দিল্লি, 24 এপ্রিল : হাসপাতালের 14 জন কর্মীর রিপোর্টে কোরোনা পজ়িটিভ । সেই খবর সামনে আসতেই উত্তর দিল্লির একটি সরকারি হাসপাতাল সিল করে দিল প্রশাসন । উত্তর দিল্লির ওই সরকারি হাসপাতালটির নাম বাবু জগজীবন রাম মেমোরিয়াল হাসপাতাল ।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কোরোনায় আক্রান্ত ওই 14 জনের মধ্যে সিনিয়র ও জুনিয়র চিকিৎসকরাও রয়েছেন । গতকাল তাঁদের নমুনার রিপোর্ট আসে । তারপরেই সিল করা হয় হাসপাতালটি । 100 শয্যার এই মাল্টিস্পেশালিটি জেলা হাসপাতালটি জাহাঙ্গিরপুরীর ই-ব্লকে অবস্থিত ।
গতকাল স্বাস্থ্যমন্ত্রক জানায়, দিল্লিতে এখনও পর্যন্ত 2 হাজার 376 জন কোরোনায় আক্রান্ত । তাঁদের মধ্যে 808 জন সুস্থ হয়ে ওঠায় হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে । 50 জনের চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে ।