ETV Bharat / bharat

হাসপাতালে অভিনন্দনের সঙ্গে দেখা করলেন প্রতিরক্ষামন্ত্রী - india

উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের সঙ্গে দেখা করলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন।

নির্মলা সীতারমন
author img

By

Published : Mar 2, 2019, 11:47 PM IST

দিল্লি, ২ মার্চ : দেশে ফেরার পর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের সঙ্গে দেখা করলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন ও এয়ার চিফ মার্শাল বিরেন্দর সিং ধানোয়া। পাকিস্তান থেকে দেশে ফেরার পর আজ হাসপাতালে অভিনন্দনের সঙ্গে দেখা করতে যান প্রতিরক্ষামন্ত্রী। গতকাল দীর্ঘ টালবাহানার পর অবশেষে আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে রাত ৯টা ২১ মিনিটে দেশের মাটিতে পা রাখেন উইং কমান্ডার অভিনন্দন।

পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ডের বালাকোটে জইশের তিনটি ট্রেনিং ক্যাম্পে গত মঙ্গলবার ভারতীয় বায়ুসেনার অভিযানের পর বুধবার ভারতের আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানি বায়ুসেনার একটি F-১৬ যুদ্ধবিমান। সেটিকে পালটা তাড়া করে ভারতীয় বায়ুসেনার কয়েকটি বিমান। এর মধ্যে একটি MiG-২১ বাইসন বিমান চালাচ্ছিলেন অভিনন্দন। তিনি পাকিস্তানি বায়ুসেনার একটি F-১৬ বিমানকে ঘায়েল করেন।

কিন্তু পাকিস্তানের বিমানের পালটা মিজ়াইল হানায় অভিনন্দনের বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। বিমানটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় অভিনন্দন বিমান থেকে প্যারাসুটে ঝাঁপ দেন। পরে পাকিস্তানের সেনা তাঁকে নিজেদের হেপাজতে নেয়। বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ঘোষণা করেন, অভিনন্দনকে ছেড়ে দেওয়া হবে। অবশেষে গতকাল রাত ৯টা ২১ মিনিটে দেশের মাটিতে পা রাখেন অভিনন্দন বর্তমান।

undefined

দিল্লি, ২ মার্চ : দেশে ফেরার পর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের সঙ্গে দেখা করলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন ও এয়ার চিফ মার্শাল বিরেন্দর সিং ধানোয়া। পাকিস্তান থেকে দেশে ফেরার পর আজ হাসপাতালে অভিনন্দনের সঙ্গে দেখা করতে যান প্রতিরক্ষামন্ত্রী। গতকাল দীর্ঘ টালবাহানার পর অবশেষে আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে রাত ৯টা ২১ মিনিটে দেশের মাটিতে পা রাখেন উইং কমান্ডার অভিনন্দন।

পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ডের বালাকোটে জইশের তিনটি ট্রেনিং ক্যাম্পে গত মঙ্গলবার ভারতীয় বায়ুসেনার অভিযানের পর বুধবার ভারতের আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানি বায়ুসেনার একটি F-১৬ যুদ্ধবিমান। সেটিকে পালটা তাড়া করে ভারতীয় বায়ুসেনার কয়েকটি বিমান। এর মধ্যে একটি MiG-২১ বাইসন বিমান চালাচ্ছিলেন অভিনন্দন। তিনি পাকিস্তানি বায়ুসেনার একটি F-১৬ বিমানকে ঘায়েল করেন।

কিন্তু পাকিস্তানের বিমানের পালটা মিজ়াইল হানায় অভিনন্দনের বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। বিমানটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় অভিনন্দন বিমান থেকে প্যারাসুটে ঝাঁপ দেন। পরে পাকিস্তানের সেনা তাঁকে নিজেদের হেপাজতে নেয়। বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ঘোষণা করেন, অভিনন্দনকে ছেড়ে দেওয়া হবে। অবশেষে গতকাল রাত ৯টা ২১ মিনিটে দেশের মাটিতে পা রাখেন অভিনন্দন বর্তমান।

undefined

Umaria (MP), Mar 02 (ANI):While addressing a public rally in Madhya Pradesh's Umaria, BJP president Amit Shah on Saturday said, "Today Pakistan has been isolated internationally and nobody is ready to support it. This kind of diplomatic victory can only be brought by BJP's Narendra Modi government." His comments came at 'Vijay Sankalp Bike Rally'.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.