ETV Bharat / bharat

সাত দিন সময় চূড়ান্ত, আর নির্ভয়া-দোষীদের কোনও সুযোগ নয় : আদালত - দিল্লি

পাতিয়ালা হাউজ় কোর্ট দোষীদের ফাঁসিতে অনিদির্ষ্টকালের জন্য স্থগিতাদেশ দিয়েছিল ৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েছিল তিহার জেল কর্তৃপক্ষ ৷ আদালত সাতদিনের মধ্য়ে সব আইনগত প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিল ৷

দিল্লি হাইকোর্ট
দিল্লি হাইকোর্ট
author img

By

Published : Feb 5, 2020, 10:24 AM IST

Updated : Feb 5, 2020, 5:15 PM IST

দিল্লি, 5 ফেব্রুয়ারি : আর টালবাহানা মানতে রাজি নয় আদালত ৷ নির্ভয়া কাণ্ডে দোষীদের সাতদিন সময় বেঁধে দেওয়া হল ৷ এই সময়ের মধ্যে যা যা আইনগত আবেদন করার তা করে নিতে হবে ৷ তার পর একদিনও বেশি সময় দোষীরা পাবে না আইনগত কোনও পদক্ষেপ করার ৷ আজ দিল্লি হাইকোর্ট এই নির্দেশ জারি করল ৷ পাশাপাশি আদালত জানিয়েদিল, সাত দিন দোষীদের বিরুদ্ধে ফাঁসি দেওয়া প্রক্রিয়া শুরু হবে ৷ চার জনকে একসঙ্গে ফাঁসি দেওয়ার বিষয়টিও আজ ফের একবার নিশ্চিত করে আদালত ৷ নির্ভয়া কাণ্ডে দোষীদের ফাঁসিতে অনির্দিষ্টকালের জন্য স্থগিতাদেশ দিয়েছিল দিল্লি পাতিয়ালা হাউজ় কোর্ট ৷ এই রায়কে চ্যালেঞ্জ জানিয়েছিল কেন্দ্রীয় সরকার ও তিহার জেল কর্তৃপক্ষ ৷

বিচারক সুরেশ কুমার কাইতের সিংগল বেঞ্চের তরফে রবিবার সব পক্ষের বক্তব্য শোনা হয় ৷ রবিবার শুনানির সময় দোষীদের তরফের আইনজীবী এ পি সিং বলেন, "শুধুমাত্র এই মামলায় মৃত্যুদণ্ড দেওয়ার জন্য এত তাড়া কেন ? অভিযুক্তরা দলিত সম্প্রদায়ের মানুষ ৷ তারা দিল্লি এসে ঝামেলায় জড়িয়ে পড়ে ৷ মুকেশ ও রাম সিং দলিত ৷ রাজস্থানের একটি গ্রাম থেকে এই দুই ভাই এসেছিল ৷ এই ঘটনায় এদের কোনও দোষ নেই ৷"

মুকেশের হয়ে উপস্থিত ছিলেন আইনজীবী রেবেকা জন ৷ বলেন, "পাটিয়ালা হাউজ় কোর্টের নির্দেশকে পাশে রেখে সরকার এটা করতে চাইছে ৷" যেখানে "দিল্লি হাইকোর্টে আগেই বলা হয়েছিল ট্রায়াল কোর্টের যে কোনও নির্দেশ শুধুমাত্র সুপ্রিম কোর্টেই চ্যালেঞ্জ করা যাবে ৷"

কেন্দ্রের হয়ে এই শুনানিতে উপস্থিত ছিলেন সলিসিটার জেনেরাল তুষার মেহতা ৷ তিনি অভিযোগ করে বলেন, দোষীরা ইচ্ছে করে এই মৃত্যুদণ্ডকে পিছোনোর চেষ্টা করছে ৷ মৃত্যুদণ্ডের এভাবে পিছোনো দোষীদের উপরই প্রভাব ফেলবে ৷

দিল্লি, 5 ফেব্রুয়ারি : আর টালবাহানা মানতে রাজি নয় আদালত ৷ নির্ভয়া কাণ্ডে দোষীদের সাতদিন সময় বেঁধে দেওয়া হল ৷ এই সময়ের মধ্যে যা যা আইনগত আবেদন করার তা করে নিতে হবে ৷ তার পর একদিনও বেশি সময় দোষীরা পাবে না আইনগত কোনও পদক্ষেপ করার ৷ আজ দিল্লি হাইকোর্ট এই নির্দেশ জারি করল ৷ পাশাপাশি আদালত জানিয়েদিল, সাত দিন দোষীদের বিরুদ্ধে ফাঁসি দেওয়া প্রক্রিয়া শুরু হবে ৷ চার জনকে একসঙ্গে ফাঁসি দেওয়ার বিষয়টিও আজ ফের একবার নিশ্চিত করে আদালত ৷ নির্ভয়া কাণ্ডে দোষীদের ফাঁসিতে অনির্দিষ্টকালের জন্য স্থগিতাদেশ দিয়েছিল দিল্লি পাতিয়ালা হাউজ় কোর্ট ৷ এই রায়কে চ্যালেঞ্জ জানিয়েছিল কেন্দ্রীয় সরকার ও তিহার জেল কর্তৃপক্ষ ৷

বিচারক সুরেশ কুমার কাইতের সিংগল বেঞ্চের তরফে রবিবার সব পক্ষের বক্তব্য শোনা হয় ৷ রবিবার শুনানির সময় দোষীদের তরফের আইনজীবী এ পি সিং বলেন, "শুধুমাত্র এই মামলায় মৃত্যুদণ্ড দেওয়ার জন্য এত তাড়া কেন ? অভিযুক্তরা দলিত সম্প্রদায়ের মানুষ ৷ তারা দিল্লি এসে ঝামেলায় জড়িয়ে পড়ে ৷ মুকেশ ও রাম সিং দলিত ৷ রাজস্থানের একটি গ্রাম থেকে এই দুই ভাই এসেছিল ৷ এই ঘটনায় এদের কোনও দোষ নেই ৷"

মুকেশের হয়ে উপস্থিত ছিলেন আইনজীবী রেবেকা জন ৷ বলেন, "পাটিয়ালা হাউজ় কোর্টের নির্দেশকে পাশে রেখে সরকার এটা করতে চাইছে ৷" যেখানে "দিল্লি হাইকোর্টে আগেই বলা হয়েছিল ট্রায়াল কোর্টের যে কোনও নির্দেশ শুধুমাত্র সুপ্রিম কোর্টেই চ্যালেঞ্জ করা যাবে ৷"

কেন্দ্রের হয়ে এই শুনানিতে উপস্থিত ছিলেন সলিসিটার জেনেরাল তুষার মেহতা ৷ তিনি অভিযোগ করে বলেন, দোষীরা ইচ্ছে করে এই মৃত্যুদণ্ডকে পিছোনোর চেষ্টা করছে ৷ মৃত্যুদণ্ডের এভাবে পিছোনো দোষীদের উপরই প্রভাব ফেলবে ৷

Mumbai, Feb 05 (ANI): From Shah Rukh to legendary Rekha, Bollywood celebrities attended Armaan Jain and Anissa Malhotra's wedding reception in Mumbai. SRK with wife Gauri Khan was spotted at the reception. Acing shades of white, Kapoor sisters arrived at the event. Dressed in a beautiful traditional saree, 90s superstar Rekha looked elegant as always. Glaring as usual, Anil Kapoor rocked his look in all black attire at the celebrations. Actor's daughter, Sonam Kapoor also reached the venue. Dressed in traditional kurta, film director Karan Johar posed for shutterbugs at the reception. Ambani family also graced the event, newly-wed Shloka Mehta and Akash Ambani accompanied the family. Ranbir Kapoor with mother Neetu Singh and Alia Bhatt as well were in attendance.


Last Updated : Feb 5, 2020, 5:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.