মুম্বই, 3 জুন: ফের চোখ রাঙাচ্ছে প্রকৃতি ৷ কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গ ও ওড়িশাকে তছনছ করে দিয়ে গেছে ঘূর্ণিঝড় আমফান ৷ ফের এক শক্তিশালী সাইক্লোন আছড়ে পড়ল দেশে ৷ আজ দুপুর নাগাদ আরব সাগর উপকূলে আছড়ে পড়ে নিসর্গ ৷ মহারাষ্ট্রে ইতিমধ্যেই এই সাইক্লোনের বিপর্যয় এড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ এই পরিস্থিতিতে মুম্বইকরদের অন্তত দুদিন বাড়ি থেকে না বেরোনোর আবেদন করেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷ কারণ গত 70-80 বছরে এমন শক্তিশালী ঘূর্ণিঝড় দেখা যায়নি মুম্বইয়ে ৷
- মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমান বন্দরে সন্ধ্যা সাতটা পর্যন্ত বন্ধ উড়ান ।
- গুজরাতের দ্বারকা উপকূল এলাকায় জলোচ্ছ্বাস ।
-
- মহারাষ্ট্রের রত্নাগিরি এলাকায় ঝোড়ো হাওয়া ও জলোচ্ছ্বাস ।
-
- BMC-র তরফে জানানো হয়েছে, মুম্বইয়ের নানা এলাকায় মোট 36টি গাছ উপড়ে পড়েছে ।
- মুম্বইয়ের সমুদ্র উপকূলের নিকটবর্তী বস্তি এলাকা থেকে মোট 25,000 বস্তিবাসীকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ।
- ঘণ্টায় 100-110 কিমি বেগে বইছে ঝড় ৷ ঘূর্ণিঝড় ধীরে ধীরে প্রবেশ করছে মুম্বইয়ে ৷ আগামী তিন ঘণ্টার মধ্যে মুুম্বই এবং থানে জেলাতে প্রবেশ করবে নিসর্গ ৷
- মহারাষ্ট্র উপকূলে প্রবল বেগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় নিসর্গ ৷ আগামী তিন ঘণ্টা ধরে তাণ্ডব চালাবে সাইক্লোন ৷
- স্থলভাগে প্রবেশ করার আগেই দাপট দেখাতে শুরু করল সাইক্লোন নিসর্গ ৷ প্রবল ঝড়ে রায়গড় জেলার বিভিন্ন জায়গায় উপড়ে গেল বড় বড় গাছ ৷
-
Maharashtra: Many trees uprooted in the Raigad district due to strong winds in view of #CycloneNisarga. The cyclone is expected to make landfall in an hour in the state and the process will be completed during the next 3 hours, as per IMD. pic.twitter.com/DXtKytdqX9
— ANI (@ANI) June 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Maharashtra: Many trees uprooted in the Raigad district due to strong winds in view of #CycloneNisarga. The cyclone is expected to make landfall in an hour in the state and the process will be completed during the next 3 hours, as per IMD. pic.twitter.com/DXtKytdqX9
— ANI (@ANI) June 3, 2020Maharashtra: Many trees uprooted in the Raigad district due to strong winds in view of #CycloneNisarga. The cyclone is expected to make landfall in an hour in the state and the process will be completed during the next 3 hours, as per IMD. pic.twitter.com/DXtKytdqX9
— ANI (@ANI) June 3, 2020
-
- এখনও পর্যন্ত মহারাষ্ট্রের উপকূল অঞ্চলে বসবাসকারী চার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ জানিয়েছেন NDRF-এর কমান্ড্যান্ট অনুপ শ্রীবাস্তব ৷
-
Around 40000 people have been evacuated to safer places till now from various locations (sea belt areas) of Maharashtra: Anup Shrivastava, Commandant NDRF (National Disaster Response Force). #CycloneNisarga https://t.co/DlTxYwGMyd
— ANI (@ANI) June 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Around 40000 people have been evacuated to safer places till now from various locations (sea belt areas) of Maharashtra: Anup Shrivastava, Commandant NDRF (National Disaster Response Force). #CycloneNisarga https://t.co/DlTxYwGMyd
— ANI (@ANI) June 3, 2020Around 40000 people have been evacuated to safer places till now from various locations (sea belt areas) of Maharashtra: Anup Shrivastava, Commandant NDRF (National Disaster Response Force). #CycloneNisarga https://t.co/DlTxYwGMyd
— ANI (@ANI) June 3, 2020
-
- মহারাষ্ট্রের দমন ও হরিহরেশ্বর উপকূলের মধ্য দিয়ে পার হবে নিসর্গ সাইক্লোন ৷ সেইসময় ঝড়ের গতিবেগ থাকবে 100-120 কিলোমিটার ৷ জানালেন IMD-র ডিরেক্টর জেনেরাল মৃত্যুঞ্জয় মহাপাত্র ৷
-
#CycloneNisarga will cross Maharashtra coast between Harihareshwar & Daman,very close to Alibag between 1 pm to 4 pm. While crossing the coast it will have strong winds of 100-120 kmph over Mumbai,Thane & Raigad districts of Maharashtra: Mrutyunjay Mohapatra, DGM, IMD pic.twitter.com/fm9HGwzwzt
— ANI (@ANI) June 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#CycloneNisarga will cross Maharashtra coast between Harihareshwar & Daman,very close to Alibag between 1 pm to 4 pm. While crossing the coast it will have strong winds of 100-120 kmph over Mumbai,Thane & Raigad districts of Maharashtra: Mrutyunjay Mohapatra, DGM, IMD pic.twitter.com/fm9HGwzwzt
— ANI (@ANI) June 3, 2020#CycloneNisarga will cross Maharashtra coast between Harihareshwar & Daman,very close to Alibag between 1 pm to 4 pm. While crossing the coast it will have strong winds of 100-120 kmph over Mumbai,Thane & Raigad districts of Maharashtra: Mrutyunjay Mohapatra, DGM, IMD pic.twitter.com/fm9HGwzwzt
— ANI (@ANI) June 3, 2020
-
- দুপুর 1টা থেকে 3টের মধ্যে আলিবাগে আছড়ে পড়বে নিসর্গ ৷ জানাল আবহাওয়া দপ্তর ৷
- গোয়ায় শুরু হল প্রবল বৃষ্টি ৷ পানাজি শহর ধুয়ে গেল বৃষ্টিতে ৷
- রত্নগিরি, কোলাবা ও গোয়ায় 33 কিমি প্রতি ঘণ্টায় বইছে ঝড় ৷
- গুজরাতের নৌসারি ও পোরবন্দরের সাতটি গ্রাম খালি করল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷
- রায়গড় জেলা থেকে 11,260 জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হল ৷
- সাধারণ মানুষকে বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে ৷ জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন ৷
-
People are advised to remain indoors but mobilise evacuation from low lying areas. I advise fishermen to suspend operations¬ venture into Eastcentral&Northeast Arabian Sea&along&off Karnataka-Goa-Maharashtra-south Gujarat coast: Dr. Harsh Vardhan, Union Min of Earth Sciences https://t.co/fZaji4Jciz
— ANI (@ANI) June 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">People are advised to remain indoors but mobilise evacuation from low lying areas. I advise fishermen to suspend operations¬ venture into Eastcentral&Northeast Arabian Sea&along&off Karnataka-Goa-Maharashtra-south Gujarat coast: Dr. Harsh Vardhan, Union Min of Earth Sciences https://t.co/fZaji4Jciz
— ANI (@ANI) June 3, 2020People are advised to remain indoors but mobilise evacuation from low lying areas. I advise fishermen to suspend operations¬ venture into Eastcentral&Northeast Arabian Sea&along&off Karnataka-Goa-Maharashtra-south Gujarat coast: Dr. Harsh Vardhan, Union Min of Earth Sciences https://t.co/fZaji4Jciz
— ANI (@ANI) June 3, 2020
-
- নিসর্গ সতর্কতায় মুম্বই টার্মিনাল থেকে পাঁচটি ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে ৷
-
5 trains that were to depart from Mumbai Terminal have been rescheduled, while 2 trains that were scheduled to arrive at Mumbai Terminal to be suitably regulated and one train has been diverted: Indian Railways. #CycloneNisarga pic.twitter.com/3on8GoX33i
— ANI (@ANI) June 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">5 trains that were to depart from Mumbai Terminal have been rescheduled, while 2 trains that were scheduled to arrive at Mumbai Terminal to be suitably regulated and one train has been diverted: Indian Railways. #CycloneNisarga pic.twitter.com/3on8GoX33i
— ANI (@ANI) June 3, 20205 trains that were to depart from Mumbai Terminal have been rescheduled, while 2 trains that were scheduled to arrive at Mumbai Terminal to be suitably regulated and one train has been diverted: Indian Railways. #CycloneNisarga pic.twitter.com/3on8GoX33i
— ANI (@ANI) June 3, 2020
-
- বুধবার সকালে মহারাষ্ট্রের সতীপদ, দানিয়েদা, মঙ্গলওয়াড়া, কোলি ওয়াড়া, আলিবাগ থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ জানিয়েছেন NDRF-এর ডিরেক্টর জেনেরাল এসএন প্রধান ৷
- NDRF-এর তরফে মহারাষ্ট্রে 20টি টিম মোতায়েন করা হয়েছে ৷ এর মধ্যে মুম্বইয়ে 5টি, রায়গড়ে 5টি, পালঘরে 2টি, থানেতে 2টি, রত্নগিরিতে 2টি ও সিন্ধুদুর্গে 1টি টিম পাঠানো হয়েছে ৷
-
Deployment of 20 teams of NDRF in Maharashtra - Mumbai 8 teams, Raigad 5 teams, Palghar 2 teams, Thane 2 teams (1 enroute), Ratnagiri 2 teams and Sindhudurg 1 team: National Disaster Response Force (NDRF) #CycloneNisarga pic.twitter.com/qVZ0qnORNc
— ANI (@ANI) June 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Deployment of 20 teams of NDRF in Maharashtra - Mumbai 8 teams, Raigad 5 teams, Palghar 2 teams, Thane 2 teams (1 enroute), Ratnagiri 2 teams and Sindhudurg 1 team: National Disaster Response Force (NDRF) #CycloneNisarga pic.twitter.com/qVZ0qnORNc
— ANI (@ANI) June 3, 2020Deployment of 20 teams of NDRF in Maharashtra - Mumbai 8 teams, Raigad 5 teams, Palghar 2 teams, Thane 2 teams (1 enroute), Ratnagiri 2 teams and Sindhudurg 1 team: National Disaster Response Force (NDRF) #CycloneNisarga pic.twitter.com/qVZ0qnORNc
— ANI (@ANI) June 3, 2020
-
- 11 কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে মহারাষ্ট্রের দক্ষিণ উপকূলের দিকে এগোচ্ছে ৷ মৌসম ভবনের দেওয়া তথ্য অনুযায়ী আলিবাগ থেকে 200 কিমি ও মুম্বই থেকে 250 কিমি দূরে রয়েছে নিসর্গ ৷
- বিপর্যয় এড়াতে ইতিমধ্যেই প্রচুর মানুষকে উপকূলবর্তী এলাকা থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ মঙ্গলবার থেকেই মহারাষ্ট্রের কিছু কিছু জায়গায় বৃষ্টি শুরু হয়েছে ৷ পুনে শহরের বিভিন্ন এলাকা বৃষ্টিতে ভেসে গেছে ৷ বৃষ্টি হয়েছে গোয়া, সান্তাক্রুজ, কোলাবাতেও ৷
-
Maharashtra: Streets in parts of Pune city flooded following heavy rainfall here, yesterday. Water also entered houses in some parts of the city. Visuals from Wadgaon Sheri. pic.twitter.com/ZVITR70r73
— ANI (@ANI) June 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Maharashtra: Streets in parts of Pune city flooded following heavy rainfall here, yesterday. Water also entered houses in some parts of the city. Visuals from Wadgaon Sheri. pic.twitter.com/ZVITR70r73
— ANI (@ANI) June 2, 2020Maharashtra: Streets in parts of Pune city flooded following heavy rainfall here, yesterday. Water also entered houses in some parts of the city. Visuals from Wadgaon Sheri. pic.twitter.com/ZVITR70r73
— ANI (@ANI) June 2, 2020
-
- আজ মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র 19টি বিমান ওঠানামা করবে ৷