ETV Bharat / bharat

দূষণে নাজেহাল দিল্লি, পরিস্থিতি গুরুতর - SAFAR

রাজ্যের রাজধানী ও দূষণপ্রবণ এলাকা গুলিতে বায়ু দূষণের ঝুঁকি মোকাবিলায় পথে নেমেছে সিসটেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ (SAFAR) ৷ আজ সকাল সাড়ে আটটা নাগাদ দিল্লির ধীরপুরে AQI ছিল 313 ও মথুরা রোডে ছিল 306 ৷ যা 'অত্যন্ত খারাপ' বিভাগের মধ্যে পড়ে ৷ তবে আশা করা যায় আগামীকাল গুণগত মানের সূচক 'খারাপ' থেকে 'মাঝারি' হতে পারে ৷

"খারাপ" দিল্লির আকাশ
author img

By

Published : Oct 13, 2019, 4:12 PM IST

দিল্লি, 13 অক্টোবর : দূষণে নাজেহাল রাজধানী ৷ বায়ুদূষণের গুণগত মান পর্যবেক্ষণের আজ চতুর্থ দিন ৷ রাজ্যের রাজধানী ও দূষণপ্রবণ এলাকা গুলিতে বায়ু দূষণের ঝুঁকি মোকাবিলায় পথে নেমেছে সিসটেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ (SAFAR) ৷

আজ তার চারদিন পরও দিল্লিতে বাতাসের গুণগত মানের কোনও পরিবর্তন হল না । বায়ুর গুণগত মানের সূচক অর্থাৎ এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) অনুযায়ী বাতাসের গুণগত মানের সূচক দাঁড়িয়েছে 266 - তে । বেশ কয়েকটি জায়গায় যার পরিমাণ আরও বেশি । তবে আশা করা যায় আগামীকাল গুণগত মানের সূচক 'খারাপ' থেকে 'মাঝারি' হতে পারে ৷ এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) অনুযায়ী, 0-50 এর মধ্যের AQI 'ভাল' , 51-100 'সন্তোষজনক' , 101-200 'মাঝারি' , 201-300 'খারাপ' , 301-400 'খুব খারাপ' , এবং 401-500 'মারাত্মক' / 'বিপজ্জনক' বিভাগের আওতায় চিহ্নিত করা হয় ৷

আজ সকাল সাড়ে আটটা নাগাদ দিল্লির ধীরপুরে AQI ছিল 313 ও মথুরা রোডে ছিল 306 ৷ যা 'অত্যন্ত খারাপ' বিভাগের মধ্যে পড়ে ৷ পুসাতে সূচক 245 , দিল্লি বিমানবন্দর টার্মিনাল 3-এ 290 এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী জায়গায় 300 ছিল ৷ সংস্থাটি স্থানীয়দের কাশি বা শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে হাঁপানি রোগীদের ওষুধ প্রস্তুত রাখার ও হৃদরোগীদের অস্বাভাবিক ক্লান্তির লক্ষণ দেখলে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছে ৷

১৫ ই অক্টোবর থেকে বায়ু দূষণের ঝুঁকি মোকাবেলায় পদক্ষেপগুলি দিল্লি ও তার আশেপাশের গুরুগ্রাম, নয়ডা, গাজিয়াবাদ ও ফরিদাবাদ অঞ্চলে গ্রেড রেসপন্স অ্যাকশন পরিকল্পনার অংশ হিসাবে কার্যকর হবে ৷ যা 2017 সালে দিল্লি-NCR-এ প্রয়োগ করা হয়েছিল ৷

দিল্লি, 13 অক্টোবর : দূষণে নাজেহাল রাজধানী ৷ বায়ুদূষণের গুণগত মান পর্যবেক্ষণের আজ চতুর্থ দিন ৷ রাজ্যের রাজধানী ও দূষণপ্রবণ এলাকা গুলিতে বায়ু দূষণের ঝুঁকি মোকাবিলায় পথে নেমেছে সিসটেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ (SAFAR) ৷

আজ তার চারদিন পরও দিল্লিতে বাতাসের গুণগত মানের কোনও পরিবর্তন হল না । বায়ুর গুণগত মানের সূচক অর্থাৎ এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) অনুযায়ী বাতাসের গুণগত মানের সূচক দাঁড়িয়েছে 266 - তে । বেশ কয়েকটি জায়গায় যার পরিমাণ আরও বেশি । তবে আশা করা যায় আগামীকাল গুণগত মানের সূচক 'খারাপ' থেকে 'মাঝারি' হতে পারে ৷ এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) অনুযায়ী, 0-50 এর মধ্যের AQI 'ভাল' , 51-100 'সন্তোষজনক' , 101-200 'মাঝারি' , 201-300 'খারাপ' , 301-400 'খুব খারাপ' , এবং 401-500 'মারাত্মক' / 'বিপজ্জনক' বিভাগের আওতায় চিহ্নিত করা হয় ৷

আজ সকাল সাড়ে আটটা নাগাদ দিল্লির ধীরপুরে AQI ছিল 313 ও মথুরা রোডে ছিল 306 ৷ যা 'অত্যন্ত খারাপ' বিভাগের মধ্যে পড়ে ৷ পুসাতে সূচক 245 , দিল্লি বিমানবন্দর টার্মিনাল 3-এ 290 এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী জায়গায় 300 ছিল ৷ সংস্থাটি স্থানীয়দের কাশি বা শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে হাঁপানি রোগীদের ওষুধ প্রস্তুত রাখার ও হৃদরোগীদের অস্বাভাবিক ক্লান্তির লক্ষণ দেখলে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছে ৷

১৫ ই অক্টোবর থেকে বায়ু দূষণের ঝুঁকি মোকাবেলায় পদক্ষেপগুলি দিল্লি ও তার আশেপাশের গুরুগ্রাম, নয়ডা, গাজিয়াবাদ ও ফরিদাবাদ অঞ্চলে গ্রেড রেসপন্স অ্যাকশন পরিকল্পনার অংশ হিসাবে কার্যকর হবে ৷ যা 2017 সালে দিল্লি-NCR-এ প্রয়োগ করা হয়েছিল ৷

Mahabalipuram (Tamil Nadu), Oct 12 (ANI): While addressing a press conference in Tamil Nadu's Mahabalipuram on October 11, Foreign Secretary of Ministry of External Affairs (MEA) Vijay Gokhale said, "There were some discussion on trade related and economic issues and how to enhance the trade volume and the trade value. It also included the issue of the trade deficit that exists and the unbalanced trade that exists." "Some of the other topics included the challenges that both countries face on account of terrorism, that radicalisation is matter of concern for both. And both would work together to see that radicalisation and terrorism did not affect fabric of our societies," Foreign Secretary added.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.