দিল্লি, 9 জুন : কোরোনা আক্রান্ত নন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । আজ সোয়াব নমুনার রিপোর্ট এলে জানা যায়, তিনি কোরোনা নেগেটিভ ।
গতকাল জানা যায়, জ্বর ও গলা ব্যথায় ভুগছেন দিল্লির মুখ্যমন্ত্রী । সঙ্গে সর্দি-কাশি ও শ্বাসকষ্ট রয়েছে । তিনি কোরোনা সংক্রমিত কি না তা পরীক্ষা করে দেখার কথাও জানানো হয় দিল্লি প্রশাসনের তরফে। দিন কয়েক ধরে নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি । আজ দুপুর পর্যন্ত সমস্ত মিটিংও বাতিল করা হয়েছিল । তাঁর সোয়াব নমুনা পরীক্ষা করার জন্য পাঠিয়ে দেওয়া হয় ।
আজ সন্ধের দিকে রিপোর্ট হাতে আসার পর চিকিৎসকরা জানিয়ে দেন, কেজরিওয়াল কোরোনায় আক্রান্ত হননি ।