দিল্লি, ১৭ মার্চ : ভারতীয় সেনার জন্য ১০ লাখ মাল্টি মোড হ্যান্ড গ্রেনেড কেনার প্রস্তাব বিবেচনা করছে প্রতিরক্ষামন্ত্রক। সেজন্য ৫০০ কোটি টাকা ব্যয় হবে। সংবাদসংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে এক সরকারি আধিকারিক বলেন, "চলতি সপ্তাহে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক হবে। সেখানেই মেক ইন ইন্ডিয়ার অধীনে তৈরি হ্যান্ড গ্রেনেড কেনার প্রস্তাবটি বিবেচনা করে দেখা হবে।"
বর্তমানে সেনাবাহিনীতে HE-36 গ্রেনেড ব্যবহার করা হয়। যা অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডে তৈরি করা হয়। মাল্টি মোড হ্যান্ড গ্রেনেডটি তৈরি করেছে DRDO (ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশন)। যুদ্ধের সময় বা শত্রুপক্ষের আক্রমণ মোকাবিলার ক্ষেত্রে হ্যান্ড গ্রেনেড অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সম্প্রতি সেনাবাহিনীর অস্ত্রের ভান্ডারকে উন্নত করতে অ্যামেরিকার একটি সংস্থার থেকে ৭৫ হাজার সিগ সাওয়ার রাইফেল কেনার চুক্তি করেছে কেন্দ্রীয় সরকার। অপরদিকে, অত্যাধুনিক AK-২০৩ রাইফেলের প্রযুক্তি পাওয়ার জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে ভারত। চুক্তি অনুসারে ভারতে প্রায় ৭ লাখ ৫০ হাজার রাইফেল তৈরি হবে। এই রাইফেলগুলি ভারতীয় সেনার হাতে তুলে দেওয়া হবে।