ETV Bharat / bharat

5 সেপ্টেম্বর পর্যন্ত রক্ষাকবচ চিদম্বরমকে

INX মিডিয়া সংক্রান্ত ED-র মামলায় চিদম্বরমকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত রক্ষাকবচ দিল আদালত ।

5 সেপ্টেম্বর পর্যন্ত রক্ষাকবচ চিদম্বরমকে
author img

By

Published : Aug 29, 2019, 7:17 PM IST

দিল্লি, 29 অগাস্ট : INX মিডিয়া সংক্রান্ত ED-র মামলায় চিদম্বরমকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত রক্ষাকবচ দিল আদালত । তবে ED মামলায় রেহাই পেলেও আপাতত সোমবার পর্যন্ত CBI হেপাজতে থাকতে হবে তাঁকে ।

আজ এই মামলার শুনানি চলাকালীন ED-র তরফে সলিসিটর জেনেরাল তুষার মেহতা বলেন, "অর্থ পাচার সমাজ ও জাতির বিরুদ্ধে সংঘটিত অপরাধ । তাই INX মিডিয়া মামলায় চিদম্বরমকে হেপাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইছি ।"

এরপর বিচারপতি আর ভানুমতী এবং এ এস বোপান্না চিদম্বরমের বিরুদ্ধে প্রমাণ দেখতে চাইলে তুষার মেহতা শীর্ষ আদালতকে বলেন, "যে সমস্ত নথি সংগৃহীত হয়েছে তা এখনই দেখানো যাচ্ছে না, কারণ সেক্ষেত্রে লেনদেনের যাবতীয় হিসাব মুছে ফেলার আশঙ্কা রয়েছে ।" এরপর আদালত জানায়, ED-কে একটি বন্ধ খামে সমস্ত নথি ও প্রমাণ জমা দিতে হবে ।

পি চিদম্বরমের বিরুদ্ধে অভিযোগ কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন 2007 সালে বিদেশ থেকে 305 কোটি টাকার তহবিল পাওয়ার জন্য INX মিডিয়াকে সুবিধা পাইয়ে দিয়েছিলেন তিনি । বিনিময়ে তাঁর ছেলে কার্তি চিদম্বরমের সংস্থাকে বিরাট অঙ্কের ঘুষ দেয় INX মিডিয়া ।

এর আগে পরপর তিনদিন ED মামলায় একদিন করে অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন চিদম্বরম ।

দিল্লি, 29 অগাস্ট : INX মিডিয়া সংক্রান্ত ED-র মামলায় চিদম্বরমকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত রক্ষাকবচ দিল আদালত । তবে ED মামলায় রেহাই পেলেও আপাতত সোমবার পর্যন্ত CBI হেপাজতে থাকতে হবে তাঁকে ।

আজ এই মামলার শুনানি চলাকালীন ED-র তরফে সলিসিটর জেনেরাল তুষার মেহতা বলেন, "অর্থ পাচার সমাজ ও জাতির বিরুদ্ধে সংঘটিত অপরাধ । তাই INX মিডিয়া মামলায় চিদম্বরমকে হেপাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইছি ।"

এরপর বিচারপতি আর ভানুমতী এবং এ এস বোপান্না চিদম্বরমের বিরুদ্ধে প্রমাণ দেখতে চাইলে তুষার মেহতা শীর্ষ আদালতকে বলেন, "যে সমস্ত নথি সংগৃহীত হয়েছে তা এখনই দেখানো যাচ্ছে না, কারণ সেক্ষেত্রে লেনদেনের যাবতীয় হিসাব মুছে ফেলার আশঙ্কা রয়েছে ।" এরপর আদালত জানায়, ED-কে একটি বন্ধ খামে সমস্ত নথি ও প্রমাণ জমা দিতে হবে ।

পি চিদম্বরমের বিরুদ্ধে অভিযোগ কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন 2007 সালে বিদেশ থেকে 305 কোটি টাকার তহবিল পাওয়ার জন্য INX মিডিয়াকে সুবিধা পাইয়ে দিয়েছিলেন তিনি । বিনিময়ে তাঁর ছেলে কার্তি চিদম্বরমের সংস্থাকে বিরাট অঙ্কের ঘুষ দেয় INX মিডিয়া ।

এর আগে পরপর তিনদিন ED মামলায় একদিন করে অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন চিদম্বরম ।

Gurugram (Haryana), Aug 29 (ANI): A toll plaza female employee slapped by a car driver on August 29, following some argument over toll charges. The incident took place at Kherki Daula toll plaza in Gurugram. The whole incident captured in CCTV camera.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.