ETV Bharat / bharat

বাংলায় রাষ্ট্রপতি শাসন ? শাহের মন্তব্য ঘিরে শুরু জল্পনা

author img

By

Published : Oct 18, 2020, 5:13 PM IST

রাজ্যে দলীয় কর্মী এবং বিধায়কের মৃত্যুর পর সরব হয় BJP । এমনকী রাষ্ট্রপতির কাছে গিয়েও পশ্চিমবঙ্গের আইন-প্রশাসন নিয়ে রীতিমতো নালিশ করে তারা । বারবার প্রশাসনিক ব্যবস্থার সমালোচনা করে ।

Amit Shah
Amit Shah

দিল্লি, 18 অক্টোবর : পশ্চিমবঙ্গে কি জারি হবে রাষ্ট্রপতি শাসন ? অমিত শাহের মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা । বারবার BJP নেতৃত্ব রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছে । এবার কি সেই আশঙ্কাই সত্যি হবে ? BJP-র রাজ্য নেতৃত্বের সুরেই সুর টেনে পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যবস্থার তীব্র সমালোচনা করেন অমিত শাহ । শাহের অভিযোগ, "জেলায় জেলায় বোমা তৈরির কারখানা চলছে ।" তবে এর পালটা জবাব দেয় তৃণমূলও । বলে, আগে গুজরাত ও উত্তরপ্রদেশের পরিস্থিতি দেখুন ।

রাজ্যে দলীয় কর্মী এবং বিধায়কের মৃত্যুর পরে সরব হয় BJP । এই ইশুতে তারা ছেড়ে কথা বলবে না, স্পষ্ট বুঝিয়ে দেয় । এমনকী রাষ্ট্রপতির কাছে গিয়েও পশ্চিমবঙ্গের আইন-প্রশাসন নিয়ে রীতিমতো নালিশ করে তারা । বারবার প্রশাসনিক ব্যবস্থার সমালোচনা করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও । এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গলায়ও সেই একই সুর শোনা গেল ।

সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাংলার আইন-শৃঙ্খলার সমালোচনা করেন শাহ । বলেন, "আমি স্বীকার করছি পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলার অবস্থা খুব খারাপ । রাষ্ট্রপতি শাসন নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের কথা বলা হলে, প্রথম আমাদের সাংবিধানিক পদ্ধতিতে বিষয়টি দেখতে হবে । এবং রাজ্যপালের রিপোর্টও দেখতে হবে ।"

BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় এবং বাবুল সু্প্রিয় রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানিয়েছেন । তবে তাঁদের দাবির বিষয়ে কী বলবেন ? প্রশ্ন করা হয় স্বরাষ্ট্রমন্ত্রীকে । তিনি বলেন, রাজনৈতিক নেতা হিসেবে তাঁদের অবস্থান যুক্তিযুক্ত । কিন্তু বাংলায় আইন-শৃঙ্খলার পরিস্থিতি খুব খারাপ ।

তবে কি বর্তমান পরিস্থিতি রাষ্ট্রপতি শাসন জারি করার মতো নয় ? শাহের উত্তর ছিল, "না । আমি তা বলিনি । আমি বলেছি তাঁদের চাওয়ায় কোনও ভুল নেই । "

BJP নেতা ও বিধায়কের রহস্যমৃত্যু ইত্যাদি প্রসঙ্গ টেনেও তৃণমূলকে আক্রমণ করেন শাহ । তিনি বলেন, "বাংলায় দুর্নীতি চূড়ান্ত পর্যায়ে । প্রতি জেলায় বেআইনি বোমা তৈরির কারখানা চলছে । পরিস্থিতি প্রচণ্ড খারাপ । হিংসা মারাত্মক পর্যায়ে । অন্যান্য রাজ্যে পরিস্থিতি এরকম না । আগে এরকম হিংসা কেরালায় প্রায়ই চলত । কিন্তু সেখানে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে ।"

পরের বছর বাংলায় পরিবর্তন আসবেই । নরেন্দ্র মোদির নেতৃত্বে একুশের নির্বাচনে BJP সরকার গড়বেই বলে কার্যত নিশ্চিত অমিত শাহ ।

তবে শাহের এই মন্তব্যের পর চুপ করে নেই তৃণমূলও । তারাও পালটা জবাব দেয় । উত্তরপ্রদেশ ও গুজরাতের পরিস্থিতির দিকে আঙুল তুলে বলে, আগে সেইদিকে দেখুন ! রাজ্যসভার তৃণমূল সদস্য ডেরেক ও'ব্রায়েন শাহের জবাব দিয়ে পালটা বিবৃতি প্রকাশ করেন ।

তিনি বলেন, "মৃতের সংখ্যা গুনতে ওরা উঠেপড়ে লেগেছে । এখন BJP যক্ষ্মা এবং ক্যানসারের মৃত্যুকেও রাজনৈতিক খুন বলে চালাতে চাইছে । কেন তারা BJP-র গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কথা বলে না ? CPI(M) শাসনকালে বাংলার পরিস্থিতি তাদের খতিয়ে দেখা উচিত । এখন পরিস্থিতিও খতিয়ে দেখা উচিত । তৃণমূল শান্তিতে বিশ্বাস করে । হয়ত অমিত শাহজির গুজরাত এবং উত্তরপ্রদেশের দিকে নজর দেওয়া উচিত । অন্তত, তিনি খুব ভালো করে 'রাজনৈতিক খুন'-র বিষয়ে জানেন । "

অমিত শাহের মন্তব্য প্রকাশ্যে আসার পরেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে । তবে কি বাংলায় রাষ্ট্রপতি শাসনেরই ইঙ্গিত দিলেন তিনি? সেই বিষয়ে যদিও স্পষ্ট নয় । তবে বাংলায় একুশে নির্বাচনের আগে BJP যে এক ইঞ্চিও জমি ছাড়বে না তা আরও একবার স্পষ্ট করে দেন । তাঁর হুঁশিয়ার বার্তা তৃণমূলকে ভাবাচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ।

দিল্লি, 18 অক্টোবর : পশ্চিমবঙ্গে কি জারি হবে রাষ্ট্রপতি শাসন ? অমিত শাহের মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা । বারবার BJP নেতৃত্ব রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছে । এবার কি সেই আশঙ্কাই সত্যি হবে ? BJP-র রাজ্য নেতৃত্বের সুরেই সুর টেনে পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যবস্থার তীব্র সমালোচনা করেন অমিত শাহ । শাহের অভিযোগ, "জেলায় জেলায় বোমা তৈরির কারখানা চলছে ।" তবে এর পালটা জবাব দেয় তৃণমূলও । বলে, আগে গুজরাত ও উত্তরপ্রদেশের পরিস্থিতি দেখুন ।

রাজ্যে দলীয় কর্মী এবং বিধায়কের মৃত্যুর পরে সরব হয় BJP । এই ইশুতে তারা ছেড়ে কথা বলবে না, স্পষ্ট বুঝিয়ে দেয় । এমনকী রাষ্ট্রপতির কাছে গিয়েও পশ্চিমবঙ্গের আইন-প্রশাসন নিয়ে রীতিমতো নালিশ করে তারা । বারবার প্রশাসনিক ব্যবস্থার সমালোচনা করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও । এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গলায়ও সেই একই সুর শোনা গেল ।

সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাংলার আইন-শৃঙ্খলার সমালোচনা করেন শাহ । বলেন, "আমি স্বীকার করছি পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলার অবস্থা খুব খারাপ । রাষ্ট্রপতি শাসন নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের কথা বলা হলে, প্রথম আমাদের সাংবিধানিক পদ্ধতিতে বিষয়টি দেখতে হবে । এবং রাজ্যপালের রিপোর্টও দেখতে হবে ।"

BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় এবং বাবুল সু্প্রিয় রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানিয়েছেন । তবে তাঁদের দাবির বিষয়ে কী বলবেন ? প্রশ্ন করা হয় স্বরাষ্ট্রমন্ত্রীকে । তিনি বলেন, রাজনৈতিক নেতা হিসেবে তাঁদের অবস্থান যুক্তিযুক্ত । কিন্তু বাংলায় আইন-শৃঙ্খলার পরিস্থিতি খুব খারাপ ।

তবে কি বর্তমান পরিস্থিতি রাষ্ট্রপতি শাসন জারি করার মতো নয় ? শাহের উত্তর ছিল, "না । আমি তা বলিনি । আমি বলেছি তাঁদের চাওয়ায় কোনও ভুল নেই । "

BJP নেতা ও বিধায়কের রহস্যমৃত্যু ইত্যাদি প্রসঙ্গ টেনেও তৃণমূলকে আক্রমণ করেন শাহ । তিনি বলেন, "বাংলায় দুর্নীতি চূড়ান্ত পর্যায়ে । প্রতি জেলায় বেআইনি বোমা তৈরির কারখানা চলছে । পরিস্থিতি প্রচণ্ড খারাপ । হিংসা মারাত্মক পর্যায়ে । অন্যান্য রাজ্যে পরিস্থিতি এরকম না । আগে এরকম হিংসা কেরালায় প্রায়ই চলত । কিন্তু সেখানে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে ।"

পরের বছর বাংলায় পরিবর্তন আসবেই । নরেন্দ্র মোদির নেতৃত্বে একুশের নির্বাচনে BJP সরকার গড়বেই বলে কার্যত নিশ্চিত অমিত শাহ ।

তবে শাহের এই মন্তব্যের পর চুপ করে নেই তৃণমূলও । তারাও পালটা জবাব দেয় । উত্তরপ্রদেশ ও গুজরাতের পরিস্থিতির দিকে আঙুল তুলে বলে, আগে সেইদিকে দেখুন ! রাজ্যসভার তৃণমূল সদস্য ডেরেক ও'ব্রায়েন শাহের জবাব দিয়ে পালটা বিবৃতি প্রকাশ করেন ।

তিনি বলেন, "মৃতের সংখ্যা গুনতে ওরা উঠেপড়ে লেগেছে । এখন BJP যক্ষ্মা এবং ক্যানসারের মৃত্যুকেও রাজনৈতিক খুন বলে চালাতে চাইছে । কেন তারা BJP-র গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কথা বলে না ? CPI(M) শাসনকালে বাংলার পরিস্থিতি তাদের খতিয়ে দেখা উচিত । এখন পরিস্থিতিও খতিয়ে দেখা উচিত । তৃণমূল শান্তিতে বিশ্বাস করে । হয়ত অমিত শাহজির গুজরাত এবং উত্তরপ্রদেশের দিকে নজর দেওয়া উচিত । অন্তত, তিনি খুব ভালো করে 'রাজনৈতিক খুন'-র বিষয়ে জানেন । "

অমিত শাহের মন্তব্য প্রকাশ্যে আসার পরেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে । তবে কি বাংলায় রাষ্ট্রপতি শাসনেরই ইঙ্গিত দিলেন তিনি? সেই বিষয়ে যদিও স্পষ্ট নয় । তবে বাংলায় একুশে নির্বাচনের আগে BJP যে এক ইঞ্চিও জমি ছাড়বে না তা আরও একবার স্পষ্ট করে দেন । তাঁর হুঁশিয়ার বার্তা তৃণমূলকে ভাবাচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.