দিল্লি, 2 মার্চ: নাগরিকত্ব সংশোধনী ইশুতে উত্তপ্ত হয়েছে দিল্লি ৷ মৃত্যু হয়েছে 46 জনের ৷ গত সপ্তাহে দিল্লির অগ্নিগর্ভ পরিস্থিতির কথা মাথায় রেখে ভবিষ্যতে যাতে এরকম কোনও পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য দিল্লি সরকার 9 সদস্যের শান্তি ও সম্প্রীতিরক্ষা কমিটি তৈরি করল ৷
CAA নিয়ে দিল্লিতে যে হিংসা ছড়িয়েছিল, তার জন্য কেন্দ্রীয় সরকারের পাশাপাশি সদ্য দিল্লির গদিতে বসা কেজরিওয়াল সরকারকেও দায়ি করা হয়েছে বিরোধীদের তরফে ৷ হিংসায় মদত দেওয়ার অভিযোগ উঠেছে এক AAP বিধায়কের বিরুদ্ধে ৷ চলছে তদন্ত ৷ এই পরিস্থিতিতে যাতে হিংসা আর না ছড়ায় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে, তার জন্যই এই কমিটি গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে ৷
এই কমিটির নেতৃত্ব দেবেন AAP বিধায়ক সৌরভ ভরদ্বাজ, সদস্য হিসাবে থাকবেন আতিশি ও রাগভ চাড্ডারাও ৷ আজ দুপুর তিনটের সময় দিল্লি সেক্রেটারিয়েটে এই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে ৷