ETV Bharat / bharat

পঙ্গপালের আশঙ্কায় দিল্লি বিমানবন্দরে জারি বিশেষ সর্তকতা - পঙ্গপাল

বিমান ওঠা নামার সময় পঙ্গপালের দল এসে পড়লে বিপদ হতে পারে । এই জন্য বিশেষ সর্তকতা জারি করল দিল্লির বিমানবন্দর কর্তৃপক্ষ ।

Delhi airport issued alert for Locust swarm
দিল্লি বিমানবন্দরে পঙ্গপালের আশঙ্কা
author img

By

Published : Jun 30, 2020, 10:14 PM IST

দিল্লি, 30 জুন : পঙ্গপালের আশঙ্কায় দিল্লি বিমানবন্দরে বিশেষ সর্তকতা জারি করা হল । প্রত্যেক বিমান সংস্থাকে উড়ানের সময় বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে । বিমানের সামনের অংশে পঙ্গপালের ঝাঁক এসে বসলে পাইলটদের দেখতে অসুবিধা হবে । এর ফলে বিমান ওঠা নামার সময় বিপদ হতে পারে ।

এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পঙ্গপালের দল সাধারণত মাটির থেকে কিছুটা উপরে থাকে । বিমান ওঠা নামার সময় ওই রাস্তা দিয়ে পঙ্গপালের দল গেলে ঝুঁকি থেকে যাবে । যদি বিমান চালানোর সময় পাইলটরা পঙ্গপাল দেখতে পান তাহলে যেন কন্ট্রোল রুমে জানানো হয় । সেরকম হলে বিমানের উড়ান বন্ধ রাখা হবে । পাশাপাশি বলা হয়েছে, পঙ্গপালের ঝড়ের মুখে যদি কোনও বিমান পড়ে, তাহলে সেই সময় যেসব সমস্যা তারা দেখতে পাবেন তা যেন ইঞ্জিনিয়ারদের বিস্তারিত জানান । বিমানবন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে আশেপাশের গ্রামে রাসায়নিক স্প্রে করেছে । পঙ্গপালকে রোধ করতে কৃষি জমিতে রাসায়নিক স্প্রে করা হয়েছে । এর আগে ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের পঙ্গপাল দেখা গেছিল । কিন্তু হাওয়ার গতি পরিবর্তিত হওয়ায় পঙ্গপাল অন্যদিকে চলে যায় ।

গত এক-দেড় মাস ধরে পাকিস্তান থেকে রাজস্থান হয়ে দেশের বিভিন্ন জায়গায় ঢুকেছে পঙ্গপালের দল । পঙ্গপালের হানায় বহু জমির ফসল নষ্ট হয়েছে । নিজেদের দেহের ওজনের থেকে বেশি মাপের খাবার খেতে পারে পঙ্গপাল । এক স্কোয়ার কিলোমিটার জুড়ে 40 মিলিয়ন পঙ্গপাল থাকতে পারে এবং এরা 35000 মানুষের খাবার একদিনে খেয়ে নিতে পারে । মে মাসে দেশে সবথেকে বেশি পঙ্গপালের হামলা হয়েছে । রাজস্থান, পাঞ্জাব, গুজরাত, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশে বিঘার পর বিঘা ফসল নষ্ট করেছে পঙ্গপাল । এরপরে আরও পঙ্গপালের হানা হতে পারে বলে সর্তকতা জারি করেছে কেন্দ্র ।

দিল্লি, 30 জুন : পঙ্গপালের আশঙ্কায় দিল্লি বিমানবন্দরে বিশেষ সর্তকতা জারি করা হল । প্রত্যেক বিমান সংস্থাকে উড়ানের সময় বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে । বিমানের সামনের অংশে পঙ্গপালের ঝাঁক এসে বসলে পাইলটদের দেখতে অসুবিধা হবে । এর ফলে বিমান ওঠা নামার সময় বিপদ হতে পারে ।

এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পঙ্গপালের দল সাধারণত মাটির থেকে কিছুটা উপরে থাকে । বিমান ওঠা নামার সময় ওই রাস্তা দিয়ে পঙ্গপালের দল গেলে ঝুঁকি থেকে যাবে । যদি বিমান চালানোর সময় পাইলটরা পঙ্গপাল দেখতে পান তাহলে যেন কন্ট্রোল রুমে জানানো হয় । সেরকম হলে বিমানের উড়ান বন্ধ রাখা হবে । পাশাপাশি বলা হয়েছে, পঙ্গপালের ঝড়ের মুখে যদি কোনও বিমান পড়ে, তাহলে সেই সময় যেসব সমস্যা তারা দেখতে পাবেন তা যেন ইঞ্জিনিয়ারদের বিস্তারিত জানান । বিমানবন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে আশেপাশের গ্রামে রাসায়নিক স্প্রে করেছে । পঙ্গপালকে রোধ করতে কৃষি জমিতে রাসায়নিক স্প্রে করা হয়েছে । এর আগে ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের পঙ্গপাল দেখা গেছিল । কিন্তু হাওয়ার গতি পরিবর্তিত হওয়ায় পঙ্গপাল অন্যদিকে চলে যায় ।

গত এক-দেড় মাস ধরে পাকিস্তান থেকে রাজস্থান হয়ে দেশের বিভিন্ন জায়গায় ঢুকেছে পঙ্গপালের দল । পঙ্গপালের হানায় বহু জমির ফসল নষ্ট হয়েছে । নিজেদের দেহের ওজনের থেকে বেশি মাপের খাবার খেতে পারে পঙ্গপাল । এক স্কোয়ার কিলোমিটার জুড়ে 40 মিলিয়ন পঙ্গপাল থাকতে পারে এবং এরা 35000 মানুষের খাবার একদিনে খেয়ে নিতে পারে । মে মাসে দেশে সবথেকে বেশি পঙ্গপালের হামলা হয়েছে । রাজস্থান, পাঞ্জাব, গুজরাত, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশে বিঘার পর বিঘা ফসল নষ্ট করেছে পঙ্গপাল । এরপরে আরও পঙ্গপালের হানা হতে পারে বলে সর্তকতা জারি করেছে কেন্দ্র ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.