ETV Bharat / bharat

এনসেফ্যালাইটিসে বিহারে মৃত বেড়ে 128 - Chiled death,

বিহারে শিশুমৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল 128 । আজ মুজ়াফ্ফরপুরের শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে (SKMCH) আরও পাঁচ শিশুর মৃত্যু হয় ।

হাসপাতালে ভরতি এনসেফ্যালাইটিসে আক্রান্তেরা
author img

By

Published : Jun 19, 2019, 7:43 PM IST

Updated : Jun 20, 2019, 10:07 AM IST

বিহার, 19 জুন : বিহারে বাড়ল শিশুদের মৃত্যু মিছিল । মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল 128 । আজ মুজ়াফ্ফরপুরের শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে (SKMCH) আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে ।

আজ শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের (SKMCH) সুপার সুনীল কুমার শাহি বলেন, "হাসপাতালের ICU-তে 68 জন এনসেফ্যালাইটিসে আক্রান্ত শিশুর চিকিৎসা চলছে । আর 65 জন শিশু ওয়ার্ডে ভরতি রয়েছে । তার মধ্যে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে ।" সাংবাদিক বৈঠকে শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের (SKMCH) সুপার বলেন, আক্রান্ত শিশুদের অভিভাবকরা যত দ্রুত হাসপাতালে নিয়ে আসবেন, তত দ্রুত শিশুরা আরোগ্যলাভ করবে ।

হাসপাতালের সুপার আরও জানান, এখনও পর্যন্ত 372 জন শিশু ভরতি রয়েছে । যাদের মধ্যে 118 জন শিশুকে ছেড়ে দেওয়া হয়েছে । আরও 57 জন শিশুকে দ্রুত ছেড়ে দেওয়া হবে । গত রবিবারই ওই হাসপাতালে (SKMCH) পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন । সেখানে গিয়ে এনসেফ্যালাইটিসে আক্রান্ত শিশুদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী । পরে পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসক ও জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয়মন্ত্রী ।

যদিও (SKMCH)-র অব্যবস্থা নিয়ে অভিযোগ তুলেছেন আক্রান্ত শিশুদের অভিভাবকরা । তাঁরা বলেন, হাসপাতালে রোগীর সংখ্যা বাড়লে সেই তুলনায় শয্যার সংখ্যা কম । একই শয্যাতে 2-3 জন শিশুকে রেখে চিকিৎসা চলছে । সেই সঙ্গে রয়েছে বিদ্যুৎ বিভ্রাট । এ প্রসঙ্গে হাসপাতালের সুপার বলেন, দ্রুত এই সমস্যা মিটে যাবে । কারণ, সুস্থ হওয়ার পর অনেক শিশুদের ছেড়ে দেওয়া হয়েছে ।

বিহার, 19 জুন : বিহারে বাড়ল শিশুদের মৃত্যু মিছিল । মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল 128 । আজ মুজ়াফ্ফরপুরের শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে (SKMCH) আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে ।

আজ শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের (SKMCH) সুপার সুনীল কুমার শাহি বলেন, "হাসপাতালের ICU-তে 68 জন এনসেফ্যালাইটিসে আক্রান্ত শিশুর চিকিৎসা চলছে । আর 65 জন শিশু ওয়ার্ডে ভরতি রয়েছে । তার মধ্যে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে ।" সাংবাদিক বৈঠকে শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের (SKMCH) সুপার বলেন, আক্রান্ত শিশুদের অভিভাবকরা যত দ্রুত হাসপাতালে নিয়ে আসবেন, তত দ্রুত শিশুরা আরোগ্যলাভ করবে ।

হাসপাতালের সুপার আরও জানান, এখনও পর্যন্ত 372 জন শিশু ভরতি রয়েছে । যাদের মধ্যে 118 জন শিশুকে ছেড়ে দেওয়া হয়েছে । আরও 57 জন শিশুকে দ্রুত ছেড়ে দেওয়া হবে । গত রবিবারই ওই হাসপাতালে (SKMCH) পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন । সেখানে গিয়ে এনসেফ্যালাইটিসে আক্রান্ত শিশুদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী । পরে পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসক ও জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয়মন্ত্রী ।

যদিও (SKMCH)-র অব্যবস্থা নিয়ে অভিযোগ তুলেছেন আক্রান্ত শিশুদের অভিভাবকরা । তাঁরা বলেন, হাসপাতালে রোগীর সংখ্যা বাড়লে সেই তুলনায় শয্যার সংখ্যা কম । একই শয্যাতে 2-3 জন শিশুকে রেখে চিকিৎসা চলছে । সেই সঙ্গে রয়েছে বিদ্যুৎ বিভ্রাট । এ প্রসঙ্গে হাসপাতালের সুপার বলেন, দ্রুত এই সমস্যা মিটে যাবে । কারণ, সুস্থ হওয়ার পর অনেক শিশুদের ছেড়ে দেওয়া হয়েছে ।

Muzaffarpur (Bihar), Jun 19 (ANI): As 112 children have succumbed to the deadly Acute Encephalitis Syndrome (AES) in Bihar's Muzaffarpur, various political parties have gathered at the Sri Krishna Medical College and Hospital (SKMCH) where the mind fever has claimed over 90 lives. However, hospital's Superintendent Dr Sunil Kumar Shahi has advised the workers of all political parties, who are coming at the hospital to instead go on grounds and spread awareness about the disease, and help those affected. "I humbly request all political workers to go to places from where patients are coming and spread awareness. Right now they are not needed at the hospital. I request them to go to the periphery," Dr Shahi told ANI.
Last Updated : Jun 20, 2019, 10:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.