে তিহার সংশোধনাগারে রয়েছেন তিনি । এর আগে শুক্রবার জামিনের শুনানি চলাকালীন আবেদনের বিরোধিতা করেছিল CBI । তদন্তকারী সংস্থার থেকে যুক্তি দেওয়া হয়, মুক্ত হলে অন্য দেশে পালিয়ে যেতে পারেন চিদম্বরম । আজও শুনানি চলাকালীন এই একই যুক্তি খাড়া করেন CBI-এর পক্ষে সওয়ালকারী আইনজীবী ।

19 সেপ্টেম্বর চিদম্বরমের বিচারবিভাগীয় হেপাজত 3 অক্টোবর পর্যন্ত বাড়ানোর নির্দেশ দিয়েছিল CBI বিশেষ আদালত । 5 সেপ্টেম্বর থেকে তিহারে রয়েছেন চিদম্বরম । এর আগে 15 দিন CBI হেপাজতেও কাটিয়েছেন ।

তাঁর বিরুদ্ধে অভিযোগ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন 2007 সালে বিদেশ থেকে 305 কোটি টাকার তহবিল পাওয়ার জন্য INX মিডিয়াকে বিশেষ সুবিধা পাইয়ে দিয়েছিলেন । এর বিনিময়ে তাঁর ছেলে কার্তি চিদম্বরমের সংস্থাকে না কি বিরাট অঙ্কের ঘুষ দেয় INX মিডিয়া । যদিও চিদম্বরম ও তাঁর ছেলে সেই অভিযোগ অস্বীকার করেছেন ।

চিদম্বরমের বিরুদ্ধে এয়ারসেল-ম্যাক্সিস মামলাতেও ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে । 2006 সালে 800 মিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগের ছাড়পত্র দেন তৎকালীন অর্থমন্ত্রী চিদম্বরম । প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত কমিটি থেকে এ বিষয়ে অনুমোদনের কথা থাকলেও অর্থমন্ত্রক থেকে অবৈধভাবে অনুমতি দেওয়া হয় বলে দাবি CBI-এর । ওই চুক্তির ভিত্তিতে 3 হাজার 500 কোটি টাকার এয়ারসেল-ম্যাক্সিস সমঝোতা হয় । তবে এই মুহূর্তে এয়ারসেল-ম্যাক্সিস মামলায় আগাম জামিন পেয়েছেন তিনি ।

London (UK), Sep 30 (ANI): Baloch leader Mehran Marri slammed Pakistan Prime Minister Imran Khan on September 29 over his recent admittance of the country having had cultivated radical factions in the 1980s, saying that the world can perceive the insincerity of such admittance aimed at changing the country's image at global stage. "This is the first time that Pakistan's puppet Prime Minister (Imran Khan) accepted, on an international forum like the (United Nations) Security Council, that it harboured and trained terrorists in the 80s and 90s and now it is sorry for what it did. I think everyone can see through that statement. They are just saying this to get the funds from the US in the begging bowl," Marri said. Khan, in his address, had admitted to Pakistan's role in training jihadists during the late 1980s and 1990s and sustaining contacts with them. "Khan tried to portray that his country was a champion of Islam. By reciting a few verses, he tried to gain the support of the Islamic world. But I don't think that is the case. Everyone knows the reality of Pakistan and its military leadership and its puppet government," he said. Marri deemed Khan's speech as another failed attempt by the country to drum up global support over the Kashmir issue. "It is funny to see that the Pakistani military and its operatives are so anxious about the Kashmir issue that they are operating as an NGO, running across the planet, trying to lobby countries, (and obviously countries are ignoring them) to talk about the Kashmir issue," Marri said. "Their incompetence is so visible in the fact that last Friday (on September 27), they missed the deadline to pass and gathered support for UN resolution on Kashmir. Obviously they did not have the numbers. But to miss the deadline seems like high school homework that they missed. Incompetence is so visible in this banana republic," he added.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.