ETV Bharat / bharat

মুকুলকে 10 দিনের রক্ষাকবচ, তদন্তে সহযোগিতার নির্দেশ দিল্লি হাইকোর্টের - Coercive Action For 10 Days

প্রতারণা মামলায় আগামী 10 দিন মুকুল রায়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না ৷ পাশাপাশি, তাঁকে তদন্তে সহযোগিতা করতে হবে ৷

মুকুল রায়
author img

By

Published : Aug 2, 2019, 5:12 AM IST

Updated : Aug 2, 2019, 7:14 AM IST

দিল্লি, 2 অগাস্ট : প্রতারণা মামলায় সাময়িক স্বস্তি পেলেন মুকুল রায় ৷ আপাতত 10 দিন তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট ৷ এই সময়ের মধ্যে আগাম জামিনের জন্য কলকাতার নিম্ন আদালতে যেতে পারেন মুকুল ৷ পাশাপাশি, মুকুলকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট ৷

গতবছর বড়বাজার এলাকা থেকে দুর্নীতির একটি মামলায় গ্রেপ্তার করা হয় একজনকে । পরে তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয় । পুলিশ সূত্রে খবর, চারজনকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে মুকুল রায়ের নাম ।

এই সংক্রান্ত আরও খবর : দুর্নীতি মামলায় মুকুলকে নোটিশ কলকাতা পুলিশের

শনিবার (27 জুলাই ) জিজ্ঞাসাবাদ করতে চেয়ে মুকুলকে নোটিশ পাঠায় কলকাতা পুলিশ ৷ সোমবার (29 জুলাই ) ব‍্যাঙ্কশাল কোর্টে সরকারি আইনজীবী জানান, বিষয়টি নিয়ে মুকুলকে বারবার ডেকে পাঠিয়েছিল কলকাতা পুলিশ । মুকুল সেই ডাকে সাড়া দেননি । আদালতের তরফেও তাঁকে সমন পাঠানো হয়েছিল । কিন্তু, তা সত্ত্বেও হাজিরা দেননি মুকুল ৷ এরপর BJP নেতার বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ব‍্যাঙ্কশাল কোর্ট ।

এই সংক্রান্ত আরও খবর : পরোয়ানা জারি ব‍্যাঙ্কশাল কোর্টের, গ্রেপ্তারি আসন্ন মুকুলের?

অন্যদিকে, কলকাতা পুলিশের নোটিশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন মুকুল ৷ গতকাল তার শুনানি হয় ৷ মুকুলের আইনজীবী অরবিন্দ নিগম ও সমীর কুমার বলেন, BJP নেতা দিল্লিতে বসবাস করছেন ৷ অথচ পশ্চিমবঙ্গের একটি ঠিকানায় মুকুলকে নোটিশ পাঠানো হয়েছে ৷ এর বিরোধিতা করেন কলকাতা পুলিশের আইনজীবী সিদ্ধার্থ লুথরা ৷ এরপর বিচারপতি এ কে চাওলা মুকুলকে 10 দিনের রক্ষাকবচ দেন ৷ পাশাপাশি, আজ (শুক্রবার) মুকুলকে জিজ্ঞাসাবাদের জন্য তৈরি থাকার নির্দেশ দেন ৷ সেইমতো আজ মুকুলকে তাঁর দিল্লির বাড়িতে জিজ্ঞাসাবাদ করবে কলকাতা পুলিশ ৷

দিল্লি, 2 অগাস্ট : প্রতারণা মামলায় সাময়িক স্বস্তি পেলেন মুকুল রায় ৷ আপাতত 10 দিন তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট ৷ এই সময়ের মধ্যে আগাম জামিনের জন্য কলকাতার নিম্ন আদালতে যেতে পারেন মুকুল ৷ পাশাপাশি, মুকুলকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট ৷

গতবছর বড়বাজার এলাকা থেকে দুর্নীতির একটি মামলায় গ্রেপ্তার করা হয় একজনকে । পরে তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয় । পুলিশ সূত্রে খবর, চারজনকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে মুকুল রায়ের নাম ।

এই সংক্রান্ত আরও খবর : দুর্নীতি মামলায় মুকুলকে নোটিশ কলকাতা পুলিশের

শনিবার (27 জুলাই ) জিজ্ঞাসাবাদ করতে চেয়ে মুকুলকে নোটিশ পাঠায় কলকাতা পুলিশ ৷ সোমবার (29 জুলাই ) ব‍্যাঙ্কশাল কোর্টে সরকারি আইনজীবী জানান, বিষয়টি নিয়ে মুকুলকে বারবার ডেকে পাঠিয়েছিল কলকাতা পুলিশ । মুকুল সেই ডাকে সাড়া দেননি । আদালতের তরফেও তাঁকে সমন পাঠানো হয়েছিল । কিন্তু, তা সত্ত্বেও হাজিরা দেননি মুকুল ৷ এরপর BJP নেতার বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ব‍্যাঙ্কশাল কোর্ট ।

এই সংক্রান্ত আরও খবর : পরোয়ানা জারি ব‍্যাঙ্কশাল কোর্টের, গ্রেপ্তারি আসন্ন মুকুলের?

অন্যদিকে, কলকাতা পুলিশের নোটিশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন মুকুল ৷ গতকাল তার শুনানি হয় ৷ মুকুলের আইনজীবী অরবিন্দ নিগম ও সমীর কুমার বলেন, BJP নেতা দিল্লিতে বসবাস করছেন ৷ অথচ পশ্চিমবঙ্গের একটি ঠিকানায় মুকুলকে নোটিশ পাঠানো হয়েছে ৷ এর বিরোধিতা করেন কলকাতা পুলিশের আইনজীবী সিদ্ধার্থ লুথরা ৷ এরপর বিচারপতি এ কে চাওলা মুকুলকে 10 দিনের রক্ষাকবচ দেন ৷ পাশাপাশি, আজ (শুক্রবার) মুকুলকে জিজ্ঞাসাবাদের জন্য তৈরি থাকার নির্দেশ দেন ৷ সেইমতো আজ মুকুলকে তাঁর দিল্লির বাড়িতে জিজ্ঞাসাবাদ করবে কলকাতা পুলিশ ৷

New Delhi, Aug 02 (ANI): A new study has established an association between cervical cancer and stress in patients, stating that females having cervical cancer with stress-related disorders are at a higher risk of succumbing to the disease. Findings of the study were published in the journal 'Cancer Research'. "Patients receiving a cancer diagnosis are at increased risk of several stress-related psychiatric disorders, such as depression, anxiety, and stress-reaction and adjustment disorders," said Donghao Lu, the study's author.
Last Updated : Aug 2, 2019, 7:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.