ETV Bharat / bharat

উড়তে গিয়ে বিপত্তি, নীতিনসহ যাত্রীদের নিয়ে ফিরল বিমান

টেক অফের সময় ইন্ডিগোর ৬E ৬৩৬ নাগপুর- দিল্লি বিমানে সমস্যা । রানওয়ে থেকে ঘুরে ফের ট্যাক্সিওয়েতে ফেরানো হয় সেটিকে । বিমানে ছিলেন কেন্দ্রীয়মন্ত্রী নীতিন গড়করি । যাত্রীরা সকলেই সুরক্ষিত আছেন বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ ।

author img

By

Published : Aug 13, 2019, 11:57 AM IST

Updated : Aug 13, 2019, 12:52 PM IST

ছবিটি প্রতীকী

নাগপুর, 13 অগাস্ট : টেক অফের সময় সমস্যা । রানওয়ে থেকে ঘুরে ফের ট্যাক্সিওয়েতে ফেরানো হল ইন্ডিগোর ৬E ৬৩৬ নাগপুর- দিল্লি বিমান । ঘটনাটি নাগপুরের বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরের । বিমানে ছিলেন কেন্দ্রীয়মন্ত্রী নীতিন গড়করি । যাত্রীরা সকলেই সুরক্ষিত আছেন বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ ।

ট্যাক্সিওয়ে ছেড়ে আজ সকালে রানওয়ের দিকে এগোলেও বিমানে গুরুতর কোনও যান্ত্রিক সমস্যা থাকায় সেটিকে ফের ট্যাক্সিওয়েতে ফেরানো হয় । সংবাদ সংস্থা ANI- র রিপোর্ট অনুযায়ী বিমানটিতে সমস্যা রয়েছে বুঝে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট । তারপরই যাত্রীদের বিষয়টি জানিয়ে বিমানটিকে ট্যাক্সিওয়েতে ফিরিয়ে আনে । বিমানে যাত্রীদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় সড়ক ও জাহাজ মন্ত্রী নীতিন গড়করি । তিনি এবং বাকি যাত্রীরা সুরক্ষিত আছেন বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ ।

নাগপুর, 13 অগাস্ট : টেক অফের সময় সমস্যা । রানওয়ে থেকে ঘুরে ফের ট্যাক্সিওয়েতে ফেরানো হল ইন্ডিগোর ৬E ৬৩৬ নাগপুর- দিল্লি বিমান । ঘটনাটি নাগপুরের বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরের । বিমানে ছিলেন কেন্দ্রীয়মন্ত্রী নীতিন গড়করি । যাত্রীরা সকলেই সুরক্ষিত আছেন বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ ।

ট্যাক্সিওয়ে ছেড়ে আজ সকালে রানওয়ের দিকে এগোলেও বিমানে গুরুতর কোনও যান্ত্রিক সমস্যা থাকায় সেটিকে ফের ট্যাক্সিওয়েতে ফেরানো হয় । সংবাদ সংস্থা ANI- র রিপোর্ট অনুযায়ী বিমানটিতে সমস্যা রয়েছে বুঝে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট । তারপরই যাত্রীদের বিষয়টি জানিয়ে বিমানটিকে ট্যাক্সিওয়েতে ফিরিয়ে আনে । বিমানে যাত্রীদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় সড়ক ও জাহাজ মন্ত্রী নীতিন গড়করি । তিনি এবং বাকি যাত্রীরা সুরক্ষিত আছেন বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ ।

New Delhi, Aug 13 (ANI): A recent study has found that women with breast cancer who use aspirin have higher mortality risk following cancer. The study was published in the journal 'Cancer'.According to the researchers at the University of North Carolina, the reason for this effect could be explained by DNA methylation of genes in breast cancer tumours or peripheral blood. This study is the first to examine the effect of DNA methylation in breast tumour tissues and cells circulating in the patients' surrounding blood on the association between aspirin use and mortality in women with breast cancer. The team of researchers analysed data from 1,266 women with breast cancer who were followed for subsequent mortality.
Last Updated : Aug 13, 2019, 12:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.