ETV Bharat / bharat

আজ উন্নাও গণধর্ষণের রায়দান দিল্লির তিস হাজারি আদালতে

author img

By

Published : Dec 16, 2019, 11:16 AM IST

Updated : Dec 16, 2019, 3:31 PM IST

উন্নাও গণধর্ষণ মামলা । আজ দুপুর 3টে নাগাদ দিল্লির তিস হাজারি আদালতে রায়দান।

rape
ছবি

দিল্লি, 16 ডিসেম্বর : উন্নাও গণধর্ষণের রায়দান আজ ৷ দিল্লির তিস হাজারি আদালতে দুপুর 3টে নাগাদ হবে রায়দান ৷ ঘটনায় অন্যতম অভিযুক্ত প্রাক্তন BJP বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার ৷

উন্নাওয়ের এক যুবতি অভিযোগ করেন, 2017 সালে তৎকালীন BJP বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার ধর্ষণ করেছে তাঁকে । তিনি তখন নাবালিকা ৷ কিন্তু বিভিন্ন জায়গায় দরবার করেও ধর্ষণের অভিযোগ দায়ের করা যায়নি থানায় । উলটে বিধায়ক সেঙ্গারের সম্মানহানির অভিযোগে তাঁর বাবাকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশ পুলিশ ।

গত বছর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ির সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই নাবালিকা । ওই ঘটনার পরের দিনই লক-আপে মৃত্যু হয় নির্যাতিতার বাবার । পুলিশের বিরুদ্ধে লক আপে পিটিয়ে মারার অভিযোগ ওঠে ৷

রায়বরেলি থেকে একটি গাড়িতে করে ফিরছিলেন নির্যাতিতা এবং তাঁর পরিবারের সদস্যরা । পথে একটি ট্রাক তাঁদের গাড়িতে ধাক্কা মারলে নির্যাতিতার মাসি এবং কাকিমার মৃত্যু হয় । গুরুতর আহত হন নির্যাতিতা ও তাঁর আইনজীবী ৷ এই ঘটনায় ফের অভিযোগ উঠেছিল, নিছক দুর্ঘটনা নয়, নির্যাতিতাকে হত্যার চেষ্টা করা হয়েছিল ৷ এদিকে নির্যাতিতার গাড়ি দুর্ঘটনায় অভিযুক্ত মনোজ সিং সেঙ্গারের মৃত্যু হয় দিল্লির একটি হাসপাতালে । মনোজ কুলদীপের ভাই ৷ ধর্ষণের ঘটনায় অভিযু্ক্ত ছিল সেও ৷

একের পর এক ধর্ষণের ঘটনায় প্রতিবাদে উত্তাল হয়েছে দেশ ৷ পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয়েছে হায়দরাবাদে পশু চিকিৎসক ধর্ষণে অভিযুক্ত চারজনের ৷ উন্নাওয়ে অপর এক নির্যাতিতাকে ধর্ষণের পর পুড়িয়ে দেওয়া হয়েছিল ৷ হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর ৷ 11 মাসে 86টি ধর্ষণ ৷ যৌন নির্যাতনের সংখ্যা 185 ৷ না , সম্পূর্ণ উত্তরপ্রদেশের নয় ৷ এটি শুধুমাত্র উন্নাও জেলার পরিসংখ্যান ৷ তাই আজকের এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ সুবিচারের আশায় রয়েছেন নির্যাতিতার পরিবার ৷

দিল্লি, 16 ডিসেম্বর : উন্নাও গণধর্ষণের রায়দান আজ ৷ দিল্লির তিস হাজারি আদালতে দুপুর 3টে নাগাদ হবে রায়দান ৷ ঘটনায় অন্যতম অভিযুক্ত প্রাক্তন BJP বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার ৷

উন্নাওয়ের এক যুবতি অভিযোগ করেন, 2017 সালে তৎকালীন BJP বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার ধর্ষণ করেছে তাঁকে । তিনি তখন নাবালিকা ৷ কিন্তু বিভিন্ন জায়গায় দরবার করেও ধর্ষণের অভিযোগ দায়ের করা যায়নি থানায় । উলটে বিধায়ক সেঙ্গারের সম্মানহানির অভিযোগে তাঁর বাবাকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশ পুলিশ ।

গত বছর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ির সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই নাবালিকা । ওই ঘটনার পরের দিনই লক-আপে মৃত্যু হয় নির্যাতিতার বাবার । পুলিশের বিরুদ্ধে লক আপে পিটিয়ে মারার অভিযোগ ওঠে ৷

রায়বরেলি থেকে একটি গাড়িতে করে ফিরছিলেন নির্যাতিতা এবং তাঁর পরিবারের সদস্যরা । পথে একটি ট্রাক তাঁদের গাড়িতে ধাক্কা মারলে নির্যাতিতার মাসি এবং কাকিমার মৃত্যু হয় । গুরুতর আহত হন নির্যাতিতা ও তাঁর আইনজীবী ৷ এই ঘটনায় ফের অভিযোগ উঠেছিল, নিছক দুর্ঘটনা নয়, নির্যাতিতাকে হত্যার চেষ্টা করা হয়েছিল ৷ এদিকে নির্যাতিতার গাড়ি দুর্ঘটনায় অভিযুক্ত মনোজ সিং সেঙ্গারের মৃত্যু হয় দিল্লির একটি হাসপাতালে । মনোজ কুলদীপের ভাই ৷ ধর্ষণের ঘটনায় অভিযু্ক্ত ছিল সেও ৷

একের পর এক ধর্ষণের ঘটনায় প্রতিবাদে উত্তাল হয়েছে দেশ ৷ পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয়েছে হায়দরাবাদে পশু চিকিৎসক ধর্ষণে অভিযুক্ত চারজনের ৷ উন্নাওয়ে অপর এক নির্যাতিতাকে ধর্ষণের পর পুড়িয়ে দেওয়া হয়েছিল ৷ হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর ৷ 11 মাসে 86টি ধর্ষণ ৷ যৌন নির্যাতনের সংখ্যা 185 ৷ না , সম্পূর্ণ উত্তরপ্রদেশের নয় ৷ এটি শুধুমাত্র উন্নাও জেলার পরিসংখ্যান ৷ তাই আজকের এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ সুবিচারের আশায় রয়েছেন নির্যাতিতার পরিবার ৷

Dhanbad/ Deoghar/ Bokaro (Jharkhand), Dec 16 (ANI): Voting for the fourth phase of Jharkhand Assembly elections began on December 16. The polling will be held in 15 constituencies across the state. Assembly polls in Jharkhand are being held in 5 phases. The counting of votes will take place on December 23.

Last Updated : Dec 16, 2019, 3:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.