ETV Bharat / bharat

আজ থেকে দিল্লিতে নির্বাচনী প্রচার শুরু মোদির

পাঁচদিন পরেই দিল্লি বিধানসভা নির্বাচন ৷ ইতিমধ্যে শহরের বিভিন্ন জায়গায় প্রচার শুরু করে দিয়েছেন দলীয় কর্মীরা ৷ আজ থেকে নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন BJP-র প্রধান মুখ নরেন্দ্র মোদি ৷

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি
author img

By

Published : Feb 3, 2020, 4:47 AM IST

দিল্লি, 3 ফেব্রুয়ারি : দিল্লি বিধানসভা নির্বাচনে আর বাকি মাত্র পাঁচ দিন ৷ যত সময় এগিয়ে আসছে, ততই তীব্র হয়ে উঠছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার ৷ এবার মাঠে নামতে চলেছেন প্রধানমন্ত্রীও ৷ আজ উত্তর দিল্লির করকরদুমা এলাকায় BJP-র হয়ে তাঁর প্রথম প্রচার শুরু করবেন নরেন্দ্র মোদি ৷

করকরদুমার CBD মাঠে প্রধানমন্ত্রীর এই নির্বাচনী প্রচারের আয়োজন করা হয়েছে ৷ দুপুর 2টো নাগাদ এই সভা হওয়ার কথা ৷ গতকাল দিল্লি পুলিশ কমিশনার অমূল্য পটনায়ক অন্যান্য পুলিশ আধিকারিকের সঙ্গে সভাস্থানটি ঘুরে দেখেন ৷

দিল্লি বিধানসভা নির্বাচনে মোদি BJP-র প্রধান মুখ ৷ BJP-র একজন নেতা জানান, আজকের প্রচার ছাড়াও আগামীকাল দক্ষিণ-পশ্চিম দিল্লির দ্বারকা এলাকায় আরও একটি প্রচারে যোগ দেবেন প্রধানমন্ত্রী ৷ প্রধানমন্ত্রীর ভোটের জন্য সাধারণ মানুষের কাছে আবেদন দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ৷ তাঁর আবেদনের পর দোটানায় রয়েছে এমন ভোটারদের কাছ থেকে ভোট আসবে বলেই মনে করছেন দলীয় কর্মীরা ৷ সূত্রের খবর, বাজেট ঘোষণার পরই এই দুই প্রচার পরিকল্পনা করা হয় ৷

গত বছর 22 ডিসেম্বর রামলীলা ময়দানে সভা করেছিলেন মোদি ৷ দেশের মানুষকে নাগরিকত্ব সংশোধনী আইন 2019 ও জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে ভুল বোঝানোর জন্য বিরোধী দলগুলিকে আক্রমণ করেন তিনি ৷ শহরে ক্রমাগত বেড়ে চলা দূষণে কোনও সঠিক পদক্ষেপ না করায় দিল্লির বর্তমান সরকারকেও দোষ দেন তিনি ৷

দিল্লি বিধানসভা নির্বাচনের ঘোষণার পর থেকেই দলের প্রচারের মূল দায়িত্বে রয়েছেন BJP-র কার্যকরী সভাপতি জে পি নাড্ডা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এছাড়াও মন্ত্রিসভার মন্ত্রীরা ও BJP শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা শহরে বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার করবে ৷

8 ফেব্রুয়ারি দিল্লির 70টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে ৷ 11 ফেব্রুয়ারি নির্বাচনের ফল ঘোষণা করা হবে ৷

দিল্লি, 3 ফেব্রুয়ারি : দিল্লি বিধানসভা নির্বাচনে আর বাকি মাত্র পাঁচ দিন ৷ যত সময় এগিয়ে আসছে, ততই তীব্র হয়ে উঠছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার ৷ এবার মাঠে নামতে চলেছেন প্রধানমন্ত্রীও ৷ আজ উত্তর দিল্লির করকরদুমা এলাকায় BJP-র হয়ে তাঁর প্রথম প্রচার শুরু করবেন নরেন্দ্র মোদি ৷

করকরদুমার CBD মাঠে প্রধানমন্ত্রীর এই নির্বাচনী প্রচারের আয়োজন করা হয়েছে ৷ দুপুর 2টো নাগাদ এই সভা হওয়ার কথা ৷ গতকাল দিল্লি পুলিশ কমিশনার অমূল্য পটনায়ক অন্যান্য পুলিশ আধিকারিকের সঙ্গে সভাস্থানটি ঘুরে দেখেন ৷

দিল্লি বিধানসভা নির্বাচনে মোদি BJP-র প্রধান মুখ ৷ BJP-র একজন নেতা জানান, আজকের প্রচার ছাড়াও আগামীকাল দক্ষিণ-পশ্চিম দিল্লির দ্বারকা এলাকায় আরও একটি প্রচারে যোগ দেবেন প্রধানমন্ত্রী ৷ প্রধানমন্ত্রীর ভোটের জন্য সাধারণ মানুষের কাছে আবেদন দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ৷ তাঁর আবেদনের পর দোটানায় রয়েছে এমন ভোটারদের কাছ থেকে ভোট আসবে বলেই মনে করছেন দলীয় কর্মীরা ৷ সূত্রের খবর, বাজেট ঘোষণার পরই এই দুই প্রচার পরিকল্পনা করা হয় ৷

গত বছর 22 ডিসেম্বর রামলীলা ময়দানে সভা করেছিলেন মোদি ৷ দেশের মানুষকে নাগরিকত্ব সংশোধনী আইন 2019 ও জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে ভুল বোঝানোর জন্য বিরোধী দলগুলিকে আক্রমণ করেন তিনি ৷ শহরে ক্রমাগত বেড়ে চলা দূষণে কোনও সঠিক পদক্ষেপ না করায় দিল্লির বর্তমান সরকারকেও দোষ দেন তিনি ৷

দিল্লি বিধানসভা নির্বাচনের ঘোষণার পর থেকেই দলের প্রচারের মূল দায়িত্বে রয়েছেন BJP-র কার্যকরী সভাপতি জে পি নাড্ডা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এছাড়াও মন্ত্রিসভার মন্ত্রীরা ও BJP শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা শহরে বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার করবে ৷

8 ফেব্রুয়ারি দিল্লির 70টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে ৷ 11 ফেব্রুয়ারি নির্বাচনের ফল ঘোষণা করা হবে ৷

New Delhi, Feb 02 (ANI): Special CP of Law and Order for South Delhi, R.S. Krishnia, on February 02 informed about the police arrangements in Shaheen Bagh, where anti-CAA protests have been going on for almost two months. Asserting that the situation is under control, Krishnia said that to stop any untoward incident, police have made a multi-layered deployment with components from local police and paramilitary forces. Earlier in the day, scores of people turned up at Shaheen Bagh and showed their aggression against the ongoing protest against CAA and NRC.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.