ETV Bharat / bharat

ফের ক্ষমতায় কেজরিওয়াল, ইঙ্গিত বুথ-ফেরত সমীক্ষায় - দিল্লি বিধানসভা নির্বাচন 2020

দিল্লি বিধানসভা নির্বাচনের শেষ দফা ভোটের পর একাধিক সংবাদমাধ্যমের বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত করছে, জিতবে AAP ।

delhi
বুথ ফেরত সমীক্ষা
author img

By

Published : Feb 8, 2020, 10:00 PM IST

দিল্লি, 8 ফেব্রুয়ারি : CAA ও NRC ঘিরে তাপ উত্তাপের মাঝেই শেষ হল দিল্লি বিধানসভা নির্বাচন। ভোট পড়ল ৫৭ শতাংশ। ভোটপর্ব মেটার পর বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় কেজরিওয়াল সরকারের প্রত্যাবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রায় প্রত্যেক সমীক্ষাতেই দেখা গেছে, BJP-র থেকে এগিয়ে রয়েছে AAP ।

দিল্লি বিধানসভায় মোট আসন ৭০টি। সরকার গঠনে প্রয়োজন ৩৬টি আসন। ৭০টি আসনের মধ্যে AAP-এর ঝুলতে ক'টি যাবে, BJP-ই বা কটি আসনে জিতবে? কংগ্রেস কি আদৌ খাতা খুলতে পারবে- তা নিয়ে একাধিক সংবাদ মাধ্যম নিজেদের সমীক্ষা প্রকাশ করেছে।

  • ইন্ডিয়া টুডে-মাই অ্যাক্সিস ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী, ৫৯-৬৮ টি আসন পেতে পারে AAP। ২-১১টি আসনে জয়ের সম্ভাবনা BJP-র। খাতাই খুলতে পারবে না কংগ্রেস।
  • টাইমস নাও-IPSOS-র ওপিনিয়ন পোল ইঙ্গিত দিয়েছে, দিল্লিতে ফের মুখ্যমন্ত্রী হওয়ার লড়াইয়ে এগিয়ে কেজরিওয়াল । তাদের সমীক্ষা অনুযায়ী ৭০টির মধ্যে AAP জিতবে ৪৪টি আসনে । BJP ২৬টি । কংগ্রেস কোনও আসন পাবে না।
  • ABP-সি-র সমীক্ষা অনুযায়ী, AAP ৪৯-৬৩টিতে জিততে পারে। BJP পেতে পারে ৫-১৯টি আসন । কংগ্রেস ০-৪টি আসন জিততে পারে ।
  • রিপাবলিক জন কি বাত-র সমীক্ষায় AAP ৪৮-৬১টি আসনে জিতবে । BJP ৯-২১টিতে । কংগ্রেস ০-১টি আসন জিততে পারে ।
  • নিউসএক্স-নেটা-র সমীক্ষা অনুযায়ী, আম আদমি পার্টি 53-57টি আসন জিতবে । 11-17টি আসন পেতে পারে BJP । কংগ্রেস জিততে পারে 0-2টি আসন ।

তবে এই সমীক্ষাই যে শেষ কথা তা বলা যাচ্ছে না । অনেক সময় বুথ ফেরত সমীক্ষা যা ইঙ্গিত করে নির্বাচনের ফলে তা মেলে না ।

দিল্লি, 8 ফেব্রুয়ারি : CAA ও NRC ঘিরে তাপ উত্তাপের মাঝেই শেষ হল দিল্লি বিধানসভা নির্বাচন। ভোট পড়ল ৫৭ শতাংশ। ভোটপর্ব মেটার পর বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় কেজরিওয়াল সরকারের প্রত্যাবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রায় প্রত্যেক সমীক্ষাতেই দেখা গেছে, BJP-র থেকে এগিয়ে রয়েছে AAP ।

দিল্লি বিধানসভায় মোট আসন ৭০টি। সরকার গঠনে প্রয়োজন ৩৬টি আসন। ৭০টি আসনের মধ্যে AAP-এর ঝুলতে ক'টি যাবে, BJP-ই বা কটি আসনে জিতবে? কংগ্রেস কি আদৌ খাতা খুলতে পারবে- তা নিয়ে একাধিক সংবাদ মাধ্যম নিজেদের সমীক্ষা প্রকাশ করেছে।

  • ইন্ডিয়া টুডে-মাই অ্যাক্সিস ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী, ৫৯-৬৮ টি আসন পেতে পারে AAP। ২-১১টি আসনে জয়ের সম্ভাবনা BJP-র। খাতাই খুলতে পারবে না কংগ্রেস।
  • টাইমস নাও-IPSOS-র ওপিনিয়ন পোল ইঙ্গিত দিয়েছে, দিল্লিতে ফের মুখ্যমন্ত্রী হওয়ার লড়াইয়ে এগিয়ে কেজরিওয়াল । তাদের সমীক্ষা অনুযায়ী ৭০টির মধ্যে AAP জিতবে ৪৪টি আসনে । BJP ২৬টি । কংগ্রেস কোনও আসন পাবে না।
  • ABP-সি-র সমীক্ষা অনুযায়ী, AAP ৪৯-৬৩টিতে জিততে পারে। BJP পেতে পারে ৫-১৯টি আসন । কংগ্রেস ০-৪টি আসন জিততে পারে ।
  • রিপাবলিক জন কি বাত-র সমীক্ষায় AAP ৪৮-৬১টি আসনে জিতবে । BJP ৯-২১টিতে । কংগ্রেস ০-১টি আসন জিততে পারে ।
  • নিউসএক্স-নেটা-র সমীক্ষা অনুযায়ী, আম আদমি পার্টি 53-57টি আসন জিতবে । 11-17টি আসন পেতে পারে BJP । কংগ্রেস জিততে পারে 0-2টি আসন ।

তবে এই সমীক্ষাই যে শেষ কথা তা বলা যাচ্ছে না । অনেক সময় বুথ ফেরত সমীক্ষা যা ইঙ্গিত করে নির্বাচনের ফলে তা মেলে না ।


New Delhi, Feb 08 (ANI): Bharatiya Janata Party's Delhi president Manoj Tiwari on February 08 cast his vote. Citizens are casting their vote in Delhi for 70 Assembly constituencies on February 08. The counting of votes will take place on February 11.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.