ETV Bharat / bharat

COVID-19 মোকাবিলায় স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে দিল্লি মন্ত্রিসভার বৈঠক

দিল্লির সরকারি হাসপাতালগুলিতে ও কিছু বেসরকারি হাসপাতালে শুধুমাত্র দিল্লিবাসীর চিকিৎসা হবে ৷ কিন্তু কেন্দ্রীয় হাসপাতালগুলি প্রত্যেকের পরিষেবার জন্য । স্বাস্থ্য পরিকাঠামো সংক্রান্ত রিপোর্ট নিয়ে দিল্লি মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত ।

author img

By

Published : Jun 7, 2020, 2:20 PM IST

health infrastructure
health infrastructure

দিল্লি, 7 জুন : স্বাস্থ্য পরিকাঠামো সংক্রান্ত রিপোর্ট নিয়ে দিল্লি মন্ত্রিসভার বৈঠক । পাঁচজন চিকিৎসক নিয়ে গঠিত একটি কমিটি শনিবার দিল্লি সরকারকে একটি রিপোর্ট জমা দেয় । যেখানে বলা হয়েছিল, রাজধানীর স্বাস্থ্য পরিকাঠামো কেবল দিল্লিবাসীর জন্য ব্যবহার করা উচিত ।

চিকিৎসক কমিটির দাবি মেনেই সিদ্ধান্ত দিল্লি সরকারের । দিল্লির সরকারি হাসপাতালে কেবলমাত্র দিল্লিবাসীর চিকিৎসা করা হবে ৷ কেন্দ্রীয় সরকারের যে সমস্ত হাসপাতাল দিল্লিতে রয়েছে সেখানে যে কেউ চিকিৎসার জন্য যেতে পারেন ৷ অন্যদিকে, দিল্লির বেসরকারি হাসপাতালগুলিও দিল্লির বাসিন্দাদের জন্য সংরক্ষিত থাকবে ৷ তবে কিছু বেসরকারি হাসপাতাল রয়েছে যেখানে স্পেশাল সার্জারির জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন ৷ সেগুলি জনসাধারণের জন্য খোলা থাকবে ৷ আজকের বৈঠকে জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷

রাজধানীতে হাসপাতালগুলির পরিস্থিতি, চিকিৎসা পরিষেবা এবং দিল্লির বাইরের রোগীদের চিকিৎসা সহায়তা দেওয়ার বিষয়ে একটি রিপোর্ট তৈরির জন্য চিকিৎসকদের পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছিল দিল্লি সরকার ।

IP বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মহেশ শর্মা এই কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন । দিল্লিতে COVID-19 মোকাবিলায় উন্নত ব্যবস্থাপনার জন্য স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করার যে ক্ষেত্রগুলি প্রয়োজন সেগুলি খোঁজ করার দায়িত্ব দেওয়া হয়েছিল এই কমিটিকে ।

এর আগে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল COVID-19 সংক্রমণ বৃদ্ধির কথা উল্লেখ করে এক সপ্তাহের জন্য রাজধানীর সীমানা সিল করার ঘোষণা করেছিলেন । এবার সীমানা খুলে দেওয়ার কথাও ঘোষণা করা হয় আজকের বৈঠকে ।

দিল্লি, 7 জুন : স্বাস্থ্য পরিকাঠামো সংক্রান্ত রিপোর্ট নিয়ে দিল্লি মন্ত্রিসভার বৈঠক । পাঁচজন চিকিৎসক নিয়ে গঠিত একটি কমিটি শনিবার দিল্লি সরকারকে একটি রিপোর্ট জমা দেয় । যেখানে বলা হয়েছিল, রাজধানীর স্বাস্থ্য পরিকাঠামো কেবল দিল্লিবাসীর জন্য ব্যবহার করা উচিত ।

চিকিৎসক কমিটির দাবি মেনেই সিদ্ধান্ত দিল্লি সরকারের । দিল্লির সরকারি হাসপাতালে কেবলমাত্র দিল্লিবাসীর চিকিৎসা করা হবে ৷ কেন্দ্রীয় সরকারের যে সমস্ত হাসপাতাল দিল্লিতে রয়েছে সেখানে যে কেউ চিকিৎসার জন্য যেতে পারেন ৷ অন্যদিকে, দিল্লির বেসরকারি হাসপাতালগুলিও দিল্লির বাসিন্দাদের জন্য সংরক্ষিত থাকবে ৷ তবে কিছু বেসরকারি হাসপাতাল রয়েছে যেখানে স্পেশাল সার্জারির জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন ৷ সেগুলি জনসাধারণের জন্য খোলা থাকবে ৷ আজকের বৈঠকে জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷

রাজধানীতে হাসপাতালগুলির পরিস্থিতি, চিকিৎসা পরিষেবা এবং দিল্লির বাইরের রোগীদের চিকিৎসা সহায়তা দেওয়ার বিষয়ে একটি রিপোর্ট তৈরির জন্য চিকিৎসকদের পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছিল দিল্লি সরকার ।

IP বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মহেশ শর্মা এই কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন । দিল্লিতে COVID-19 মোকাবিলায় উন্নত ব্যবস্থাপনার জন্য স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করার যে ক্ষেত্রগুলি প্রয়োজন সেগুলি খোঁজ করার দায়িত্ব দেওয়া হয়েছিল এই কমিটিকে ।

এর আগে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল COVID-19 সংক্রমণ বৃদ্ধির কথা উল্লেখ করে এক সপ্তাহের জন্য রাজধানীর সীমানা সিল করার ঘোষণা করেছিলেন । এবার সীমানা খুলে দেওয়ার কথাও ঘোষণা করা হয় আজকের বৈঠকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.