ETV Bharat / bharat

মূক ও বধির নাবালিকাকে ধর্ষণের পর চোখ নষ্ট করল অভিযুক্তরা, গ্রেপ্তার 3 - বিহার

মঙ্গলবার মধুবনির কাউওয়াহা বারহি গ্রামের মাঠে ছাগল চড়াতে নিয়ে গিয়েছিল ওই নির্যাতিতা নাবালিকা ৷ তার সঙ্গে আরও বেশ কয়েকজন বাচ্চা ছিল ৷ তাদের নজর এড়িয়েই সেই সময়ই অভিযুক্তরা তাকে তুলে নিয়ে যায় ৷ পরে তাকে খুঁজে না পেয়ে নাবালিকার বাড়িতে খবর দেয় তার সঙ্গীরা ৷ এরপর খোঁজাখুজি শুরু হলে পাশের মনোহরপুর গ্রামের একটি খালি জমিতে অচৈতন্য় অবস্থায় ওই নাবালিকাকে উদ্ধার করা হয় ৷

deaf-mute-girl-gangraped-eyes-damaged-in-bihar-3-arrested
মূক ও বধির নাবালিকাকে ধর্ষণের পর চোখ নষ্ট করল অভিযুক্তরা, গ্রেপ্তার 3
author img

By

Published : Jan 13, 2021, 6:44 PM IST

মধুবনি(বিহার), 13 জ়ানুয়ারি :বিহারের মধুবনি জেলায় মূক ও বধির এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ৷ ধর্ষণের পর ওই নাবালিকার দু’টি চোখ ধারাল বস্তু দিয়ে নষ্ট করে দেয় অভিযুক্তরা ৷ ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ তবে, নির্যাতিতা ওই নাবালিকা অভিযুক্তদের শনাক্ত করতে পারেনি বলে বুধবার জানিয়েছেন তদন্তকারীরা ৷ ঘটনায় তার দু’টি চোখই ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ তবে, সে পুরোপুরি তাঁর দৃষ্টি শক্তি হারিয়েছে কি না তা এখনই বলা যাচ্ছে না ৷ গুরুতর অবস্থায় ওই নাবালিকা মধুবনি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার মধুবনির কাউওয়াহা বারহি গ্রামের মাঠে ছাগল চড়াতে নিয়ে গিয়েছিল ওই নির্যাতিতা নাবালিকা ৷ তার সঙ্গে আরও বেশ কয়েকজন বাচ্চা ছিল ৷ তাদের নজর এড়িয়েই সেই সময়ই অভিযুক্তরা তাকে তুলে নিয়ে যায় ৷ পরে তাকে খুঁজে না পেয়ে নাবালিকার বাড়িতে খবর দেয় তার সঙ্গীরা ৷ এরপর খোঁজাখুজি শুরু হলে পাশের মনোহরপুর গ্রামের একটি খালি জমিতে অচৈতন্য় অবস্থায় ওই নাবালিকাকে উদ্ধার করা হয় ৷

আরও পড়ুন : আবারও যোগী রাজ্য়ে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ

তাকে উদ্ধার করে কাছে উমগাঁও কমিউনিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে, সেখান থেকে চিকিৎসকরা তাকে মধুবনি সদর হাসাপাতালে স্থানান্তর করা হয় ৷ তার অবস্থা আশঙ্কা জনক বলে জানা গিয়েছে ৷

মধুবনি(বিহার), 13 জ়ানুয়ারি :বিহারের মধুবনি জেলায় মূক ও বধির এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ৷ ধর্ষণের পর ওই নাবালিকার দু’টি চোখ ধারাল বস্তু দিয়ে নষ্ট করে দেয় অভিযুক্তরা ৷ ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ তবে, নির্যাতিতা ওই নাবালিকা অভিযুক্তদের শনাক্ত করতে পারেনি বলে বুধবার জানিয়েছেন তদন্তকারীরা ৷ ঘটনায় তার দু’টি চোখই ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ তবে, সে পুরোপুরি তাঁর দৃষ্টি শক্তি হারিয়েছে কি না তা এখনই বলা যাচ্ছে না ৷ গুরুতর অবস্থায় ওই নাবালিকা মধুবনি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার মধুবনির কাউওয়াহা বারহি গ্রামের মাঠে ছাগল চড়াতে নিয়ে গিয়েছিল ওই নির্যাতিতা নাবালিকা ৷ তার সঙ্গে আরও বেশ কয়েকজন বাচ্চা ছিল ৷ তাদের নজর এড়িয়েই সেই সময়ই অভিযুক্তরা তাকে তুলে নিয়ে যায় ৷ পরে তাকে খুঁজে না পেয়ে নাবালিকার বাড়িতে খবর দেয় তার সঙ্গীরা ৷ এরপর খোঁজাখুজি শুরু হলে পাশের মনোহরপুর গ্রামের একটি খালি জমিতে অচৈতন্য় অবস্থায় ওই নাবালিকাকে উদ্ধার করা হয় ৷

আরও পড়ুন : আবারও যোগী রাজ্য়ে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ

তাকে উদ্ধার করে কাছে উমগাঁও কমিউনিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে, সেখান থেকে চিকিৎসকরা তাকে মধুবনি সদর হাসাপাতালে স্থানান্তর করা হয় ৷ তার অবস্থা আশঙ্কা জনক বলে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.