দিল্লি, 26 অগাস্ট : ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া (ICAI) কর্তৃক পিএম কেয়ারস ফান্ডে 15 কোটি টাকারও বেশি অর্থ হস্তান্তরের বিরুদ্ধে আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট ।প্রধান বিচারপতি ডি এন প্যাটেল এবং বিচারপতি প্রতীক জালানের নেতৃত্বে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ নবনিত চতুর্বেদীর দায়ের করা আবেদনটি খারিজ করে ।
তবে আবেদনকারীর পক্ষে উপস্থিত আইনজীবী সেই আবেদন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন ।ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে বিষয়টির শুনানি চলাকালীন বেঞ্চ সাংবাদিক এবং সমাজকর্মী ওই আবেদনকারীর হস্তক্ষেপের অধিকার ও আবেদনের ভিত্তি নিয়ে প্রশ্ন তোলে ।আবেদনে দাবি করা হয়েছে, তৎকালীন কর্পোরেট বিষয়ক মন্ত্রকের সচিবের অনুরোধে ICAI এই সিদ্ধান্ত নিয়েছিল ।
27 মার্চ লকডাউন ঘোষণার তিন দিনের মধ্যে গঠিত হয়েছিল পিএম কেয়ারস তহবিল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর নেতৃত্বে আছেন । ট্রাস্টের অন্যান্য সদস্যরা হলেন - প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ।সম্প্রতি, সুপ্রিম কোর্ট বলে, পিএম কেয়ারস তহবিল থেকে টাকা জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF) ত্রাণ তহবিলে স্থানান্তরিত করার দরকার নেই এবং স্বেচ্ছায় NDRF-এ ত্রাণ দেওয়া যাবে । পিএম কেয়ারস ফান্ড থেকে NDRF-এ সমস্ত তহবিল স্থানান্তর করার বিষয়ে একটি আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত ।