শ্রীনগর, 1 ডিসেম্বর : আজ জম্মু-কাশ্মীরে জেলা উন্নয়ন পরিষদের দ্বিতীয় দফার ভোট । ভাগ্য নির্ধারণ হবে 321 জন প্রার্থীর । কড়া নিরাপত্তার মধ্যে সকাল সাতটা থেকে জম্মু ও কাশ্মীরের 2,100টিরও বেশি বুথে চলছে ভোটগ্রহণ । চলবে দুপুর দুটো পর্যন্ত ।
দ্বিতীয় দফায় 43টি আসনে নির্বাচন হচ্ছে । যার মধ্যে 25টি রয়েছে কাশ্মীরে, 18টি জম্মুতে । 321 জন প্রার্থীর মধ্যে 196 জন কাশ্মীর উপত্যকার । বাকি 125 জন প্রার্থী জম্মুর । পাশাপাশি আজ 83টি পঞ্চায়েত আসনেও ভোট হচ্ছে । দ্বিতীয় দফার পঞ্চায়েত ভোটে লড়ছেন 223জন প্রার্থী । একইভাবে পঞ্চায়েত উপনির্বাচনেও 331টি আসনে 709 জন প্রার্থীর ভাগ্য় নির্ধারণ হবে আজ ।
আজ 2,142টি বুথে 7 লাখ 90 হাজারের কাছাকাছি ভোটারের ভোট দেওয়ার কথা রয়েছে । যার মধ্যে কাশ্মীরে রয়েছে 1 হাজার 305টি । জম্মুতে রয়েছে 837টি বুথ । নিরাপত্তার দিক থেকে কাশ্মীরে অধিকাংশ বুথই স্পর্শকাতর । তাই উপত্যকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে । জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার কেকে শর্মা । পাশাপাশি প্রত্যেক ভোটারকে মাস্ক পরে বুথে আসার অনুরোধ জানানো হয়েছে ।