ETV Bharat / bharat

শাহিনবাগে বাড়িভাড়া নিয়ে বিবাদে যুবককে গুলি, গ্রেপ্তার 2

author img

By

Published : Jun 23, 2020, 9:45 PM IST

বাড়িভাড়া নিয়ে বিবাদের জেরে যুবককে খুনের অভিযোগ উঠল শাহিনবাগে । দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে ।

del
del

দিল্লি, 23 জুন : বাড়িভাড়া নিয়ে বিবাদের জেরে যুবককে গুলি করার অভিযোগ উঠল শাহিনবাগে । ওই যুবক জখম হন । তিনি হাসপাতালে চিকিৎসাধীন । বাড়িওয়ালার ছেলে শাদিয়াব আলি এবং তার বন্ধু সইফকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ ।

শাহিনবাগ এলাকার নৈ বস্তি । সেখানেই একটি ফ্ল্যাটে দুই বছর ভাড়া রয়েছেন মহসিন । ওই ফ্ল্যাটের মালিক ফইজ়ান আলি । শেষ তিন-চার মাস ফৈজ়ানকে বাড়ি ভাড়া দিতে পারেননি মহসিন । সেই নিয়ে তাঁদের মধ্যে বচসা বাধে ।

রবিবার ফইজ়ানের দুই মেয়ে মহসিনের ফ্ল্যাটে যান । সেখানে তাঁরা স্পষ্ট জানিয়ে আসেন, ভাড়া দিতে হবে নয়তো, বাড়ি ছেড়ে দিতে হবে । মহসিন তাঁর চার বন্ধু এবং ভাইকে ডাকে । সেইসময় ঘটনাস্থানে পৌঁছায় বাড়িওয়ালার দুই ছেলে শাদিয়াব আলি এবং ফয়জ়ইয়াব আলি । তাদের কয়েকজন বন্ধুও সেখানে যান । ছিলেন সইফও ।

দুই পক্ষের মধ্যে বচসা বাধে । কথায় কথা বাড়ে । পরিস্থিতি আরও উত্তপ্ত হয় । সেইসময় ফইজ়ইয়াব মহসিনের বন্ধু মুসামিনের উদ্দেশে গুলি চালায় । জখম হন মুসামিন । দেশি একটি পিস্তল তার কাছে ছিল বলে জানিয়েছেন DSP আর পি মিনা ।

মুসামিনকে হোলি ফ্যামিলি হাসপাতালে ভরতি করা হয় । সেখানে তিনি চিকিৎসাধীন । অভিযুক্তদের মধ্যে শাদিয়াব এবং সইফকে গ্রেপ্তার করেছে পুলিশ । ঘটনার তদন্ত শুরু করা হয়েছে পুলিশের তরফে জানানো হয়েছে ।

দিল্লি, 23 জুন : বাড়িভাড়া নিয়ে বিবাদের জেরে যুবককে গুলি করার অভিযোগ উঠল শাহিনবাগে । ওই যুবক জখম হন । তিনি হাসপাতালে চিকিৎসাধীন । বাড়িওয়ালার ছেলে শাদিয়াব আলি এবং তার বন্ধু সইফকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ ।

শাহিনবাগ এলাকার নৈ বস্তি । সেখানেই একটি ফ্ল্যাটে দুই বছর ভাড়া রয়েছেন মহসিন । ওই ফ্ল্যাটের মালিক ফইজ়ান আলি । শেষ তিন-চার মাস ফৈজ়ানকে বাড়ি ভাড়া দিতে পারেননি মহসিন । সেই নিয়ে তাঁদের মধ্যে বচসা বাধে ।

রবিবার ফইজ়ানের দুই মেয়ে মহসিনের ফ্ল্যাটে যান । সেখানে তাঁরা স্পষ্ট জানিয়ে আসেন, ভাড়া দিতে হবে নয়তো, বাড়ি ছেড়ে দিতে হবে । মহসিন তাঁর চার বন্ধু এবং ভাইকে ডাকে । সেইসময় ঘটনাস্থানে পৌঁছায় বাড়িওয়ালার দুই ছেলে শাদিয়াব আলি এবং ফয়জ়ইয়াব আলি । তাদের কয়েকজন বন্ধুও সেখানে যান । ছিলেন সইফও ।

দুই পক্ষের মধ্যে বচসা বাধে । কথায় কথা বাড়ে । পরিস্থিতি আরও উত্তপ্ত হয় । সেইসময় ফইজ়ইয়াব মহসিনের বন্ধু মুসামিনের উদ্দেশে গুলি চালায় । জখম হন মুসামিন । দেশি একটি পিস্তল তার কাছে ছিল বলে জানিয়েছেন DSP আর পি মিনা ।

মুসামিনকে হোলি ফ্যামিলি হাসপাতালে ভরতি করা হয় । সেখানে তিনি চিকিৎসাধীন । অভিযুক্তদের মধ্যে শাদিয়াব এবং সইফকে গ্রেপ্তার করেছে পুলিশ । ঘটনার তদন্ত শুরু করা হয়েছে পুলিশের তরফে জানানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.