নাগপুর, 13 অগাস্ট : টেক অফের সময় সমস্যা । রানওয়ে থেকে ঘুরে ফের ট্যাক্সিওয়েতে ফেরানো হল ইন্ডিগোর ৬E ৬৩৬ নাগপুর- দিল্লি বিমান । ঘটনাটি নাগপুরের বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরের । বিমানে ছিলেন কেন্দ্রীয়মন্ত্রী নীতিন গড়করি । যাত্রীরা সকলেই সুরক্ষিত আছেন বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ ।
ট্যাক্সিওয়ে ছেড়ে আজ সকালে রানওয়ের দিকে এগোলেও বিমানে গুরুতর কোনও যান্ত্রিক সমস্যা থাকায় সেটিকে ফের ট্যাক্সিওয়েতে ফেরানো হয় । সংবাদ সংস্থা ANI- র রিপোর্ট অনুযায়ী বিমানটিতে সমস্যা রয়েছে বুঝে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট । তারপরই যাত্রীদের বিষয়টি জানিয়ে বিমানটিকে ট্যাক্সিওয়েতে ফিরিয়ে আনে । বিমানে যাত্রীদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় সড়ক ও জাহাজ মন্ত্রী নীতিন গড়করি । তিনি এবং বাকি যাত্রীরা সুরক্ষিত আছেন বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ ।