দিল্লি, 3 ফেব্রুয়ারি : দিল্লি বিধানসভা নির্বাচনে আর বাকি মাত্র পাঁচ দিন ৷ যত সময় এগিয়ে আসছে, ততই তীব্র হয়ে উঠছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার ৷ এবার মাঠে নামতে চলেছেন প্রধানমন্ত্রীও ৷ আজ উত্তর দিল্লির করকরদুমা এলাকায় BJP-র হয়ে তাঁর প্রথম প্রচার শুরু করবেন নরেন্দ্র মোদি ৷
করকরদুমার CBD মাঠে প্রধানমন্ত্রীর এই নির্বাচনী প্রচারের আয়োজন করা হয়েছে ৷ দুপুর 2টো নাগাদ এই সভা হওয়ার কথা ৷ গতকাল দিল্লি পুলিশ কমিশনার অমূল্য পটনায়ক অন্যান্য পুলিশ আধিকারিকের সঙ্গে সভাস্থানটি ঘুরে দেখেন ৷
দিল্লি বিধানসভা নির্বাচনে মোদি BJP-র প্রধান মুখ ৷ BJP-র একজন নেতা জানান, আজকের প্রচার ছাড়াও আগামীকাল দক্ষিণ-পশ্চিম দিল্লির দ্বারকা এলাকায় আরও একটি প্রচারে যোগ দেবেন প্রধানমন্ত্রী ৷ প্রধানমন্ত্রীর ভোটের জন্য সাধারণ মানুষের কাছে আবেদন দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ৷ তাঁর আবেদনের পর দোটানায় রয়েছে এমন ভোটারদের কাছ থেকে ভোট আসবে বলেই মনে করছেন দলীয় কর্মীরা ৷ সূত্রের খবর, বাজেট ঘোষণার পরই এই দুই প্রচার পরিকল্পনা করা হয় ৷
গত বছর 22 ডিসেম্বর রামলীলা ময়দানে সভা করেছিলেন মোদি ৷ দেশের মানুষকে নাগরিকত্ব সংশোধনী আইন 2019 ও জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে ভুল বোঝানোর জন্য বিরোধী দলগুলিকে আক্রমণ করেন তিনি ৷ শহরে ক্রমাগত বেড়ে চলা দূষণে কোনও সঠিক পদক্ষেপ না করায় দিল্লির বর্তমান সরকারকেও দোষ দেন তিনি ৷
দিল্লি বিধানসভা নির্বাচনের ঘোষণার পর থেকেই দলের প্রচারের মূল দায়িত্বে রয়েছেন BJP-র কার্যকরী সভাপতি জে পি নাড্ডা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এছাড়াও মন্ত্রিসভার মন্ত্রীরা ও BJP শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা শহরে বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার করবে ৷
8 ফেব্রুয়ারি দিল্লির 70টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে ৷ 11 ফেব্রুয়ারি নির্বাচনের ফল ঘোষণা করা হবে ৷