ETV Bharat / bharat

ফের ভূমিকম্প দিল্লিতে - delhi

দিল্লিতে এই নিয়ে গত দু'মাসে 11 বার ভূমিকম্প হল ৷ রিখটার স্কেলে আজকের কম্পনের মাত্রা ছিল 4.5 ৷

Delhi Earthquake - 4.7 Quake Near Delhi
এই নিয়ে 10 বার, ফের ভূমিকম্প দিল্লিতে
author img

By

Published : Jul 3, 2020, 7:47 PM IST

দিল্লি, 3 জুলাই : ফের ভূমিকম্প দিল্লিতে ৷ রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 4.5 ৷ জানাল ইন্ডিয়ান ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজি ৷

ইন্ডিয়ান ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, ভূকম্পনের উৎসস্থান ছিল হরিয়ানার গুরুগ্রাম থেকে 63 কিলোমিটার দক্ষিণ - পশ্চিমে ৷ আজ সন্ধে 7:00:48 নাগাদ ভূতল থেকে 5 কিলোমিটার নিচে কম্পন অনুভূত হয় ৷ জানা গেছে, দিল্লি ও আশপাশের এলাকায় তীব্র কম্পন অনুভব করা যায় ৷

এনিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করে জানান, "দিল্লিতে কিছুক্ষণ আগে সামান্য ভূকম্পন অনুভূত হয়েছে ৷ আশা করি আপনারা সবাই সুরক্ষিত আছেন ৷ "

উল্লেখ্য, গত দু'মাসে দেশের বেশ কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে । দিল্লিতেই গত দু'মাসে প্রায় 11 বার ভূমিকম্প হল ৷ এর আগে 8 জুন ভূমিকম্প হয়েছিল রাজধানীতে ৷ রিখটার স্কেলে যার তীব্রতা ছিল 2.1 ৷ এর আগে যথাক্রমে 3 , 7 ও 8 জুন, 29 মে, 15 মে, 10 মে এবং 12 ও 13 এপ্রিল ভূমিকম্প অনুভূত হয় ৷ এই নিয়ে গত দু'মাসে অন্তত 17 বার দেশের নানা প্রান্তে কম্পন অনুভূত হয়েছে ।

দিল্লি, 3 জুলাই : ফের ভূমিকম্প দিল্লিতে ৷ রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 4.5 ৷ জানাল ইন্ডিয়ান ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজি ৷

ইন্ডিয়ান ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, ভূকম্পনের উৎসস্থান ছিল হরিয়ানার গুরুগ্রাম থেকে 63 কিলোমিটার দক্ষিণ - পশ্চিমে ৷ আজ সন্ধে 7:00:48 নাগাদ ভূতল থেকে 5 কিলোমিটার নিচে কম্পন অনুভূত হয় ৷ জানা গেছে, দিল্লি ও আশপাশের এলাকায় তীব্র কম্পন অনুভব করা যায় ৷

এনিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করে জানান, "দিল্লিতে কিছুক্ষণ আগে সামান্য ভূকম্পন অনুভূত হয়েছে ৷ আশা করি আপনারা সবাই সুরক্ষিত আছেন ৷ "

উল্লেখ্য, গত দু'মাসে দেশের বেশ কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে । দিল্লিতেই গত দু'মাসে প্রায় 11 বার ভূমিকম্প হল ৷ এর আগে 8 জুন ভূমিকম্প হয়েছিল রাজধানীতে ৷ রিখটার স্কেলে যার তীব্রতা ছিল 2.1 ৷ এর আগে যথাক্রমে 3 , 7 ও 8 জুন, 29 মে, 15 মে, 10 মে এবং 12 ও 13 এপ্রিল ভূমিকম্প অনুভূত হয় ৷ এই নিয়ে গত দু'মাসে অন্তত 17 বার দেশের নানা প্রান্তে কম্পন অনুভূত হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.