ETV Bharat / bharat

দিল্লির সেই কারখানায় দমকলের ছাড়পত্র ছিল না, গ্রেপ্তার মালিক ও ম্যানেজার - দিল্লির কারখানার দমকলের ছাড়পত্র ছিল না

দিল্লির অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ড । অবৈধভাবে আনাজ মান্ডি এলাকায় ওই কারখানটি চলছিল । জানাল দমকল বিভাগ । ঘটনায় গ্রেপ্তার মালিক ও ম্যানেজার ।

Delhi Fire
দিল্লির বহুতলে আগুন
author img

By

Published : Dec 8, 2019, 11:38 PM IST


দিল্লি, 8 ডিসেম্বর : দিল্লির আনাজ মান্ডির যে কারখানায় আজ আগুন লাগে, সেটিতে দমকলের কোনও ছাড়পত্র ছিল না । দিল্লির দমকল বিভাগের তরফে একথা জানানো হয়েছে । আজ ভোরে দিল্লির আনাজ মান্ডি এলাকায় একটি কারখানায় আগুন লাগে । 30 টি ইঞ্জিন ঘটনাস্থানে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে । আগুনে 43 জনের মৃত্যু হয় ।

পুলিশ ও দমকল আধিকারিকদের মতে, এটি দিল্লির অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ড । অবৈধভাবে আনাজ মান্ডি এলাকায় কারখানাটি চলছিল । দিল্লির দমকল বিভাগের ডিরেক্টর অতুল গর্গের মতে, কারখানার কাছে দমকলের কোনও ছাড়পত্র ছিল না । অগ্নিনির্বাপকের ব্যবস্থাও ছিল না কারখানায় ।

যে বহুতল ভবনে কারখানাটি চলছিল, তার মালিক রেহান ও তার ম্যানেজার ফুকরানকে গ্রেপ্তার করা হয়েছে । দিল্লি পুলিশের DCP (উত্তর) মনিকা ভারদ্বাজ বলেন, "আমরা ঘটনার তদন্ত শুরু করেছি । এখনও পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে, তাতে মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা কম ।"

দিল্লির অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে মুখ্যমন্ত্রীর তরফে 10 লাখ করে ও আহতদের এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে । অন্যদিকে প্রধানমন্ত্রীর তরফে মৃতদের পরিবারকে 2 লাখ টাকা করে ও আহতদের 50 হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ।


দিল্লি, 8 ডিসেম্বর : দিল্লির আনাজ মান্ডির যে কারখানায় আজ আগুন লাগে, সেটিতে দমকলের কোনও ছাড়পত্র ছিল না । দিল্লির দমকল বিভাগের তরফে একথা জানানো হয়েছে । আজ ভোরে দিল্লির আনাজ মান্ডি এলাকায় একটি কারখানায় আগুন লাগে । 30 টি ইঞ্জিন ঘটনাস্থানে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে । আগুনে 43 জনের মৃত্যু হয় ।

পুলিশ ও দমকল আধিকারিকদের মতে, এটি দিল্লির অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ড । অবৈধভাবে আনাজ মান্ডি এলাকায় কারখানাটি চলছিল । দিল্লির দমকল বিভাগের ডিরেক্টর অতুল গর্গের মতে, কারখানার কাছে দমকলের কোনও ছাড়পত্র ছিল না । অগ্নিনির্বাপকের ব্যবস্থাও ছিল না কারখানায় ।

যে বহুতল ভবনে কারখানাটি চলছিল, তার মালিক রেহান ও তার ম্যানেজার ফুকরানকে গ্রেপ্তার করা হয়েছে । দিল্লি পুলিশের DCP (উত্তর) মনিকা ভারদ্বাজ বলেন, "আমরা ঘটনার তদন্ত শুরু করেছি । এখনও পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে, তাতে মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা কম ।"

দিল্লির অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে মুখ্যমন্ত্রীর তরফে 10 লাখ করে ও আহতদের এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে । অন্যদিকে প্রধানমন্ত্রীর তরফে মৃতদের পরিবারকে 2 লাখ টাকা করে ও আহতদের 50 হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ।

Muzaffarnagar (UP), Dec 08 (ANI): A woman was allegedly attacked with acid by four persons in UP's Muzaffarnagar against whom she had filed a case of gang rape. Speaking on the matter, Muzaffarnagar's SP Rural, Naipal Singh said, "A case has been registered in the acid attack incident. We are investigating the case from all angles. The incident happened 4 to 5 days ago."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.