অমরাবতী, 12 ডিসেম্বর : কয়েকদিন আগেই হায়দরবাদে পশু চিকিৎসককে ধর্ষণ করে পুড়িয়ে মারার নৃশংস ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে । এবার এই অপরাধ মোকাবিলায় আরও কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নিল অন্ধ্রপ্রদেশ সরকার । গতকাল ধর্ষকদের মৃত্যুদণ্ডের প্রস্তাব জানিয়ে একটি বিল অনুমোদন করে মন্ত্রিসভা । আজ তা বিধানসভায় পেশ করা হবে ।
এই বিলে যে বিষয়গুলি বলা হয়েছে :
- ধর্ষণের ক্ষেত্রে অপরাধীদের মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হবে ।
- এই ধরনের মামলায় অভিযোগ দায়েরের 21 দিনের মধ্যেই শাস্তিপ্রদান সহ যাবতীয় কাজ শেষ করতে হবে । ঘটনার তদন্ত শেষ করতে হবে এক সপ্তাহের মধ্যে । এবং মামলার শুনানি শেষ করতে হবে 14 দিনের মধ্যে । পাশাপাশি সাজাও শোনাতে হবে ।
- সংশোধিত POCSO আইনের ( যা এবছর শুরুতেই সংসদে পাশ হয়েছে) কথা উল্লেখ করে, শিশুদের যৌন নিগ্রহের ক্ষেত্রেও মৃত্যুদণ্ডের প্রস্তাব রাখা হয়েছে এই বিলে ।
- এছাড়াও, শিশুদের যৌন নিগ্রহে দোষীদের কারাদণ্ড বাড়ানোর কথাও বলা হয়েছে । কারাদণ্ড 10 বছর থেকে বাড়িয়ে আমৃত্যু করার প্রস্তাব দেওয়া হয়েছে ।
- সোশাল মিডিয়ায় কোনও মহিলার বিরুদ্ধে কুরুচিকর কোনও তথ্য প্রকাশ করলে প্রথমবার অপরাধের জন্য দু'বছরের কারাদণ্ড এবং দ্বিতীয়বার করলে চার বছরের কারাদণ্ড দেওয়া হবে ।
এখনও ভারতীয় আইনে ধর্ষকদের জন্য মৃত্যুদণ্ড দেওয়ার কোনও বিশেষ ধারা নেই । যদি এই বিল পাশ হয়, তাহলে অন্ধ্রপ্রদেশই হবে প্রথম রাজ্য যা ধর্ষণে মৃত্যুদণ্ডের সাজা দেবে । এই নতুন বিল অন্ধ্রপ্রদেশ ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 -র নাম দেওয়া হবে অন্ধ্রপ্রদেশ দিশা অ্যাক্ট ।
নারী ও শিশুদের নিগ্রহ, ধর্ষণ সংক্রান্ত মামলার জন্য সমস্ত জেলায় বিশেষ আদালত গড়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এই সমস্ত কোর্টগুলি সোশাল মিডিয়ায় হেনস্থা, অ্যাসিড অ্যাটাক, ধর্ষণ, গণধর্ষণ থেকে শুরু করে এই ধরনের যাবতীয় বিষয়গুলি দেখবে ।