ETV Bharat / bharat

জলমগ্ন উত্তরপ্রদেশ, বিহার ; মৃতের সংখ্যা শতাধিক - Bihar

বৃষ্টির জেরে বৃহস্পতিবার থেকে এখনও পর্যন্ত উত্তরপ্রদেশ ও বিহারে মৃতের সংখ্যা 100 শতাধিক ।

উত্তরপ্রদেশ, বিহারে জল-ছবি
author img

By

Published : Sep 30, 2019, 1:01 PM IST

Updated : Sep 30, 2019, 3:12 PM IST

পটনা, 30 সেপ্টেম্বর : বিহার ও উত্তরপ্রদেশে একটানা ভারী বৃষ্টির জেরে তৈরি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি । গত কয়েকদিন ধরে অতিবৃষ্টির কবলে পড়েছে উত্তরপ্রদেশ । বৃষ্টির জেরে বৃহস্পতিবার থেকে এখনও পর্যন্ত এই রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 87 । বিপদসীমার উপর দিয়ে বইছে নদীগুলি । উত্তরপ্রদেশের সব থেকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে জানপুর, প্রয়াগরাজ ও বারাণসী । মৃতদের পরিবার পিছু 4 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।

এদিকে অতিবৃষ্টির কবলে পড়েছে বিহারও । সেখানে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 27 জনের । রাজধানী পটনা সহ বিস্তীর্ণ এলাকা জলের তলায় । পটনার সমস্ত স্কুল মঙ্গলবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । জল জমে যাওয়ার কারণে অনেক বাসিন্দা এখনও নিজেদের বাড়িতে আটকে রয়েছেন । চলছে উদ্ধারকাজ । বিহারের ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলিতে মোতায়েন করা হয়েছে NDRF-এর 19টি দল । ভারী বৃষ্টির জেরে বিহারের 15টি জেলায় আবহাওয়া অফিসের তরফে লাল সতর্কতা জারি করা হয়েছে । বন্যায় আটকে থাকা লোকজনকে উদ্ধারের জন্য বায়ুসেনার কাছে আবেদন করেছে বিহার সরকার ।

বিপদসীমার উপর দিয়ে বইছে নদীগুলি
বিপদসীমার উপর দিয়ে বইছে নদীগুলি

উত্তরপ্রদেশ এবং বিহার ছাড়া উত্তরাখণ্ড, রাজস্থান, মধ্যপ্রদেশ ও জম্মু-কাশ্মীরে চলছে বৃষ্টি । গত কয়েক দিনে রাজস্থান ও মধ্যপ্রদেশে বৃষ্টিতে ছ'জনের মৃত্যু হয়েছে । একজনের মৃত্যু হয়েছে জম্মু ও কাশ্মীরে । রাজস্থানের উদয়পুরের থোবওয়ারাতে সরকারি স্কুলের দেওয়াল ভেঙে পড়ে তিনজন ছাত্রের মৃত্যু হয়েছে ।

রাজধানী পটনা সহ বিস্তীর্ণ এলাকা জলের তলায়
রাজধানী পটনা সহ বিস্তীর্ণ এলাকা জলের তলায়

ভারী বৃষ্টিতে জনজীবন স্তব্ধ হয়ে গেছে উত্তরের এই রাজ্যগুলিতে । বন্যা পরিস্থিতির জেরে 25টি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে । বাতিল করা হয়েছে আরও বেশ কয়েকটি ট্রেন ।

পটনা, 30 সেপ্টেম্বর : বিহার ও উত্তরপ্রদেশে একটানা ভারী বৃষ্টির জেরে তৈরি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি । গত কয়েকদিন ধরে অতিবৃষ্টির কবলে পড়েছে উত্তরপ্রদেশ । বৃষ্টির জেরে বৃহস্পতিবার থেকে এখনও পর্যন্ত এই রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 87 । বিপদসীমার উপর দিয়ে বইছে নদীগুলি । উত্তরপ্রদেশের সব থেকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে জানপুর, প্রয়াগরাজ ও বারাণসী । মৃতদের পরিবার পিছু 4 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।

এদিকে অতিবৃষ্টির কবলে পড়েছে বিহারও । সেখানে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 27 জনের । রাজধানী পটনা সহ বিস্তীর্ণ এলাকা জলের তলায় । পটনার সমস্ত স্কুল মঙ্গলবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । জল জমে যাওয়ার কারণে অনেক বাসিন্দা এখনও নিজেদের বাড়িতে আটকে রয়েছেন । চলছে উদ্ধারকাজ । বিহারের ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলিতে মোতায়েন করা হয়েছে NDRF-এর 19টি দল । ভারী বৃষ্টির জেরে বিহারের 15টি জেলায় আবহাওয়া অফিসের তরফে লাল সতর্কতা জারি করা হয়েছে । বন্যায় আটকে থাকা লোকজনকে উদ্ধারের জন্য বায়ুসেনার কাছে আবেদন করেছে বিহার সরকার ।

বিপদসীমার উপর দিয়ে বইছে নদীগুলি
বিপদসীমার উপর দিয়ে বইছে নদীগুলি

উত্তরপ্রদেশ এবং বিহার ছাড়া উত্তরাখণ্ড, রাজস্থান, মধ্যপ্রদেশ ও জম্মু-কাশ্মীরে চলছে বৃষ্টি । গত কয়েক দিনে রাজস্থান ও মধ্যপ্রদেশে বৃষ্টিতে ছ'জনের মৃত্যু হয়েছে । একজনের মৃত্যু হয়েছে জম্মু ও কাশ্মীরে । রাজস্থানের উদয়পুরের থোবওয়ারাতে সরকারি স্কুলের দেওয়াল ভেঙে পড়ে তিনজন ছাত্রের মৃত্যু হয়েছে ।

রাজধানী পটনা সহ বিস্তীর্ণ এলাকা জলের তলায়
রাজধানী পটনা সহ বিস্তীর্ণ এলাকা জলের তলায়

ভারী বৃষ্টিতে জনজীবন স্তব্ধ হয়ে গেছে উত্তরের এই রাজ্যগুলিতে । বন্যা পরিস্থিতির জেরে 25টি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে । বাতিল করা হয়েছে আরও বেশ কয়েকটি ট্রেন ।

Chennai, Sep 30 (ANI): Prime Minister Narendra Modi attended Singapore-India Hackathon 2019 at Indian Institutes of Technology (IIT) in Chennai on September 30. PM Modi facilitated students and given award to the winners. While addressing the event, the Prime Minister congratulated the students those who won the prize for Singapore-India Hackathon 2019. He said, "I congratulate the winners of the Hackathon and each and every young friend assembled here. Your willingness to confront challenges and find workable solutions is of much great value than just winning a competition."

Last Updated : Sep 30, 2019, 3:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.