দিল্লি, 8 জুন : কোরোনা পরীক্ষা করা হবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। তিনি জ্বর ও গলা ব্যথা নিয়ে ভুগছেন বলে জানা গিয়েছে।
কেজরিওয়ালের জ্বর ও গলা ব্যথা হওয়ায় তিনি কোরোনা সংক্রমিত হয়েছেন কি না, তা জানতে পরীক্ষা করা হবে। ইতিমধ্যেই তিনি নিজের বাড়িতে আইসোলেশনে রয়েছেন। আগামীকাল দুপুর অবধি সমস্ত মিটিং বাতিল করা হয়েছে বলেও জানা গিয়েছে।
কোরোনা সংক্রমণের উপসর্গ জ্বর, সর্দি-কাশি, গলা ব্যথা এবং শ্বাসকষ্ট। দিল্লির মুখ্যমন্ত্রীর শরীরেও এই উপসর্গ দেখা দেওয়ায় তিনি কোরোনা সংক্রমিত হয়েছেন কি না, তা পরীক্ষা করে দেখা হবে।
দিল্লিতে বর্তমানে কোরোনা আক্রান্তের সংখ্যা 28, 936। এর মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা 17,125 এবং মৃত্যু হয়েছে 812 জনের।